নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবাজারে আগুন। ও আর্থিক ক্ষতি।

০৫ ই এপ্রিল, ২০২৩ সকাল ৯:০৭



বঙ্গবাজার। নাম শুনলেই আমাদের মাথায় আসে গুলিস্থান, সস্তায় কাপড়, পাইকারি দোকান, বড় মাপের কাপড় ইত্যাদি। ০৪-০৪০২০২৩ ইং তারিখে বঙ্গবাজারে আগুন লেগেছে। একদম দাবানল এর মত আগুন ধাও ধাও করে জ্বলছে। আর পুরে ছাই হয়ে গেছে হাজারো মানুষের সপ্ন। পুরে ছাই হয়ে গেছে হাজার পরিবারের শান্তি, সুখ, আনন্দ।

সামনে ঈদ। ব্যাংক, এনজিও, বা ব্যাক্তিগত উৎস থেকে অনেকে বড় অংকের লোন দিয়েছে। সেই টাকা দিয়ে দোকানের জন্য মাল কিনেছে। ঈদের বাজার কাপড় ব্যাবসায়ীদের জন্য একটি ব্যাবসায়িক সিজন। সারা বছর যে পরিমান বিক্রি হয়, ঈদ মৌসমে তার থেকে বেশী বিক্রি হয়। এই সময়ে কাপড় রিলেটেট ব্যাবসায়ীরা খুব ব্যস্ত সময় পার করে। ঠিক এই সময় তাদের সকল পুজি পুরে ছাই হয়ে গেছে। কেউ কেউ তো কোটি টাকার ঋণ নিয়ে দোকানে মাল উঠিয়েছিলো। এখন তো ১ কোটি টাকা পুরে ছাই। সে কিভাবে এখন ১ কোটি টাকা ঋন পরিশোধ করবে? এখন সে কিভাবে স্ত্রী সন্তান নিয়ে ঈদে আনন্দ করবে? আমাদের মধ্যে যারা অনেক টাকার মালিক, আমাদের উচিৎ তাদের ঋন পরিশোধ করার ব্যাবস্থা তৈরি করে দেয়া। আর বাজার করার জন্য ও ঈদের জন্য কিছু টাকা দেয়া।

আগুনের রং একটু খেয়াল করুন। আগুন হলুদ থেকে কমলা রং ধারন করেছে। আগুন বেশী শক্তিশালী হলে হলুদ থেকে কমলা রং হয়। কমলা রং থেকে আরো শক্তিশালী হলে লাল বর্ন ধারন করে। আমার ক্ষুদ্র অভিজ্ঞতা বলছে ক্যামিকেল রিএকসান ছাড়া আগুন এত তীব্র হয় না।

আবার দেখলাম কে বা কারা ফায়ারসার্ভিস ওয়ালাদের উপর আক্রমণ করেছে। ফায়ার ফাইটারদের উপর কেন এত চড়াও হতে হবে? তারা তো আগুন নেভানোর জন্য চেষ্টা করছে, নাকি?

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৫৩

কিরকুট বলেছেন: অনেক বড় মাপের ক্ষতি হয়ে গেলো । এই ক্ষতি পুষিয়ে উঠতে বেশ লম্বা সময় লাগবে ।

০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:৫৬

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

২| ০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:১৪

রাজীব নুর বলেছেন: ঈদের আগে এরকম ঘটনা বড় মর্মান্তিক।

০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:৫৭

নাহল তরকারি বলেছেন: ব্যাবসায়ীদের মেরুদন্ড ভেঙ্গে গেছে।

৩| ০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: রাস্তা পাড় হলেই ফায়ার সার্ভিসের অফিস তারপরেও এতো ব্যাপক অগ্নিকান্ড অনাকাঙ্খিত ।

০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:৫৭

নাহল তরকারি বলেছেন: আন্টিফিশিয়াল ভাবে আগুন লাগানো হয়েছে মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.