নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

ধর্মের নানাবিধ ব্যাবহার।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৩৮



আমি নানী বাড়িতেই লেখা পড়া করতাম। আমি নানী বাড়িতেই এসএসসি পরীক্ষা দেই। আমি তখন এসএসসি পরীক্ষার্থী। ২০১১ সালের ফেব্রুআরি তে পরীক্ষা। ২০১০ সালের ডিসেম্বরে মারা যান। যথারীতি আব্বু, আম্মু, মামা, মামী, খাল, খালু সবাই আসলো। ৪ দিন শোক পালন করলো। সবাই যথারীতি চলে যায়।


আমার নানী আবার খুব ধার্মিক লোক। এলাকার ধনী গরিব সবাইকে এক চোখে দেখেন। আমার নানীর কাছে ধনী গরিবের কোন ভেদাবেদ নাই। তবে নানীর গরিবদের সাথে ভালো সম্পর্ক বেশী ছিলো।

নানা মারা যাবার ১০ থেকে ১৫ দিন পর। নানীর সাথে এক গরিব মহিলা দেখা করতে আসেন। নানী তখন গেইটের সামনে দাড়িয়ে ছিলো। ঐ গরিব লোক দরজাতে পা দেওয়ার সাথে সাথে নানী কে উদ্দেশ্য করে বলেন “মরলে কোন কিছু কবরে যাবে না। মরলে গেলে সম্পদের জায়গায় সম্পদ থাকবে।” ইত্যাদি ইত্যাদি। যখনই নানীকে ঐ মহিলা ধর্মের কাহিনী প্রচার করিতে ছিলো; আমি তো বুঝে গেছি কাহিনী কি।

পরে ঐ মহিলা আমার নানী কে বলেন “আমারে ১ হাজার টাকা ধার দিবেন?” এখন আমার প্রশ্ন। টাকা যেহেতু ধারই (কর্জ বা লোন) চাইতেন তাহলে “মরলে কোন কিছু কবরে যাবে না” এই কথাটি বলার কি দরকার ছিলো? আমাকে ১০০০ টাকা ধার দেন। এটা সরাসরি বললেই হতো।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৪২

ইমরোজ৭৫ বলেছেন: সুন্দর।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৩৩

নাহল তরকারি বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৪৩

বিটপি বলেছেন: উনি বুঝাতে চেয়েছেন যে আপনার নানীর কবরে যাওয়ার সময় এসে গেছে। উনি যদি এখন ১০০০ টাকা ধরে বসে থাকে, তাহলে কবরে ঐটা কওন কাজে আসবেনা। তাই ধার চাইল, কিন্তু ফেরত পাবার আশা না করে।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৩৪

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন। উনি এটাই বুঝাতে চেয়েছেন। এভাবের ধর্ম কে কাজে লাগিয়ে ওরা ফায়দা লুটতে চায়।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:২৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নানা মারা যান।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৩৪

নাহল তরকারি বলেছেন: জ্বি। উনি ২০১০ সালে ডিসেম্বরে মারা গেছেন।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:১২

সাড়ে চুয়াত্তর বলেছেন: ধরম বাবসা।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:২৪

নাহল তরকারি বলেছেন: কিছু কিছু ধর্মীয় আবেগ ব্যাবহার করে স্বার্থ সিদ্ধি করতে চায়।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৪৩

ফুয়াদের বাপ বলেছেন: মানুষের দূর্বল জায়গা হচ্ছে সে একদিন মারা যাবে এবং পৃথিবীর কোন কিছুই সাথে নিবেনা। আর এই দূর্বল অনুভূতিকেই পুঁজি করে আবেগীয় ব্লাকমেইল করে স্বার্থ সিদ্ধি করে।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৩

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.