নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

রাতের বৃষ্টিতে বারান্দায় কফির কাপে

০১ লা জুন, ২০২৪ সকাল ৯:২৬


আজ রাতটা অন্যরকম। বারান্দায় বসে কফির কাপে চুমুক দিচ্ছি, আর বাইরে বৃষ্টি ঝরছে। চারদিকে নিস্তব্ধতা, শুধু বৃষ্টির মৃদু শব্দ কানে বাজছে। দূরের শহরের আলোগুলো বৃষ্টির কণায় প্রতিফলিত হয়ে এক অদ্ভুত মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। গাছের পাতায় বৃষ্টির ফোঁটা পড়ে টুপটাপ শব্দ তুলছে, যা মনকে প্রশান্ত করছে।



রাস্তার লাইটের আলোয় ভেজা রাস্তাগুলো ঝকঝক করছে। গাছপালার মাঝে বৃষ্টির জলধারা নেমে এসে এক সজীবতার আমেজ দিচ্ছে। সামনে থাকা আধা নির্মিত ভবনটি বৃষ্টির জলে ধুয়ে এক নতুন রূপ পেয়েছে। চারপাশের নিরবতা আর বৃষ্টির শব্দ মিলে এক সুরেলা পরিবেশ তৈরি করেছে।

কফির ধোঁয়া ধীরে ধীরে উড়ে যাচ্ছে ঠান্ডা বাতাসে। এ মুহূর্তে নিজেকে প্রকৃতির খুব কাছাকাছি অনুভব করছি। ব্যস্ত জীবনের যান্ত্রিকতা থেকে একটু দূরে এসে এমন একটি রাত কাটানোর অভিজ্ঞতা সত্যিই অনন্য। বারান্দায় বসে কফির কাপে চুমুক দিতে দিতে এই বৃষ্টিমুখর রাতটাকে আরও উপভোগ করতে চাই।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০২৪ সকাল ১১:৩৫

রানার ব্লগ বলেছেন: আর্টিফিসিয়াল ছবি না দিয়ে নিজের তোলা কিছু ছবি দিলে আরো আকর্ষনিয় হতো ।

০১ লা জুন, ২০২৪ দুপুর ২:৪৮

নাহল তরকারি বলেছেন: পরবর্তীতে যতটা সম্ভব বাস্তব ছবি দেওয়ার জন্য চেষ্টা করবো।

২| ০১ লা জুন, ২০২৪ দুপুর ১:৫৮

শায়মা বলেছেন: আজকাল শহরের বৃষ্টিমুখর রাতও গুমোট গরমে দুষিত।


লেখা আর কল্পনায় গরম নাই তাই সুন্দর!

০১ লা জুন, ২০২৪ দুপুর ২:৪৯

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন আজকাল শহরে বৃষ্টিমুখর রাতও গুমোট গরমের জন্য অসস্থি লাগে।

৩| ০১ লা জুন, ২০২৪ বিকাল ৩:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার ধারনা এটি আপনার লিখা নয়।

০১ লা জুন, ২০২৪ বিকাল ৪:২৬

নাহল তরকারি বলেছেন: তাই?

৪| ০১ লা জুন, ২০২৪ রাত ১০:০২

দি এমপেরর বলেছেন: আহ! একেবারে নস্টালজিক করে দিলেন।

০২ রা জুন, ২০২৪ দুপুর ১২:৪২

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।

৫| ০২ রা জুন, ২০২৪ সকাল ৯:৩৭

শ্রাবণধারা বলেছেন: আমার কিন্তু আপনার নিজের লেখা সহজ-সরল পোস্টগুলো ভালো লাগতো। হোক ভুল বানানের লেখা, হোক বালখিল্য কথা, হোক শিশুতোষ বাক্যরচনা, কিন্তু সেই লেখায় আপনি ছিলেন, আপনার জীবন ছিল, আপনার ব্যক্তিত্বের প্রকাশ তীব্রভাবে ছিল।

এই লেখাগুলোতে আপনি সম্পূর্ণরূপে অনুপস্থিত।

আমার মত এই যে, শুদ্ধ বানানে, পরিশীলিত ভাষায় অন্তসারশূন্য লেখার চেয়ে, ভুল বানানে, শিশুর মত করে হলেও নিজের মনের কথা লিখতে পারাটা গুরুত্বপূর্ণ। শুভকামনা।

০২ রা জুন, ২০২৪ দুপুর ১২:৪৩

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ আমার লেখাগুলো ফলো করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.