নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

Close up 1 কাছে আসার গল্প

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩২



প্রেমিক প্রেমিকার কাছে আসার গল্প নিয়ে নাটক বানাচ্ছে ক্লোজ আপ টুট পেস্ট। এদের কাছে আসার গল্প দিয়ে কি করমু?? কাছে আসার গল্প তো বিভিন্ন ধর্মপ্রচারক এর জীবনি থেকে পাওয়া যায়। হযরত মোহাম্মদ (সাঃ) আর খাদিজিা (রাঃ) এর বৈবাহিক জীবন পড়েন। তারপর হযরাত ইউসূফ আর জুলেখা এর প্রেমের ঘটনা দেখতে পারেন। আরো দেখতে পারেন আইয়ুব নবীর দাম্পত্য জীবন। তাদের দাম্পত্য জীবন কে অনুসরণ করলে আমাদের দাম্পত্য জীবনেও সুখ আসবে, ইনশাল্লা।

ইদানিং আধুনিক সমাজে তালাক এর পরিমান বাড়ছে। তালাকের পরিমান কেন বাড়ছে? মসজিদের ইমাম, বা ‍হিন্দুদের পুরোহিতদের মধ্যে তালাকের খবর কি কোন দিন শুনেছেন? তালাক হচ্ছে যারা ধর্মের রীতিনীতি না মেনে জীবন পরিচালনা করে।

আমাদের দাদা-দাদী নানা নানীর আমলে এত কাবিন নামা, মেরিজ সার্টিফিকেট, এত লাখ টাকা কাবিন এগুলা ছিলো না। তাদের সময়ে তালাকের পরিমান ছিলো হাতে গুনার মত। কারন তাদের দাম্পত্য জীবনে ছিলো বিশ্বস। ভালোবাসা।

ঠিক তেমনি একজন মসজিদের হুজুর বা মন্দিরের পুরহিত তার স্ত্রি কে ভালোবাসে, তাদের মধ্যে আছে বিশ্বাস। বর্মমানে এই বিশ্বস টা নাই।
আমার স্বামী মনে হয় পরকীয়া করে, বা আমার স্ত্রি মনে আগে থেকেই তার বয় ফ্রেন্ড এর সাথে যৌন মিলন করে আছে। এই আতঙ্কে বর্তমান আধুনিক সমাজের লোকজন করে থাকে।

আসুন আমরা যার যার ধর্মপ্রচারকদের দাম্পত্য জীবন অনুসরন করি। দাম্পত্যজীবনে সুখি হই।

পৃথিবীর সকল স্বামী স্ত্রী এর দাম্পত্য জীবন সুখের কাটুক। (আমিন।

মন্তব্য ৩১ টি রেটিং +১/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৫

ইমরোজ৭৫ বলেছেন: সুন্দর।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৯

নতুন বলেছেন: তালাক রাসুল সা: এর যুগে আরো বেশি সহজ ছিলো। বিবাহ আরো বেশি সহজ ছিলো। এখন কঠিন বানানোর কারন কি?

আধুনিক সমাজে তালাক কেন বাড়ছে সেটা যদি আপনি এখনো না বুঝে থাকেন তবে কি বলবো বুঝতে পারছিনা।

ধর্মের দোহাই দিয়ে আমাদের সমাজে নারীকে পুরুষের অধিনবানিয়েছে এবং পুরাপুরি স্বামীর উপর নির্ভর বানিয়েছে। তাই আমাদের সমাজে আমাদের দাদী, নানী এবং কি মা খালার জেনারেসনরাও স্বামীকে তালাক দিয়ে নিজে স্বনির্ভর হবার সাহস এবং ক্ষমতা ছিলো না। তাই তারা বাবার বাড়ী ফিরে বোঝা হতে চাইতো না।

এখন নারী নিজে স্বনির্ভর হতে পারে তাই তারা স্বামীর অপমান, আঘাত সহ্য করেনা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৫৫

নাহল তরকারি বলেছেন: ধর্মের দোহাই দিয়ে সমাজে নারীকে পুরুষের অধিন বানিয়েছে। এটার দ্বারা আপনি কি বুঝিয়েছেন?? তাদের মধ্যে ভালোবাসা ছিলো না??

