নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
১৯৯৮ সালে আমি প্লে গ্রুপে ভর্তি হই। স্কুলের নাম ছিলো অগ্রগামী শিশু নিকেতন। এটা সম্ভবত ঢাকা কেন্দ্রীয় কারাগার (চকবাজার) এর সাথে। সেখানে আমার তেমন স্মৃতি নাই।
২০০১ সালে আমি মতিঝিল সরকারি প্রথমিক বিদ্যালয় এ ভর্তি হই। সে সময় মতিঝিল সরকারি প্রথমিক বিদ্যালয় আর মতিঝিল বালক উচ্চ বিদ্যালয় লিংক ছিলো। আমার সেখানে তেমন সুখের স্মৃতি ছিলো না। স্যারেরা কি পড়াতো না পড়াতো কিছুই মনে রাখতে পারতাম না। কত যে বেতের আঘাত, সহপাঠীদের হাসি ঠাট্টার শিকার হয়েছি তার কোন ইয়ত্তা নাই।
পরে ২০০৪ ক্লাস 4 এ ভর্তি হই। আমি সেবার ইংরেজিতে ফেইল করি। পরে ভয়ে সেই স্কুল থেকে এসে পড়ি। পরে ভর্তি হই সরকার রেডিয়েন্ট স্কুল। এটা ছিলো নরসিংদীতে। ক্লাস ফাইভে ভর্তি হই। সেখানে আমি নিয়মিত ভালো রেজাল্ট করা শুরু করি। সরকার রেডিয়েন্ট স্কুল ছিলো কিন্ডারগার্ডেন স্কুল। সে সময় ঢাকার বাহিরে কিন্ডারগার্ডেন স্কুল ছিলো এক প্রকার বিলাসী জিনিস। সে বছর আমরা সেই স্কুলে মোট ছাত্র ৪০ জন এর উপরে ছিলো না, মনে হয়। আমার ক্লাসে ছিলাম মাত্র ৩ জন। পরে একজন ভর্তি হয়।
নরসিংদী এর কথা আমার এখনো মনে পড়ে।
২| ১১ ই মে, ২০২৩ রাত ৮:৫১
পদাতিক চৌধুরি বলেছেন: আপনার স্মৃতিচারণ পড়ে আমিও কমেন্ট করার ভাষা ব্যবহার করতে পারছিনা
৩| ১১ ই মে, ২০২৩ রাত ৯:৩২
শায়মা বলেছেন: সুখে দুঃখের স্কুল জীবন।
৪| ১১ ই মে, ২০২৩ রাত ৯:৪৯
স্মৃতিভুক বলেছেন: নাহল, আপনার প্রতি আমার বিশেষ একটা পক্ষপাতিত্ব আছে - এজন্যই এই লেখা। তথাকথিত স্মার্ট এবং অতি-বুদ্ধিমান মানুষ দেখতে দেখতে যখন ক্লান্ত, আপনার লেখা সেখানে আমাকে কিছুটা হলেও শান্তি দেয়। সহজ-সরল এক জীবনের গন্ধ পাই।
যাইহোক, আপনাকে দীর্ঘদিন অবজার্ভ করে মনে হয়েছে - মানুষ হিসেবে আপনি খুবই সহজ-সরল একজন। নিজেই আপনার ব্যক্তিজীবনের এমন অনেক কিছু শেয়ার করেন, যা আসলে কখনো করা উচিত নয়। কোনো এক লেখায় বলেছিলেন অন্যদের তুলনায় আপনি একটু স্লো। হতেই পারে - সবাই যে একদম স্ট্রিট-স্মার্ট হবে এমন কোনো কথা নেই।
৫| ১১ ই মে, ২০২৩ রাত ৯:৫০
স্মৃতিভুক বলেছেন: কিন্তু ভাই, একটা লেখা পোস্ট করার আগে মাথায় রাখবেন যে আপনার এই লেখাটা অনেকেই পড়ছেন। যা মনে আসে তাই লিখে ফেললেই হলো?! একটু তো চিন্তা-ভাবনা করতে হয় তাই না? শৈশব-স্মৃতি নিয়ে লিখতে হবে, ঠিক আছে কিন্তু হাতে সময় তো আছে। তাড়াহুড়া করার দরকার কি। লেখা শুরুর আগে নিজেই মনে মনে ভাবুন কিভাবে শুরু করবেন, মনে মনে সাজিয়ে নিন সেন্টেন্সগুলি এবং লেখার পর নিজেই অন্তত কয়েকবার বার পড়ুন। ভুল-ত্রুটি থাকলে শুধরে নিন, এবং যদি নিজের কাছে ভালো লাগে পড়তে, তারপর পোস্ট করুন।
