নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

আমাদের মহাকাশ

১৭ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৪৬



আমার কাছে মহাকাশ খুব রোমাঞ্চকর মনে হয়। মাঝে মাঝে মনে হয় এটা কোন আরব উপন্যাসের থেকে কম রোমাঞ্চকর না।
রাতের আকাশে যখন চাঁদের দিকে তাকাই তখন মনটা খুব প্রবিত্র হয় যায়। চাঁদের আলো গায়ে মাখতে খুব ভালো লাগে। আরো ভালো লাগে শীতকালে চাঁদের আলো উপভোগ করিতে।


যাই হউক। বিজ্ঞানীরা চেষ্টা করছে অন্য গ্রহে বসতি স্থাপন করিতে। সমস্যা একটাই। মানুষ পৃথিবীর ইকো সিস্টেমে খাপ খেয়েছে। মানে মানুষের ডিএনএ ‍পৃথিবীর আবহাওয়া সহ্য করতে পারবে। অন্য গ্রহের ইকো সিস্টেমে মানুষ খাপ খেতে পারবে না। যদি জোর করে খাপ খাওয়াতে হয় তাহলে মানুষ অন্য গ্রহে টিকতে পারবে না।



উদাহারন স্বরুপ বলা যায় এই শুক্রগ্রহকেই দেখেন। মানুষ এই গ্রহতে বসবাস করার জন্য প্রথমে অধিক তাপ সহ্য করার ক্ষমতা অর্জন করতে হবে। দ্বিতীয়ত অক্সিজেন ছেড়ে অন্য গ্যাসে জীবন ধারনের ক্ষমতা অর্জন করতে হবে।


আমার যখন মন খারাপ থাকে তখন আমি জানালার পাশে শুয়ে শুয়ে মহাকাশ সম্পর্কে চিন্তা করি। নিজেকে মহাকাশে বিলিয়ে দেই। কতই না গ্রহ নক্ষত্রে ভরপর এই মহাকাশ। অন্য কোন প্রান্তে কোন গ্রহের ইকো সিস্টেমে বিকশিত হচ্ছে জীবন। গড়ছে সভ্যতা। আর ধ্বংস হচ্ছে হাজারো গ্রহ। ধ্বংস হচ্ছে সভ্যতা।


আমরা মানুষ যদি করোনার মহামারিতে মারা যেতাম তাহলে, মহাকাশে দূরের অবস্থান করা উন্নত জীব হয়তো জানতই না মানুষ নামের কোন প্রানী পৃথীবিতে অবস্থান করছে।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০২২ দুপুর ১:০১

শায়মা বলেছেন: মহাকাশ তো মহাকাশই।
বিশালতার শেষ নেই যার........

১৭ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৪০

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।

২| ১৭ ই মার্চ, ২০২২ দুপুর ১:১৬

নাহিদ ২০১৯ বলেছেন: ভাল লিখেছেন। কিপ ইট আপ

১৭ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৪০

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।

৩| ১৭ ই মার্চ, ২০২২ বিকাল ৫:০৯

সোবুজ বলেছেন: মন পবিত্র হয়ে যায় বলতে আপনি কি বুঝিয়েছেন।ইসলামের পবিত্র না কি অন্য কিছু।

১৭ ই মার্চ, ২০২২ রাত ৯:৪৬

নাহল তরকারি বলেছেন: এটা ছিলো আল্লাহর কুদরত। এটা আপনি বুঝবেন না।

৪| ১৭ ই মার্চ, ২০২২ রাত ১০:৪১

নূর আলম হিরণ বলেছেন: আরব্য উপন্যাসের রোমাঞ্চ মহাকাশের রোমাঞ্চের কাছে অতি অতি তুচ্ছ।

১৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:৩১

নাহল তরকারি বলেছেন: হতে পারে।

৫| ১৭ ই মার্চ, ২০২২ রাত ১১:৫৪

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ট্রাফিক জ্যামে পরলেও আমি দিনের বেলায় মহাকাশ দেখার চেষ্টা করি ।

১৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:৩২

নাহল তরকারি বলেছেন: তাই?

৬| ১৮ ই মার্চ, ২০২২ রাত ১২:১০

সোবুজ বলেছেন: এই পবিত্রতা কি হিন্দুদের হয়।তাদের তো আগা গোড়ায় অপবিত্র।মন টন সব সহ।চাঁদের আলোয় যেয়ে পবিত্র হতে হিন্দুদের কি নিষেধ আছে।না কি তারা চাঁদের আলোয় গেলে পবিত্র হবে না।

৭| ১৮ ই মার্চ, ২০২২ দুপুর ১২:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ছবি ও কথামালা সুন্দর হয়েছে।

১৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:৩২

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.