নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
মনে করেন, মজিদ চাচা কোন এক এনজিও থেকে ঋন নিয়েছে। সেই টাকা দিয়ে সে একটি গরু ক্রয় করেছে। সে দুধ বিক্রি করে সংসার চালায় ও ঋণের কিস্তি পরিশোধ করে।
যারা আপনারা ব্যাবসা করেন, তারা বুঝেন। ব্যাবসা কোন সময় ভালো যায়, আবার কোন সময় খারাপ যায়। একদিন মজিদ চাচার দুধ বিক্রি হয় নি। তাই সে কিস্তির টাকা দিতে পারে নি। এর পরের সপ্তাহে মজিদ চাচার গরু অসুস্থ হয়েছে। সেখানে মজিদ চাচার অনেক টাকা খরচ হয়েছে। পরের সপ্তাহেও তিনি কিস্তির টাকা শোধ করতে পারে নাই। ফলে এনজিও ওয়ালারা গরু নিয়ে গেছে।
এখন আমার আপনাদের কাছে প্রশ্ন ক্ষৃদ্র ঋণ মজিদ চাচাকে কিভাবে উপকার করলো?
এটতো একটা গল্প মাত্র। বাস্তবে অনেকে জায়গা জমি বিক্রি করে কিস্তির টাকা পরিশোধ করে। ফলে গরিব ভিক্ষুক হয়ে যায়। এই ক্ষদ্র ঋণের কারনে কারা কারা ক্ষতিগ্রস্থ হয়েছে; সেটা নিয়ে সামাজিক গবেষণা্ করা দরকার। কয়জন লোক উপকৃত হয়েছে আর কয়জন লোক বাড়ি ঘর হারিয়ে ভিক্ষক হয়েছে সেটার একটি পরিসংখ্যান দরকার।
তাহলে মজিদ চাচাকে কিভাবে বড়লোক করা যায়? মজিদ চাচাকে যদি দুইটি গরু উপহার দেওয়া হয়, এবং গরুর যাবতীয় খরচ এক বছর এনজিও বহন করবে, এবং দুধ বেচার টাকা শুধু মজিদ চাচা পাবে। এতে করে মজিদ চাচা আস্তে আস্তে বড়লোক হবে।
০৪ ঠা জুন, ২০২৩ রাত ৯:০৪
নাহল তরকারি বলেছেন: বড়লোকদের স্পন্সরে এনজিও চলবে।
২| ০৩ রা জুন, ২০২৩ রাত ৮:৪৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক ক্ষেত্রে পারে। তবে এই ঋণের অপব্যবহার বেশী হয় এবং মানুষ আরও বেশী ঋণে জড়িয়ে যায় বেশীর ভাগ ক্ষেত্রে।
০৪ ঠা জুন, ২০২৩ রাত ৯:০৫
নাহল তরকারি বলেছেন: উদ্দেশ্য কত শতাংশ সফল আর কত শতাংশ বিফল সেটা নিয়ে গবেষণা চালানো উচিত।
৩| ০৩ রা জুন, ২০২৩ রাত ১১:৪৭
মোহাম্মদ গোফরান বলেছেন: যারা বিজনেস স্টার্ট করে তাদের ক্ষুদ্র ঋণ সহযোগিতা করে।
০৪ ঠা জুন, ২০২৩ রাত ৯:০৬
নাহল তরকারি বলেছেন: ঐ যে বললাম। কিস্তির টাকা দিতে গিয়ে গরুটা বিক্রি করে ফেললো।
৪| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ১:৪৫
নতুন বলেছেন: লোন নিয়ে আয়ের ব্যবস্থা না করে যদি নিজেদের কাজে লাগায় তবে অবশ্যই লোন নিয়ে সেই মানুষ বিপদে পড়বে।
কিন্তু ক্ষুদ্র লোন দিয়ে অবশ্যই দারিদ্র র্নমুলের চিন্তা করে লোন দেবার ব্যবসা শুরু করে নাই।
এটা ঝামেলা পূর্ন লোন কিন্তু বেশ লাভজনক তাই এটা চলবেই।
০৪ ঠা জুন, ২০২৩ রাত ৯:০৭
নাহল তরকারি বলেছেন: কিস্তির টাকা দিতে গিয়ে “গরুটা হারালো।”
৫| ০৪ ঠা জুন, ২০২৩ দুপুর ১২:৫৯
রাজীব নুর বলেছেন: ঋণ নিয়ে যারা ঋণ টা সঠিক কাজে লাগায় তাঁরা বুদ্ধিমান।
০৪ ঠা জুন, ২০২৩ রাত ৯:০৮
নাহল তরকারি বলেছেন: ঐ যে বললাম কিস্তির টাকা দিতে গিয়ে “গরুটা হারালো।” কিছু কিছু জিনিস বইয়ের পাতায় ভালো লাগে। বাস্তব খুব কঠিন।
©somewhere in net ltd.
১| ০৩ রা জুন, ২০২৩ রাত ৮:৩৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: এনজিও তবে কিভাবে চলবে?