নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

মিশরীয় হাইলোগ্রাফি

১৮ ই মার্চ, ২০২২ সকাল ১১:২৭



মিশর। একটি দেশ। রহস্যে ঘেরা একটি দেশ। এই দেশের পিরামিড আরো রহস্যময়। কেউ বলছে এইটি কারো সমাধিস্থল আর কেউ বলছে এটা কোন মন্দির বা উপাসনালয়। যাই হউক। একদিন আমার মাথায় একটি জিনিস এলো। এসেট হচ্ছে মিশরের হাইলোগ্রফি। যেটা পিরামিডের দেয়ালের গায়ে অঙ্কিত করা আছে।
এই হাইলোগ্রফির জন্য মিশরের অতীত সম্পর্কে জানতে পারছি। আমাদের দেশের ছেলে মেয়েরা পরীক্ষার আগে কি করে! নকল করার জন্য বেঞ্চ বা স্কুল কলেজের দেয়ালে বই এর কিছু প্রশ্নের উত্তর লিখে থাকে। পরে কমন পড়লে নকল করে পাশ করে। আমার মাজে মাজে মনে হয় কোন খারাপ ছাত্র পাশ করার জন্য সে সময় এমন দেয়ালে চিত্র অঙ্কন করে গেছে। যাই হউক। সেই খারাপ ছাত্রের জন্য আমরা প্রাচীন মিশর সম্পর্কে জানতে পারছি।


আমাদের দেশের যেসব ছেলেরা এভাবে নকল করার উদ্দেশে এভাবে গণিতের সূত্র, সাইন্সের সূত্র বেঞ্চ বা দেয়ালে লিখে যাচ্ছে, আগামী ৫০০০ বছর পর এইসব স্কুলের দেয়াল লিখন দেখে তখনকার বিজ্ঞানীরা আশ্চার্য হবে। তারা বলবে “কি আশ্চার্য, আগের দিনের মানুষ এই গণিত পারতো? সাইন্সের এই সূত্রটা পারতো! ইত্যাদি ইত্যাদি।

যাই হউক। এটা শুধু একজা মজা ছিলো। আর কিছু না।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০২২ সকাল ১১:২৮

ইমরোজ৭৫ বলেছেন: সুন্দর।

২| ১৮ ই মার্চ, ২০২২ সকাল ১১:৫০

সাসুম বলেছেন: বাংলা ব্লগের লেখালিখির কোয়ালিটি যাচাই করার জন্য আপনার এই পোস্ট হতে পারে একটা আলোকবর্তিকা।

কেন? আসুন, নীচে হালকা করে বিশ্লেষণ করি-

১। মিশর। একটি দেশ। রহস্যে ঘেরা একটি দেশ। এই দেশের পিরামিড আরো রহস্যময়। কেউ বলছে এইটি কারো সমাধিস্থল আর কেউ বলছে এটা কোন মন্দির বা উপাসনালয়। উত্তরঃ সবাই জানে দুনিয়ার পিরামিড একটা সমাধিস্থল, খালি আপনি জানেন না।

২। একদিন আমার মাথায় একটি জিনিস এলো। এসেট হচ্ছে মিশরের হাইলোগ্রফি। উত্তরঃ আসল শব্দটা হচ্ছে হায়ারোগ্লিফিক বা চিত্রলিপি। গ্রিক ভাষায় τὰ ἱερογλυφικά [γράμματα], ইংরেজিতে : Hieroglyphic

এসেট হচ্ছে মিশরের হাইলোগ্রাফি- এই লাইনের মানে কি, এসেট কি ?? মানে এগুলা কি লিখে ব্লগের প্রথম পাতা ভরান?? একটু বলবেন??

আমার মাজে মাজে মনে হয়----- আপনার মাজে মাজে মনে হয় মানে কি?? মাজে মাজে মনে কিভাবে হতে পারে মানুষের??

আগামী ৫০০০ বছর পর এইসব স্কুলের দেয়াল লিখন দেখে তখনকার বিজ্ঞানীরা আশ্চার্য হবে ----- আমাদের বুঝান আশ্চার্য কি জিনিষ? এটা কি খায় না মাথায় দেয় ??

