নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

প্রান্তন কে ক্ষমা করার দিবস।

১৭ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০৮

গত ১৭-১০-২০২১ ইং তারিখে আমার বিয়ে হয়েছিলো। আবার ১৯-০৬-২০২২ তারিখে তালাক বা বিবাহ বিচ্ছেদ হয়। আজ যেহেতু প্রান্তন কে ক্ষমা করার দিবস। তাই তাকে ক্ষমা করে দিলাম। তার প্রতি কোন অভিমান, অভিযোগ নাই। কিশোর বয়সে অনেক মেয়েকে পছন্দ হয়েছিলো। কিন্তু শুধু আমার বউ কেই ভালোবেসেছিলাম।

আজ আমার বিবেক আমার ব্রেন কে প্রশ্ন করে "তালাক দেয়া কি উচিত ছিলো? তালাকের আগে অন্তত একবার আলোচনা করার উচিত ছিলো? ""


তালাক সমাধান নয়। তালাক সমাধান নয়।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:২৪

সোনাগাজী বলেছেন:



আপনার লেখা থেকে কিছু বুঝার উপায় নেই যে, আপনার জীবনে কি ঘটছে। আপনি প্রাইমরী স্কুলের কোন শিক্ষকের কাছে কিছুদিন পড়েন।

২| ১৭ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যা হওয়ার হয়েছে। এটা নিয়ে ব্রেইনে প্রেশার দেয়ার দরকার নেই। জীবনকে উপভোগ করুন। সামনের চিন্তা করুন...

৩| ১৭ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৩৩

শাহ আজিজ বলেছেন: সম্ভবত প্রাক্তন প্রেমিকার কথা বলা হয়েছে ।

৪| ১৭ ই অক্টোবর, ২০২২ রাত ৮:০২

নতুন বলেছেন: আপনি এক কাজ করেন।

আপনার ঘটনাটা গল্প আকারে লিখুন, সবাই আলোচনা করুন।

৫| ১৭ ই অক্টোবর, ২০২২ রাত ৮:১১

সোনাগাজী বলেছেন:


পলিটিক্যাল সায়েন্সে পড়ে আপনার এই অবস্হা; বাকীদের যে কি অবস্হা শুধু আল্লাহ বলতে পারবেন।

৬| ১৭ ই অক্টোবর, ২০২২ রাত ৮:১৫

জগতারন বলেছেন:
এই 'তরকারি' এ নিয়ে "ইমরোজ" নিকে এ নিয়ে অনেকবারই হাজিরা দিয়েছিলাম।

৭| ১৭ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৫৫

অক্পটে বলেছেন: তার কি অনেক দোষ ছিল? যা তখন ক্ষমা করতে পারেননি।
আপনার কি কোন দোষই ছিলনা। খুলে বলবেন।

৮| ১৭ ই অক্টোবর, ২০২২ রাত ১০:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
প্রান্তন আর প্রাক্তন এর মধ্যে কোনো পার্থক্য কি আপনার জানা আছে?
আপনার উচিত গাজী সাহেবের পরামর্শ মেনে নেয়া।

৯| ১৭ ই অক্টোবর, ২০২২ রাত ১১:১৪

শেরজা তপন বলেছেন: সোনাগাজী ভাই যখন আল্লাহর নাম নিয়েছেন তবে অবস্থা বেশ গুরুতর!!

বাঘে যদি ঘাস খায় আর ডাক্তার যদি বলে 'আল্লাহ ভরসা' তাহলে বুঝতে হবে ভয়ানক দুর্যোগ সামনে।

১০| ১৮ ই অক্টোবর, ২০২২ রাত ১২:৩৪

সোনাগাজী বলেছেন:



@শেরজা তপন,

আমরা রিপাবলিকে বাস করি; দেশের সংবিধানে বলা হয়েছে যে, আমরা 'ধর্ম নিরপেক্ষ'; যারা দেশের আইনের বাইরে ধর্মীয় আইনের মাইন নিয়ে কথা বলবে, তাদেরকে থামানোর ব্যবস্হা করা হবে।

১১| ১৮ ই অক্টোবর, ২০২২ ভোর ৫:০১

রানার ব্লগ বলেছেন: ভুলে যান। যতো তারাতাড়ি ভুলবেন আপনার ও আপনার আশেপাশের সবার জন্য উপকার।

১২| ১৮ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: তালাক তো সে দিয়েছিল। আপনার তো কিছু করার ছিল না। দেখেশুনে আরেকটা বিয়ে করে ফেলুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.