নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

VPN

২০ শে আগস্ট, ২০২২ রাত ৮:০১

Virtual private network বা VPN ইন্টারনেটের একটি ভার্চুয়াল “টানেল” যার মাধ্যমে ডাটা কম্পিউটার থেকে আদান প্রদান করতে পারে। ভিপিএন বলতে একটি কাল্পনিক প্রাইভেট নেটওয়ার্কের কথা বলা হচ্ছে।


আমাদের দেশে VPN বলতে মানুষ মনে করে, VPN একটি সফটওয়্যার যা দিয়ে মানুষ খারাপ ভিডিও দেখে। আসলে তা না। খারাপ ভিডিও এর সাইড বাংলাদেশ থেকে একসেস করা যায় না। VPN ব্যাবহার করলে আমেরিকান আইপি এড্রেস কানেক্ট হয়। যার কারনে ..... কি হয় বুঝতেই পারছেন।

ভিপিএন এর শ্রেনী বিভাগ:
১। ট্রাফিক প্রটোকলে ব্যবহারিত টানেল

২। টানেল টারমিনাশন পয়েন্ট

৩। নিরাপত্তা প্রদান এর টানেল

৪। দূরবর্তী আক্সেস এর টানেল

একটি VPN সার্ভারে VPN ক্লায়েন্ট একটি বাহ্যিক নেটওয়ার্ক ইন্টারফেসের মাধ্যমে সংযুক্ত হতে পারেন।

ভিপিএন নেটওয়ার্ক ফ্রী কিংবা প্রিমিয়াম হতে পারে। ফ্রী ভিপিএন নেটওয়ার্ক দিয়ে থাকে ওপেন ভিপিএন। এছাড়াও কিছু ভিপিএন নেটওয়ার্ক ফ্রী ও প্রিমিয়াম উভয় সার্ভিস দিয়ে থাকে। তবে ফ্রী অ্যাকাউন্ট এর ক্ষেত্রে লিমিটেড আক্সেস বরাদ্দ থাকে যাতে করে নির্দিষ্ট পরিমান ব্যান্ডউইথ ব্যবহার করতে পারা যায়।

কিছু বিখ্যাত VPN
০১। NordVPN
০২। Surfshark
০৩। CyberGhost VPN
০৪। ExpressVPN

এই VPN এর গ্রাহক হতে হলে কিছু নিদিষ্ট পরিমান ফি দিতে হয়। যা ডুয়েল কারেন্সি ATM Card দিয়ে ডলার দিয়ে ক্রয় করতে হয়। আমাদের দেশেও যদি পেইড ভার্সন VPN থাকতো তাহলে খুব ভালো হতো।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০২২ রাত ৮:০৪

ইমরোজ৭৫ বলেছেন: অতি সংক্ষিপ্ত। কিন্তু সুন্দর।

২| ২০ শে আগস্ট, ২০২২ রাত ৯:৩৯

কামাল৮০ বলেছেন: বাংলাদেশ থেকে ভিপিএন এর মাধ্যমে সংসয়.কম দেখা যায়।সাধারন ব্রাউজারে দেখা যায় না।

৩| ২১ শে আগস্ট, ২০২২ সকাল ৯:০১

রেজাউল৮৮ বলেছেন: সুন্দর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.