নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

নায়ক ইলিয়াস কাঞ্চন।

০৫ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৩৮



আমার প্রিয় নায়ক হচ্ছে ইলিয়াস কাঞ্চন। ২০১৫ সালে রমজান মাসে উনি আমাদের এলাকাতে আসেন। উনি আমাদের এলাকার বেস্ট ইলেকট্রনিক্স এর দোকান উদ্ভোদন করতে আসেন। এটা মূলত ওয়ালটন এর শো রুম ছিলো।

আমার প্রচুর ইচ্ছে ছিলো তার সাথে দেখা করার। কিন্তু দেখা করতে পারি নাই।

সেদিন আমার পরীক্ষা ছিলো। পরীক্ষা দিয়ে বাসায় এসেছি। গোছল করে মাত্র শুয়েছি। পরে মাইকে শুনি ইলিয়াস কাঞ্চন এসেছে। আমি তখনই ইলিয়াস কাঞ্চন কে দেখার জন্য যেতাম। পরে দেখলাম বাসায় কেউ নাই। চাবি আমার কাছে। নানী ঘরে ডুকতে পারবে না। তাই আর দেখা করা হলো না ইলিয়াস কাঞ্চনের সাথে।

যাই হউক। ইলিয়াস কাঞ্চন হচ্ছেন আমার মনের হিরো।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৪২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন:

২| ০৫ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৪৭

ইমরোজ৭৫ বলেছেন: সুন্দর।

৩| ০৫ ই এপ্রিল, ২০২২ রাত ১০:০১

অর্ক বলেছেন: আমার খুব ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিট নায়ক ছিলো। রুবেলও ছিলো। ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম অভিনীত জবরদস্ত ছবিটি সিনেমাহলে মোট চারবার দেখেছি। প্রতিবারই শেষ দৃশ্যে (নায়কদের একজন মারা যায়) এসে কেঁদেছি। সে সময় একটা খুব দুঃখের গান হতো।

আমি তাকে বেশ কবার দেখেছি। দীর্ঘকায় সুদর্শন লোক। বিভিন্ন সময় বিভিন্ন চেনাজানা সেলেব্রিটিদের অনেককেই দেখেছি। তবে সবচেয়ে ভালো লেগেছে একদিন রমনা পার্কে মিন্নাত আলিকে দেখে। বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষ ছিলেন। তিনি আজ আর নেই আমাদের মাঝে। খুব অল্প বয়সে মারা যান। তাকে লোক না বলে ছেলে বলাই ভালো হবে। হাসিখুশি অমায়িক ছেলে। দারুণ অভিজ্ঞতা। তার আত্মার শান্তি কামনা করছি।

ধন্যবাদ। ভালো থাকবেন। আপনার আশা পূরণ হোক। ইলিয়াস কাঞ্চনকে সশরীরে দেখুন একদিন।

০৬ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৩৪

নাহল তরকারি বলেছেন: আমরা সবাই ইলিয়াস কাঞ্চন কে ভালোবাসি।

৪| ০৫ ই এপ্রিল, ২০২২ রাত ১০:১৩

গরল বলেছেন: একজন অতিব ভদ্রলোক এবং ভালো মানুষ, উনার নিরাপদ সড়ক আন্দোলনের প্রতি নিরঙ্কুশ সমর্থন জানাই। শুভেচ্ছা রইল।

৫| ০৬ ই এপ্রিল, ২০২২ রাত ৩:৩৯

রোবোট বলেছেন: ইচ্ছের বিশেষণ তো প্রচুর হয়না। খুব বা অনেক ব্যবহার করুন।

ইলিয়াস কাঞ্চনের নিরাপদ সড়ক চাই আন্দোলন খুবই জরুরী একটা বিষয় নিয়ে ছিলো। উনি আশা করি এই ইস্যুটা ভুলে যাননি। ওনার উদ্যোগে যুক্ত হতে পারেন।


০৬ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৩৫

নাহল তরকারি বলেছেন: আমরা সবাই ইলিয়াস কাঞ্চন কে ভালোবাসি।

৬| ০৬ ই এপ্রিল, ২০২২ ভোর ৫:০৭

নূর আলম হিরণ বলেছেন: উনি নিরাপদ সড়ক আন্দোলনের জন্য স্বরনীয় হয়ে থাকবেন। যদিও সাফল্য খুব বেশি না তবে নিরাপদ সড়ক যে নাগরিক অধিকার এই মেসেজটা উনি ছড়িয়ে দিতে পেরেছেন খুব ভালো করেই।

০৬ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৩৪

নাহল তরকারি বলেছেন: আমরা সবাই ইলিয়াস কাঞ্চন কে ভালোবাসি।

৭| ০৬ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ইলিয়াস কাঞ্চনকে একসময় আমারও ভাল লাগতো।

০৬ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:২১

নাহল তরকারি বলেছেন: ইরিয়াস কাঞ্চন খুব হ্যানসাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.