যাই হউক। এটা শুধু একজা মজা ছিলো। আর কিছু না। না, এই পোস্ট একজা মজা ছিল না,

এই ব্লগ পোস্ট ছিল আমাদের বর্তমান ব্লগ, শিক্ষা ব্যাবস্থা এবং টোটাল আমাদের সমাজের শিক্ষিত মানুষের মেধা ও মননের আসল ধারনা।

ব্লগের প্রথম পাতায় এই আবর্জনা ওয়ালা লিখা পাব্লিশ করার জন্য প্রতিবাদ জানাইলাম। দুই লাইন বানান ঠিক করে, দাড়ি কমা ঠিক করে , একটা পোস্ট লিখতে পারেন না কিন্তু ব্লগ এর প্রথম পাতা দখল করে আছেন আপনার এই সব অখাদ্য দিয়ে- এইজন্য প্রতিবাদ জানাইলাম।

১৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:২২

নাহল তরকারি বলেছেন: ভাই এর মনে হয় বউ এর সাথে ঝগড়া করে এসেছেন?

৩| ১৮ ই মার্চ, ২০২২ দুপুর ১:৩৮

নতুন বলেছেন:
ব্লগের প্রথম পাতায় এই আবর্জনা ওয়ালা লিখা পাব্লিশ করার জন্য প্রতিবাদ জানাইলাম। দুই লাইন বানান ঠিক করে, দাড়ি কমা ঠিক করে , একটা পোস্ট লিখতে পারেন না কিন্তু ব্লগ এর প্রথম পাতা দখল করে আছেন আপনার এই সব অখাদ্য দিয়ে- এইজন্য প্রতিবাদ জানাইলাম।


মাসুম ভাই আপনার কমেন্টটা খুবই বেশি কড়া হয়ে গেছে। এতোটা কড়া কথা বলার দরকার ছিলো না।

ব্লগে সব সময়েই রিসার্চ পেপারের মতন তথ্য সম্পন লেখা আসবে সেটা ভাবা ভুল। ব্লগে ব্লগারের নিজের মনের কথা লেখার অধিকার আছে, এই জন্যই এটা ব্লগ।

উনি লিখছেন এই জন্য আগে ধন্যবাদ দেওয়া উচিত তারপরে তার লেখার দূর্বলতা গুলি ধরিয়ে দেওয়া যায়। তাতে আরো ভালো লিখতে অনুপ্রানিত হবে নতুনরা। নতুবা আপনার মতন কমেন্টের ভয়ে লেখাই বাদ দেবে অনেকেই।

১৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:২৪

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ আপনার কমেন্ট করার জন্য। এটা তো উমুক্ত প্লাটফর্ম তাই লিখি।

৪| ১৮ ই মার্চ, ২০২২ দুপুর ২:৩৭

মিরোরডডল বলেছেন:




সাসুমের কমেন্ট পড়ে মজা পেয়েছি :)
সে পোষ্ট দিয়ে প্রথমেই তার মাল্টি থেকেই এসে আগে কমেন্ট আর লাইক দেয় ।
ম্যারেজ, ডিভোর্স আর পরকিয়া নিয়ে তার এপিক পোষ্টগুলো মনে হয় সরিয়ে নিয়েছে ।
ওগুলো না পড়ে থাকলে গ্রেইট লস ।
আনবিলিভেবল ডিজরেস্পেক্টফুল ছিলো সেই লেখাগুলো !



১৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:২৫

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।

৫| ১৮ ই মার্চ, ২০২২ বিকাল ৩:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: নতুন বলেছেন:
মাসুম ভাই আপনার কমেন্টটা খুবই বেশি কড়া হয়ে গেছে। এতোটা কড়া কথা বলার দরকার ছিলো না।

তরকারি সাহেবে আগের পরিবেশনা গুলিতে চোখ বুলিয়ে এলে আপনার মতামত পরিবর্তণ হতে পারে।

১৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:২৫

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।

৬| ১৮ ই মার্চ, ২০২২ বিকাল ৪:০৪

জ্যাকেল বলেছেন: কোয়ালিটি মেইন্টেইন করলে ভাল হইত কিন্তু ব্লগ তো আর থিসিস লেখার জায়গা না। তাই আমার আপাতত এর বেশি বলা সম্ভবপর হচ্ছে না।

১৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:২৯

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।

১৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:২৯

নাহল তরকারি বলেছেন: আমি নিজেকে আপডেট করার জন্য চেষ্টা করিবো।

৭| ১৮ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৩৮

সাসুম বলেছেন: নতুন বলেছেন: ভাই আপনার কমেন্টটা খুবই বেশি কড়া হয়ে গেছে। এতোটা কড়া কথা বলার দরকার ছিলো না।

ভাই তরকারী সাহেব এর ব্লগ লিখা নিয়ে আমার কোন কোশ্চেন নেই, আমার খালি এক্টাই কোশ্চেন ব্লগে ঢুকে কেন এই বাজে কোয়ালিটির লিখা চোখের সামনে আসবে তাও আবার ব্লগের প্রথম পাতায়?

