নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। মনটা কেমন যেন করছে।

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:১৮




আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে বললে ভুল হবে। কারন রাত তিন ঘটিকায় বজ্র ও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হয়েছিলো। যার দরুন আমাকে ওঠে ঘরের জানালা বন্ধ করা লাগছে ও টিভি, ফ্রিজ, অন্যান ইলেকট্রনিক্স আন প্লাগ করেছিলাম।

যখন স্কুলে পড়তাম তখন সকাল বেলা বৃষ্টি হলে খুব ভালো লাগতো। কারন বৃষ্টি হলে আমার আর স্কুলে যাওয়া লাগবে না। কিন্তু............। স্কুলে যাবার সময় হতো, ঠিক তখনই বৃষ্টি থেমে যেতো। তখন মনটা খারাপ হয়ে যেতো। তবে স্কুলে গেলে মনটা ভালো হয়ে যেতো। কারন স্কুলে তেমন সমপাঠী যেতো না। ক্লাস প্রায় ফাকা ফাকা থাকতো। এবং স্যারেরা ক্লাস করাতেন না। স্যারেরা গল্প বলতেন।


স্থান: আমাদের সরকারি সোনারগাঁও কলেজ, নারায়ণগজ্ঞ।

২০১৭ সালের দিকে। অক্টোবরে সম্ভবত। তখন নিন্মচাপ ওঠে। ঐদিন আমাদের ক্লাসে কোন ছাত্র আসে নি। শুধু আমাদের ক্লাশ না, কলেজে কোন ছাত্র আসে নি। স্কাউটের দুই একজন ছাত্র আছে। আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের হেড; তিনি আমাকে দেখে অবাক। এই বৃষ্টিতে আমি কিভাবে আসলাম। পরে আমি একাই ক্লাস করেছিলাম। আহ! মনে পড়ে যায় ছাত্র জীবনের সেই মধুর ঘটনা গুলো। আর কি ফেরত আসবে?

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪৭

ইমরোজ৭৫ বলেছেন: সুন্দর।

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪২

নাহল তরকারি বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:০১

খায়রুল আহসান বলেছেন: কোথায় বৃষ্টি? শুধু আকাশটা মুখ গোমরা করে বসে আছে আর খানিক পর পর গুড় গুড় করে উঠছে! একটা ঝুম বৃষ্টি এখন বড় কাম্য ছিল!

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৩

নাহল তরকারি বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ভাল লাগলো লেখাটি , শুভ কামনা রইলো আপনার জন্য

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০৪

ইসিয়াক বলেছেন: আমাদের এখানে কোন বৃষ্টি নাই। যাহোক মন খারাপ থাকলে গান শোনেন বই পড়েন। মন ভালো হয়ে যাবে।
শুভকামনা না'হল ইমরোজ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.