পয়েন্ট ০২। আপনি বলতে চাচ্ছেন যে মেয়েরা চাকরি করছে বলে তালাকের পরিমান বেশী?

এখন নারী নিজে স্বনির্ভর তাই তারা স্বামীর অপমান সহ্য করে না। এখন প্রশ্ন হচ্ছে স্ত্রী কি স্বামী কে কম অপমান করে? তাই বলে কি স্ত্রী কে স্বামী তালাক দেয়???

এখন একটা ছেলে চিন্তা করে আমি চাকরি পেয়েছি। একটি বিয়ে করে সুখি সংসার বানাবো। আর মেয়েরা ভাবে “কামাই থাকলে জামাই লাগে না।”

তাহলে কামাই থাকে পুরুষের স্ত্রি লাগবে কেন?? কাপড় চোপড় পরিস্কার করার জন্য ওয়াশিং মেসিন আছে। আমি নিজে রান্না কেরে খেতে পারি। এখন টাকা থাকলে অসুস্থ হলে ক্লিনিক বা হাসপাতালের অভাব নাই। আর বাচ্চা লাগলে এতিমখানা থেকে আনবো। আর নিজের সন্তান জন্ম দেবার প্রশ্ন যদি আসে তাহলে বলতে হবে, ইসরাইল এমন এক মেশিন আবিস্কার করার কথা ভাবছে যেখানে শুধূ আপনার ডিএনএ দিয়ে আপনার সন্তান তৈরি করে দিবে। আর আছে যৌন চাহিদা এর ব্যাপারে। এখন সেক্স টয় বাজারে পাওয়া যায়। তাহলে আমিও কোন কাজের জন্য বিয়ে করবো??

কি এমন কথ্ স্বামী বলে যে তারা অপমানিত বোধ করে? সবাই দেখছি জমিদারের মাইয়্যা।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫১

সোনাগাজী বলেছেন:



আপনি বলেছিলেন, আপনার চাকুরী নেই; চাকুরী না'থাকলে লেখাপড়া করতে হয়; আপনি পড়ালেখায় মন দেন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৫৫

নাহল তরকারি বলেছেন: আপনি কে? আমি আপনাকে চিনি না। আপনার পরিচয় দেন।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর+

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৫৫

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:২২

সাসুম বলেছেন: এই পোস্ট হল আসল ব্লগ। কি সব যা তা লিখে ব্লগার রা।

সহমত ভাই।


এই পোস্ট নির্বাচিত পাতায় ঠাপানো হোক।

জাজাকাল্লাহ খাইরান

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:২২

সাসুম বলেছেন: ৬ নাম্বার মন্তব্য পাঠানো হবে। মাই মিস্টেক। ম্যান ইজ মরটাল- মানুষ মাত্রই ভুল

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:২৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: ইউসুফ জুলেখার প্রেম বলতে ঠিক কি বুঝালেন? আপনি কি নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর কথা বলছেন? যদি তাই বলে থাকেন, তাহলে জেনে রাখুন আপনি একজন নবীর নামে মিথ্যাচার করছেন। কুরআনে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো না।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৪২

নাহল তরকারি বলেছেন: আমি দাম্পত্য জীবন নিয়ে বলেছি। বিয়ের আগের নারী পুরুষের সম্পর্কের কথা বলি নাই।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৩৯

নতুন বলেছেন: তারপর হযরাত ইউসূফ আর জুলেখা এর প্রেমের ঘটনা দেখতে পারেন।

আস্তাগফিরুল্লাহ, কোথায় পেলেন তাদের প্রেমের ঘটনা?

