নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

ভিসা নিয়ে আমার কিছু প্রশ্ন।

৩০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:২৭

ট্রাবল এজেন্সি বা যারা নিয়মিত বিদেশ যাত্রা করেন তাদের কাছে আমার কিছু প্রশ্ন।



০১। ভিসা মেয়াদ কি ১০ থেকে ১৫ দিন থাকে? নাকি ১ বছর বা ২ বছর থাকে?
০২। মনে করেন আমার বাংলাদেশের পাসপোর্ট আছে। আমি কি ইংল্যান্ড থেকে ভারতের বা সৌদির ভিসান আবেদন করতে পারবো?
০৩। মনে করেন। আমি এখন ইংল্যান্ড আছি। আমার আমেরিকার ভিসা ও আছে। আমি কি ইংল্যান্ড থেকে আমেরিকা যেতে পারবো, বাংলাদেশে না এসে?
আমাকে এসব প্রশ্নের উত্তর দিয়ে আমাকে কৃতজ্ঞ করিবেন।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫৬

খায়রুল আহসান বলেছেন: ১। ভিসার মেয়াদ আবেদনকারীর আবেদনে উল্লেখিত মেয়াদের সাথে সঙ্গতিপূর্ণ থাকে। আপনি সাত দিনের ভিসা চাইলে এক বৎসরের জন্য দিবে না। তবে সাধারণতঃ এক মাসের কম মেয়াদে ভিসা দেয়া হয় না, আবেদনে এর চেয়ে কম মেয়াদ উল্লেখিত থাকলেও। এম মাস, তিন মাস, ছয় মাস, এক বৎসর, তিন বৎসর, পাঁচ বৎসর, ইত্যাদি মেয়াদে ভিসা দেয়া হয়ে থাকে। সম্প্রতি কানাডা দশ বৎসরের জন্যেও ভিসা দিচ্ছে, যদি পাসপোর্টের মেয়াদ বলবৎ থাকে। নির্ভর করে আপনি কী উদ্দেশ্যে ভিসা চাচ্ছেন, তার উপর। কানাডার ভিসা এখন ততদিন পর্যন্তই দেয়া হয়, যতদিন পাসপোর্টের মেয়াদ বলবৎ থাকে।
২। যতদূরর জানি, এর উত্তর 'না'।
৩। যতদূরর জানি, এর উত্তর 'হ্যাঁ'।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.