নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

Euphorbia tithymaloides

৩১ শে মার্চ, ২০২২ রাত ৮:০১


এই গাছের বৈজ্ঞানিক নাম Euphorbia tithymaloides। এটা আমার প্রিয় একটি গাছ। এই গাছ আমার কেন প্রিয় তা আমি জানি না।

এই গাছের কলাম করেছিলাম প্রায় তিন মাস আগে। তিন মাস পর শিকড় গজিয়েছে। যা দেখে আমার মন খুসিতে ভরে ওঠলো। যা হউক, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, এই গাছটি শিকড় গজানোর জন্য।

এই গাছটির সাথে প্রথম পরিচিত হই নোয়াখালি তে। পরে এই গাছ টি দেখি চুয়াডাঙ্গা তে। পরে সেই চুয়াডাঙ্গা থেকে একটি ডাল কলম করি এবং নানীর বাড়িতে রোপন করি। পরে অনেক দিন পর। গাছটি বড় হয়েছে। এই থেকে আবার একটি ডাল সংগ্রহ করি এবং গাইবান্ধা তে রোপন করি।

রোপন করার আগে সেই ডালটি তিন ভাগ করি। এবং বোতলে পানি দিয়ে রাখি। পরে দেখলাম ছোট ছোট শিকড় গজিয়েছে। ব্যাস রোপন করে দিয়েছি।

আপনারাও শখ করে গাছটি লাগাতে পারেন।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০২২ রাত ৮:০৫

ইমরোজ৭৫ বলেছেন: সুন্দর। ফাটাফাটি। চমৎকার।

২| ৩১ শে মার্চ, ২০২২ রাত ৯:৩৩

এপোলো বলেছেন: ছোটবেলা থেকেই এই গাছটা আমাদের ভিটায় দেখে আসছি। জানি না প্রথম কে লাগাইছিল তবে খুব সুন্দর। তত বেশি যত্নও করা লাগে না, কৈ মাছের প্রাণ জাতীয় গাছ।
আমার মনে হয় পরিপক্ষ একটা ডাল কেটে ভেজা মাটিতে রোপন করলেই কিছুদিন পর শেঁকড় গজাবে। যখন আপনার গাছটা বড় হবে তখন একটা চেষ্টা করে দেখতে পারেন। ডালপালা বেশি হলে, ঐখান থেকে একটা নিয়ে মাটিতে লাগাই দেখেন উঠে কিনা। শুভকামনা রইল।

০১ লা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩৫

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ ভাই।

৩| ৩১ শে মার্চ, ২০২২ রাত ১০:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: এটি একটি অতি কমন গাছ।
চারা করতে কলম করতে হয় না। ডাল মাটিতে পুতে রেখে জল ঢাললেই হয়ে যায়।

এর নাম- বেড়াচিতা
অন্যান্য ও আঞ্চলিক নাম : রাংচিতা, রঙ চিতা, চিতি
Common Name : Redbird flower, devil's-backbone, buck-thorn, cimora misha, christmas candle, fiddle flower, ipecacuahana, Jacob's ladder, Japanese poinsettia, Jew's slipper, Jewbush, milk-hedge, myrtle-leaved spurge, Padus-leaved clipper plant, red slipper spurge, redbird cactus, slipper flower, slipper plant, slipper spurge, timora misha, zig-zag plant
Scientific Name : Euphorbia tithymaloides, Pedilanthus tithymaloides

০১ লা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩৫

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.