ধর্ম নিয়ে লেখার আগে সহী সোর্স থেকে ধর্ম সম্পকে জানুন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫৯

নাহল তরকারি বলেছেন: হুজুররা বলে।

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:১৩

বিষন্ন পথিক বলেছেন: @সাসুম, টাইপো টাই যথার্থ ছিলো, যদিও সচেতন মহলের ধারনা সেটা টাইপো ছিলোনা

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৪:০৩

নেওয়াজ আলি বলেছেন: আপনি কী বিবাহিত । বিয়ে না করলে তালাক নিয়েএত ভাবনার দরকার কী। সৌদিতে নাকি প্রতি ঘন্টার দশটা তালাক হয় । লেখাতে কিছু বানান ভুল আছে। :D

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:০০

নাহল তরকারি বলেছেন: তালাক নিয়ে ভাবি না। তবে সংসার ভাঙ্গা কি দরকার?

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:০৫

বিটপি বলেছেন: ইউসুফ জুলেখার প্রেম? জুলেখা কে? তার সম্পর্কে আপনি কি জানেন? কোত্থেকে পেয়েছেন?

১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৪৭

নতুন বলেছেন: ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫৯০

লেখক বলেছেন: হুজুররা বলে।


লেখক বলেছেন: ধর্মের দোহাই দিয়ে সমাজে নারীকে পুরুষের অধিন বানিয়েছে। এটার দ্বারা আপনি কি বুঝিয়েছেন?? তাদের মধ্যে ভালোবাসা ছিলো না??

পয়েন্ট ০২। আপনি বলতে চাচ্ছেন যে মেয়েরা চাকরি করছে বলে তালাকের পরিমান বেশী?

এখন নারী নিজে স্বনির্ভর তাই তারা স্বামীর অপমান সহ্য করে না। এখন প্রশ্ন হচ্ছে স্ত্রী কি স্বামী কে কম অপমান করে? তাই বলে কি স্ত্রী কে স্বামী তালাক দেয়???

এখন একটা ছেলে চিন্তা করে আমি চাকরি পেয়েছি। একটি বিয়ে করে সুখি সংসার বানাবো। আর মেয়েরা ভাবে “কামাই থাকলে জামাই লাগে না।”

তাহলে কামাই থাকে পুরুষের স্ত্রি লাগবে কেন?? কাপড় চোপড় পরিস্কার করার জন্য ওয়াশিং মেসিন আছে। আমি নিজে রান্না কেরে খেতে পারি। এখন টাকা থাকলে অসুস্থ হলে ক্লিনিক বা হাসপাতালের অভাব নাই। আর বাচ্চা লাগলে এতিমখানা থেকে আনবো। আর নিজের সন্তান জন্ম দেবার প্রশ্ন যদি আসে তাহলে বলতে হবে, ইসরাইল এমন এক মেশিন আবিস্কার করার কথা ভাবছে যেখানে শুধূ আপনার ডিএনএ দিয়ে আপনার সন্তান তৈরি করে দিবে। আর আছে যৌন চাহিদা এর ব্যাপারে। এখন সেক্স টয় বাজারে পাওয়া যায়। তাহলে আমিও কোন কাজের জন্য বিয়ে করবো??

কি এমন কথ্ স্বামী বলে যে তারা অপমানিত বোধ করে? সবাই দেখছি জমিদারের মাইয়্যা।


নারীদের প্রতি সন্মান না জন্মানো পযন্ত বিয়ে করতে যাবেন না প্লিজ। যদি কোন আত্নসম্মান বোধ সম্র্পন নারী আপনার স্ত্রী হয়ে তবে আপনার কপালে কস্ট আছে।

আমার দাদা এবং নানা দুজনেরই ১০ জন করে সন্তান ছিলো। আপনার কি মনে হয় কোন নারী জীবনে ১০ জন সন্তান ভালোবেসে নিজের ইচ্ছায় নেয়?

