নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
প্রত্যেক বাড়িতে কি গোয়াল ঘর রাখা দরকার কি?
১৯৮০ সালের দিকে মানুষ তেমন সচ্ছল ছিলো না। একটি গ্রামে দুই একজন গরু কুরবানী দিতেন। যারা গরু কুরবানী দিতেন তারা অনেকেই আগে থেকেই গরু পালতেন। তারা ছিলেন গরু পালনে অভিজ্ঞ। গরুর বাস স্থান মানে গোয়াল ঘর আগে থেকে রেডি থাকার কারনে সেই কুরবানীর গরু পালতে কোন সমস্যা হতো না।
এখন প্রায় ৯০% মুসলিম কুরবানী দেয়। এদের বাড়িতে গোয়াল ঘর না থাকায় গরু রাখতে অসুবিধা। গরু কিভাবে পালতে হয় সেই বিষয়ে অভিজ্ঞতা না থাকায় ৮০ কেজির গরু ঈদের দিন ৬০ কেজি গরু হয়ে যায়।
তাই আমাদের গ্রামের বাড়ি এমন ভাবে বানানো উচিৎ যাতে আলাদা গোয়াল ঘর থাকবে। অথবা “কুরবনীর পশুর হাট থেকে গরু কিনা থেকে কুরবানী পযর্ন্ত গরু পালন করে দিবে”, এমন সার্ভিস থাকলে ভালো হয়।
২৬ শে জুন, ২০২৩ সকাল ১১:৪২
নাহল তরকারি বলেছেন: আমার শেষের লাইনই সমাধান দিয়ে ছিলাম।
২| ২৫ শে জুন, ২০২৩ রাত ১০:২২
এইযেদুনিয়া বলেছেন: গ্রামের বাড়ির কথা বললেন। শহরের ব্যাপারে একটু বুদ্ধি দিয়েন।
২৬ শে জুন, ২০২৩ সকাল ১১:৪২
নাহল তরকারি বলেছেন: আমার শেষের লাইনই সমাধান দিয়ে ছিলাম।
৩| ২৬ শে জুন, ২০২৩ রাত ১২:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দিনে দিনে বসবাসের জায়গা ছোটো হয়ে আসছে, শহর আর গ্রামের মধ্যে পার্থক্য দ্রুত কমে আসছে। একদিকে মানুষের থাকার জায়গারই খুব সংকট, অন্যদিকে আগেকার মতো ঘরে ঘরে গরু-ছাগল, এমনকি হাঁস-মুরগি পালনও দেখা যায় না। তাই প্রতি বাড়িতে গোয়াল ঘর রাখা যেমন সম্ভব না, এর প্রয়োজনও দেখি না।
গরু পালনের জন্য আপনার বাস্তব অভিজ্ঞতা আছে কিনা জানি না। গরুর খাবারের জন্য একটা জায়গা লাগে, রাতে থাকার/শোয়ার জন্য আরেকটা জায়গা লাগে। গরু যেখানে খাওয়া-দাওয়া করে ও রাত্রিযাপন করে, সেখানে গোবর-চোনার গন্ধে আজকালকার মানুষ টিকতে পারবে না
যারা কোরবানি দেন এবং গরু আগেই কিনে রাখেন, তারা প্ল্যান করেই কিনেন। গরু পালনের জন্য আলাদা লোকও পাওয়া যায়। কাজেই অতো চিন্তার কারণ দেখি না।
২৬ শে জুন, ২০২৩ সকাল ১১:৪৩
নাহল তরকারি বলেছেন: আমার ৭টা গরু ছিলো। গরু দুধ দিতো। আমার জন্য, গরু পালা বেজাল।
৪| ২৬ শে জুন, ২০২৩ রাত ৩:০১
কাছের-মানুষ বলেছেন: যৌক্তিক কথা লিখেছেন। আমার আইডিয়াটা খারাপ লাগছে না!
২৬ শে জুন, ২০২৩ সকাল ১১:৪৪
নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।
৫| ২৬ শে জুন, ২০২৩ রাত ১১:৪৭
রাজীব নুর বলেছেন: আপনি কি গরু লালন পালন করতে পারবেন?
২৭ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৩১
নাহল তরকারি বলেছেন: প্রথম প্রথম ভয় লাগতো। গরুর লাথি খেয়েছি কয়েকবার।
©somewhere in net ltd.
১| ২৫ শে জুন, ২০২৩ রাত ১০:০৮
দারাশিকো বলেছেন: গ্রামের সকল বাড়িতে কি গরু পালনের মতো লোক আছে?