মনে রাখবেন, নিজেকে অন্যের কাছে হাস্যস্পদ প্রমান করার মধ্যে কোনো গৌরব নেই। দুঃখিত, উপদেশ বিতরণের জন্য।
৬| ১১ ই মে, ২০২৩ রাত ৯:৫৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অগ্রগামী শিশু নিকেতন বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এর পাশে ঢাকা মেডিকেল কলেজ এর ড: ফজলে রাব্বি হল এর উল্টো দিকে।
৭| ১১ ই মে, ২০২৩ রাত ১০:০১
মনিরা সুলতানা বলেছেন: আপনার ও দেখছি অনেক স্কুলের অভিজ্ঞতা আছে।
৮| ১১ ই মে, ২০২৩ রাত ১০:৩১
আহমেদ জী এস বলেছেন: নাহল তরকারি,
যে যাই-ই বলুক, এটাও শৈশবের স্কুল সংক্রান্ত একধরনের স্মৃতি।
৯| ১১ ই মে, ২০২৩ রাত ১০:৩৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: আরেকটু বড় করলে ভালো হত।
১০| ১১ ই মে, ২০২৩ রাত ১০:৫৮
শেরজা তপন বলেছেন: বোঝা যাচ্ছে আপনার একেবারে শৈশোবের স্মৃতি খুব বেশী সুখকর নয়। রেডিয়েন্ট স্কুলে পড়ার সময়ের স্মৃতিগুলো বেশ আনন্দদায়ক। খুব বেশী স্কুল পাল্টেছেন। @স্মৃতিভুকের পরামর্শগুলো স্মরণে রাখবেন।
১১| ১২ ই মে, ২০২৩ সকাল ৯:০৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সময় নিয়ে লিখলে এই লেখাটাও উপভোগ্য হয়ে উঠত।
১২| ১২ ই মে, ২০২৩ দুপুর ১:০৬
রাজীব নুর বলেছেন: ওকে।
১৩| ১২ ই মে, ২০২৩ বিকাল ৩:২০
চারাগাছ বলেছেন: নাহল,
এতো তাড়াহুড়ার কিছু ছিল না। আপনার চমৎকার স্মৃতিটা দারুণ ভাবে লিখতে পারতেন।
এমন অনেক কিছুই ঘটেছিল যা আপনার লেখায় আসেনি। হয়তো একটু ভাবলেই আসতো। স্মৃতি অমূল্য।
স্কুলের গেটে আমড়া আলার থেকে আমড়া খেয়েছেন কি?
টক পানির নিয়ে চটপটি?
বরফ মালাই?
দেখুন তো এগুলোর মধ্যে কোন অনুভূতি লুকিয়ে আছে কিনা?
কিংবা ধরুণ ছুটির ঘন্টাটার জন্য নিশ্চয়ই মন আনচান করতো?
দপ্তরী চাচার কাছ থেকে নিয়ে ঘন্টাটা কখনো নেড়েচেড়ে দেখেছেন কি?
ভালো থাকবেন। আপনার অমূল্য স্মৃতিকে অভিনন্দন জানাই।
১৪| ১৩ ই মে, ২০২৩ দুপুর ২:০৮
শাওন আহমাদ বলেছেন: আমি আপনার সারল্যকে পছন্দ করি ভাইয়া।
১৫| ০৮ ই জুলাই, ২০২৩ ভোর ৬:০৬
খায়রুল আহসান বলেছেন: অনেকেই অনেক উপদেশ দিয়ে গেছেন। আমি আর নতুন করে কোন কিছু বললাম না। উপদেশগুলো আমলে নিলে আপনারই লাভ হবে।
পোস্টটা কোন প্রতিযোগিতার জন্য উপযুক্ত মানের করতে গেলে কন্টেন্ট আরও বাড়াতে হবে এবং প্রভূত সম্পাদনার প্রয়োজন হবে।
১৬| ০৮ ই জুলাই, ২০২৩ ভোর ৬:১৬
খায়রুল আহসান বলেছেন: আপনার সেই প্রথম প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয় দুটিতে কিন্তু আমিও এক সময় পড়েছিলাম, তবে সেটা আপনার চেয়ে প্রায় সাড়ে তিন দশক আগে।
©somewhere in net ltd.
১| ১১ ই মে, ২০২৩ রাত ৮:০৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনার এই পোস্ট পড়ে আমি যদি কয়েকটি হাসির ইমু ব্যবহার করি আপনিকি খুব বেশী মাইন্ড করবেন?