নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
একটি সময় ছিলো। যখন মোবাইল ছিলো না। তখন মানুষ তার আপনজন কে চিঠি লিখতো। একটি কাজগে লিখতো তার মনের ভাব। স্বামী তার আবেগের কথা লিখতো। স্ত্রী তার সুখ দুখের কথা তার স্বামী কে বলতো। মাস শেষে হোস্টেলে থাকা ছেলে তার পিতার কাছে টাকা চেয়ে পত্র লিখতো। এক সময় বন্ধুরা একসাথে ক্লাস করেছেন। মেট্রিক বা ইন্টার এর পর আর তাদের দেখা নাই। এমন বন্ধুরা একে অপর কে চিঠি লিখতেন।
একজন মানুষ তার মনের কথা, মনের সুপ্ত ভাষনা একটি কাজগে লিখতেন। পরে এমন হলুদ খামে পাঠাতেন। যে প্রতিষ্ঠান চিঠি প্রেরকের কাছ থেকে প্রাপকের কাছে পৌছে দিতো তার নাম “ডাক ঘর”।
আপনার সেই চিঠি পরম যত্নে হলুদ, খাটি পোষাক পড়ে প্রাপকের কাছে যে ব্যাক্তি চিঠি বিলি করতেন তার নাম রানার। তিনি শুধু চিঠিই পাঠাতেন তা নয়, তিনি মানি অর্ডারও বিলি করতেন। যখন ব্যাংক এর শাখার সংখ্যা খুব কম ছিলো, যখন বিকাশ/নগদ এর মত সার্ভিস ছিলো না; তখন দূরে টাকা পাঠানোর জন্য পোস্ট অফিস যে সার্ভিস এর মাধ্যমে টাকা প্রাপকের কাছে পৌছে দিতো, সেই সার্ভিস এর নাম মানি অর্ডার।
স্বামী বা স্ত্রী অপেক্ষা করতো তার সঙ্গীর চিঠির জন্যে। মা অপেক্ষা করতো তার সন্তানের চিঠির জন্যে। দাদা অপেক্ষা করতেন নাতির চিঠির জন্য।
কতই না আবেগ মিশানো থাকতো সেই চিঠিতে। ম্যাসেজ্ঞারে সেই আবেগ নাই। পোস্ট অফিস, ডাকঘর, ডাক পিয়ন, ডাক টিকেট, মানি অর্ডার, এয়ার মেইল, রানার, হলুদ খাম। ২০০৫ সালের পরে যাদের জন্ম তারা এসব জিনিস চিনবেই না। তারা এসবের নামই বলতে পারবে না।
১৪ ই জুন, ২০২৩ সকাল ৮:৪৪
নাহল তরকারি বলেছেন: মানুষের এখন চিঠি লেখা উচিৎ।
২| ১৪ ই জুন, ২০২৩ সকাল ৯:২৪
ধুলো মেঘ বলেছেন: প্রয়োজনের তাগিদে ডাক বিভাগের জন্ম হয়েছিলে, প্রয়োজন ফুরালে ডাক আস্তাকূড়ে নিক্ষিপ্ত হবে - এটাই স্বাভাবিক। চিঠির অনেক সমস্যা ছিল - এগুলো মেটাতেই মোবাইল ফোনের জন্ম। ভবিষ্যতে হয়তোবা মোবাইল ফোনেরও প্রয়োজন ফুরাবে। তখন এ আই একজনের তথ্য আরেকজনকে সার্ভ করবে।
১৪ ই জুন, ২০২৩ সকাল ৯:৩৭
নাহল তরকারি বলেছেন: ঠিক।
৩| ১৪ ই জুন, ২০২৩ সকাল ১১:২২
দারাশিকো বলেছেন: আমি কিন্তু এখন্ও চিঠি লিখি। মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপ-এ। চিঠির ফরম্যাটে, ভাষায়। চিঠি লিখতে ভালো লাগে, এই বিষয়ে আমি বিভিন্ন সময়ে কয়েকটি পোস্ট্ও লিখেছিলাম।
ডাক বিভাগের খামে করেও চিঠি পাঠাই। ঠিক এই মুহুর্তে আমার হাতের নাগালেই আটটা ডাক বিভাগের খাম রয়েছে, কিছুদিন আগে দুটো ব্যবহার করেছিলাম। ছবিতে যে খামটা রয়েছে এখন বোধহয় আআমি কিন্তু এখন্ও চিঠি লিখি। মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপ-এ। চিঠির ফরম্যাটে, ভাষায়। চিঠি লিখতে ভালো লাগে, এই বিষয়ে আমি বিভিন্ন সময়ে কয়েকটি পোস্ট্ও লিখেছিলাম।