ব্লগে প্রথম পাতায় আসার জন্য লিখার একটা কোয়ালিটি থাকার দরকার ছিল এবং সেটা স্ট্রিক্টলি মেন্টেন করা উচিত বলে মনে করি।


সবচেয়ে বড় ক্থা, তরকারি সাহেবের আগের বিয়া, ডিভোর্স, পরকীয়া, ধর্ম এইসব চরম ডিজরেস্পপেক্টফুল লিখাগুলো ব্লগ কেন দুনিয়ার যে কোন সভ্য যায়গার জন্যই অপমানকর।

মরুভুমির জলদস্যু বলেছেনঃ তরকারি সাহেবের আগের পরিবেশনা চেক করার জন্য।

আমি ড্যাম সিউর যে কেউ তরকারি সাহেবের আগের রান্না করা অখাদ্য গুলো দেখলে কিংবা উনার মেন্টালিটি জানা থাকলে, আমার উপরে প্রদত্ত মতের সাথে দ্বিমত করবেন না।

তরকারি সাহেব রান্না করুক, উনার রান্না ঘরে রেখে কিংবা পরিবেশন করুক উনার নিজের ডাইনিং রুমে।

অখাদ্য খাবার রান্না করে সবার সামনে পরিবেশন করে , সবাইকে সে অখাদ্য গিলতে বাধ্য যাতে না করেন, সে জন্য প্রথম পাতায় এই অখাদ্য পাব্লিশ করতে দেয়ার প্রতিবাদ জানাইলাম।

৮| ১৮ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৫৭

জগতারন বলেছেন:
নাহল তরকারি সামু'র আবর্জনা।

১৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:২৬

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য। আমি কেন আবর্জনা সেটা বিশ্রেষণ করুন। তা নাহলে আপনি ঐ ফতোয়াবাজ হুজুরদের মত হয়ে যাবেন।

৯| ১৮ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১৪

প্রতিদিন বাংলা বলেছেন: আমার মাজে মাজে মনে হয় কোন খারাপ ছাত্র পাশ করার জন্য সে সময় এমন দেয়ালে চিত্র অঙ্কন করে গেছে।

১৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:২৮

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।

১০| ১৮ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২৭

মিরোরডডল বলেছেন:




জগতারন বলেছেন:
নাহল তরকারি সামু'র আবর্জনা।


তাই?

Joke of the day!!!

এইতো সেদিন, নিজে কি যেনো লিখেছিলো ????
ওটা কিন্তু আবর্জনা ছিলো না ।
Most respectful & precious wording in Samu’s history X((
Which we’ll never forget.


১৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:২৮

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।

১১| ১৮ ই মার্চ, ২০২২ রাত ৮:৫২

নিমো বলেছেন: @মিরোরডডল,আপনার মন্তব্য পড়ার পর হাসি থামাতে পারছি না। B-))

১৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:২৮

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।

১২| ১৮ ই মার্চ, ২০২২ রাত ১০:৪১

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ভাই যে যাই বলুক আপনার লেখা আমার দারুন লাগে সেজন্য লাইক প্রিয় পোস্টে নিয়ে পাশে থাকি যদি কোনদিন আপনার রান্নার ভাগ পাওয়া যায় ।

১৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:৩০

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।

১৩| ১৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:৩৫

নতুন বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ আপনার কমেন্ট করার জন্য। এটা তো উমুক্ত প্লাটফর্ম তাই লিখি।


কিন্তু তাই বলে যা ইচ্ছ তাই লেখা ঠিক না।

বুঝতে হবে আপনি কোথায় বসে আলোচনা করছেন, এখানে ব্লগিং করতে যারা আসে তাদের সাথে চায়ের দোকানের আলোচনা করলে চলবেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.