আপনার দাদী/ নানী র কাছে গল্প শুনবেন তাদের কাছে ভালোবাসার সঙ্গা কি? তারা তাদের স্বামীকে নাম ধরে কখনো ডাকতো না।

কোন নারীই চায় না তালাক দিতে কিন্তু স্বামী যখন গায়ে হাত তোলে, পরকিয়া, ড্রাগস,যৌতুকের জন্য চাপ দেয় তখন নারী বাধ্য হয় তালাক দিতে। যদি নারীর যাবার কোন জায়গা না থাকে তখন সে মুখ বুজে সহ্য করে,

আর যারা নিজে স্বাবলম্বী তাদের কি আপনি পরকিয়াম ড্রাগস বা যৌতুক চায় এমন স্বামীর ঘর করতে বলেন?

আপনি চাইবেন আপনার মেয়ের গায়ে হাত তুলুক তার স্বামী? ড্রাগস নেয় বা যৌতুক চায় বা পরকীয়া করে তার সাথে সংসার করুক ????

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০৬

নাহল তরকারি বলেছেন: ০১। আমার বাপ চাচারা ছয় ভাই। আমার দাদী একটি মেয়ের আশায় এতগুলা বাচ্চা নেয়।
০২। মেয়েদের আমি সম্মান দেই। মেয়েরা কি পুরুষদের সম্মান দেয়? তারা শুধু ছেলেদের না; মেয়েরা মেয়েদেরকেই সম্মান দিতে জানে না।
০৩। আমি আমার মেয়েকে নেশাখোর, যৌতুক লোভী আর মাঘীবাজ ছেলের সাথে বিয়ে দিবো না। আর আমি আর ছেলেকে এমন মেয়ের কাছে বিয়ে দিবো না যে শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্যে চাপ সৃষ্টি করে। স্বামীকে অসম্মান করে। স্বামী ও সংসার সামলাতে যে মেয়ে পারে না তার সাছে আমি আমার মেয়ে বিয়ে দিবো না।
০৪।

১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৫৬

জগতারন বলেছেন:
কিছু হালার পো হালা আছে বিরক্তকর নিক ব্যাবহার করে ব্লগে এসে !

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৪

নাহল তরকারি বলেছেন: আপনার কথাটি উগ্রবাদি লোকজনের মত লাগতাছে।

১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তাই বলে নতুন কাছে আসার গল্প শোনা বারণ?

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৬

নাহল তরকারি বলেছেন: আমি বলছি না এগুলা শোনা বারন। আমি বলেছি ধর্মপ্রচারকদের দাম্পত্য জীবন নিয়ে Study করা হউক।

১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৪৯

জাদিদ বলেছেন: ল দ ব পোস্ট! :-P

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০৭

নাহল তরকারি বলেছেন: আপনি যে এটাকে বলদা পোস্ট বলেছেন এটা আমি বুঝেছি।

১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: ভুয়া পোষ্ট।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০৭

নাহল তরকারি বলেছেন: কেন ভুয়া পোস্ট? নিশ্চই কোন কারন দেখছেন। এখন বলেন কেন ভুয়া পোস্ট।

১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৫৩

মরুর ধুলি বলেছেন: আসুন মানুষ হয়ে মানুষকে ভালবাসি।
যান্ত্রিক মানব না হয়ে মানবিক মানুষ হই।
যন্ত্র নির্ভরতার দরূন সংসারে ভাঙ্গন আজকালকার নতুন রূপ পরিগ্রহ করছে।
যন্ত্রকে মানবের কল্যানে মানবিকভাবে ব্যবহার করি।
সকলে সকলের ধর্মানুযায়ী জীবন গঠনে ব্রতী হই।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০৮

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

১৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫০

মোহামমদ কামরুজজামান বলেছেন: দাম্পত্য জীবনে বিশ্বস্ততা ও বিশ্বাসটা খুব জরুরী । সাথে সাথে ত্যাগ-সমঝোতা ও ভালবাসার চর্চা থাকা উচিত ।

তাহলে হয়ত পরিবার ভাংগণ রোধের সাথে সাথে নিজেরাও সুখী মানুষ হিসাবে বিবেচিত হতে পারে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০৯

নাহল তরকারি বলেছেন: আপনার কথা ঠিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.