ডাক বিভাগের খামে করেও চিঠি পাঠাই। ঠিক এই মুহুর্তে আমার হাতের নাগালেই আটটা ডাক বিভাগের খাম রয়েছে, কিছুদিন আগে দুটো ব্যবহার করেছিলাম। ছবিতে যে খামটা রয়েছে এখন বোধহয় আর সেই খাম পাওয়া যায় না। ছবি দিচ্ছি।
কাগজ বানানটা কাজগ হয়ে গেছে, ঠিক করে দেন।
আমি কিন্তু এখন্ও চিঠি লিখি। মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপ-এ। চিঠির ফরম্যাটে, ভাষায়। চিঠি লিখতে ভালো লাগে, এই বিষয়ে আমি বিভিন্ন সময়ে কয়েকটি পোস্ট্ও লিখেছিলাম। আগ্রহী হলে পড়ে দেখতে পারেন।
ডাক বিভাগের খামে করেও চিঠি পাঠাই। ঠিক এই মুহুর্তে আমার হাতের নাগালেই আটটা ডাক বিভাগের খাম রয়েছে, কিছুদিন আগে দুটো ব্যবহার করেছিলাম। ছবিতে যে খামটা রয়েছে এখন বোধহয় আআমি কিন্তু এখন্ও চিঠি লিখি। মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপ-এ। চিঠির ফরম্যাটে, ভাষায়। চিঠি লিখতে ভালো লাগে, এই বিষয়ে আমি বিভিন্ন সময়ে কয়েকটি পোস্ট্ও লিখেছিলাম।
ডাক বিভাগের খামে করেও চিঠি পাঠাই। ঠিক এই মুহুর্তে আমার হাতের নাগালেই আটটা ডাক বিভাগের খাম রয়েছে, কিছুদিন আগে দুটো ব্যবহার করেছিলাম। ছবিতে যে খামটা রয়েছে এখন বোধহয় আর সেই খাম পাওয়া যায় না। ছবি দিচ্ছি।
১৪ ই জুন, ২০২৩ রাত ৯:১৮
নাহল তরকারি বলেছেন: চিঠি।
৪| ১৪ ই জুন, ২০২৩ দুপুর ১২:৫২
শাওন আহমাদ বলেছেন: বেশ গোছানো লেখা ছিলো ভাইয়া, পড়ে ভালো লেগেছে। প্রথম লাইনে চিঠি ও শেষের দিকে ম্যাসেঞ্জার বানানে টাইপিং মিসটেইক আছে, এডিট করে দিবেন।
১৪ ই জুন, ২০২৩ রাত ৯:১৯
নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।
৫| ১৪ ই জুন, ২০২৩ দুপুর ১:৩৭
রাজীব নুর বলেছেন: একসময় আমার কাছে প্রচুর চিঠি আসতো। আমিও অনেক চিঠি লিখতাম।
আজকাল চিঠি আসে না। মেইল আসে।
১৪ ই জুন, ২০২৩ রাত ৯:২০
নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন। এখন ই-মেইল আসে।
৬| ১৫ ই জুন, ২০২৩ ভোর ৬:১৮
রূপক বিধৌত সাধু বলেছেন: আমি এই সময়টা খুব মিস করি।
১৫ ই জুন, ২০২৩ বিকাল ৩:৩৮
নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১| ১৪ ই জুন, ২০২৩ সকাল ৭:১০
কামাল১৮ বলেছেন: আমি সুধু নিজের প্রয়োজনে চিঠি লিখেছি এমন না।গ্রামের অনেকের চিঠি আমি লিখে দিয়েছি।তখন গ্রামে খুব কম লোকেই লেখাপড়া জানতো।আমি তখন স্কুলে পড়ি।
চিঠির প্রচলন বহুদিন ছিলো।এখন খুব দ্রুত পরিবর্তন হয়ে যায়।