নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

বন্যা, ত্রাণ সহায়তা, পারস্পরিক সহযোগিতা।

২৭ শে আগস্ট, ২০২৪ রাত ৮:২৪



==> আমাদের গজারিয়া উপজেলা (মুন্সীগঞ্জ) এর পাশের উপজেলা হচ্ছে কুমিল্লার দাউদকান্দি উপজেলা। আমাদের গজারিয়া উপজেলার উপর দিয়ে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে চলে গিয়েছে। জামালদী বাস স্ট্যান্ড, বালুয়াকান্দি বাস স্ট্যান্ড, আনারপুরা বাস স্ট্যান্ড, ভবেরচর, বাউমিয়া বাস স্ট্যান্ড সহ মহাসড়ক এর আশে পাশে গ্রাম উন্নত যোগাযোগ সুবিধা ভোগ করে। একটু ভিতরের গ্রাম গুলো যেমন উত্তর শাহাপুর, মীরেরগাওঁ, বাশগাওঁ, এগুলো বেশ ভেতরে। আর গুয়াগাছিয়া ইউনিয়ন যেন গজারিয়া উপজেলার মধ্যে একটি বিচ্ছিন্ন দ্বীপের মত। এখন যদি আমাদের এলাকায় বন্যা হতো, তাহলে কি হতো? ত্রাণ দিতে ভোলানটিয়ারগণ আসতো। মনে করেন ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশের গ্রামের জণগনকেই তারা ত্রাণ দিতো। মীরেরগাওঁ, বাশগাওঁ, ‍উত্তরশাহাপুর এলকায় তারা প্রবেশই করতো না। গুয়াগাছিয়া ইউনিয়নে তারা মনে হয়না ঢুকতো। কেন্দ্রীয় ভাবে কোন সংগঠন যদি এসব ত্রান বিতরন কাজ সম্পাদান করতো তাহলে একদম গুয়াগাছিয়ার মত অজপারা গ্রামেও ত্রাণ পৌছাতো।

ফেসবুকে দেখলাম, যাদের বাড়ি রাস্তার কাছে তারাই ত্রাণ পাচ্ছে। অজপারা গ্রামে ত্রাণ পৌছাচ্ছে না।

==> এখনো গ্রামে অনেকের বাড়ি টিনের। একতালা পাকা বাড়ি আছে। সেগুলো নাকি তলাইয়া গেছে। দুই তালা বা ততোধিক তালা ওয়ালা বাড়ি কম আছে। অনেকের বাড়িতে মাটির চুলা। পৌরসভার লোকজন, গ্রামের চেয়ারম্যান মেম্বার, ধনী ব্যাবসায়ীরা হয়তো গ্যাসের চুলায় রান্না করে। যাদের বাড়ি টিনের বা এক তালা বাড়ি তাদের রান্না করার মত পরিস্থিতি নাই। তাদের দিতে হবে মুড়ি, বিস্কুট, চেনাচুর এর মত শুকনা খাবার। খবরে দেখলাম শুকনা খাবার বিতরন না করে; চাউল, তেল, ডাইল এর মত রান্নাযোগ্য খাবার বিতরন করছে। এখন ভাত, ডাইল রান্না করবে কই তারা?

==> আমি একটু আগে একটি সরকারি ওয়েব সাইডে ঢুকেছি। প্রথমেই এমন একটি পপ-আপ ম্যাসেজ এসেছে। এখানে একটি একাউন্ট নাম্বার দিয়ে বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য সাহায্য চেয়েছেন। এবং এখানে সোনালী ব্যাংকের একাউন্ট দেয়া আছে। । আপনারা যাচাই বাছাই করে টাকা দিবেন। As sunnah Foundation, বিদ্যানন্দ, বিজিবি সহ অনেকে ত্রান সহায়তা নেবার জন্য টাকা নিচ্ছেন। স্কুল কলেজের সামনে স্কাউট এর লোকজন চাঁদা তুলছেন। যে মাধ্যমে দিন না কেন, নিজে যাচাই বাছাই করে টাকা দিবেন।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৩১

অস্বাধীন মানুষ বলেছেন: যারা গ্রামে ভিতরের দিকে আছে তাদের অবস্থা অনেক বেশি খারাপ।

২৮ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:০২

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.