নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

সরকারি বাসা।

১৪ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৭



নিশ্চিতভাবেই, এটি একটি সরকারি ভবন। আর্কিটেক্টরা দেখলেই বুঝতে পারবেন, এটি কোন দশকের ডিজাইন। সম্ভবত ২০২১ সালের ঘটনা, করোনার পরপর। আমি আর আমার খালাতো ভাই তৌসিম তখন গুলিস্তান বা কমলাপুরের দিকে যাচ্ছিলাম। যাওয়ার পথে এক সরকারি কলোনীতে এমনই একটি পরিত্যক্ত ভবন চোখে পড়ে। আসলে ভবনটি একাধিক তলা বিশিষ্ট; চলন্ত বাস থেকে কেবল এক ঝলক দেখা হলেও সেটি স্পষ্টতই পরিত্যক্ত। জানালার সান শেড থেকে বটগাছ বেরিয়ে এসেছে—গাছের বয়স দেখে মনে হলো অন্তত পাঁচ-ছয় বছরের হবে। অর্থাৎ, সাত বছরের বেশি সময় ধরে এই ভবনটি পরিত্যক্ত।

প্রশ্ন জাগে, সরকার এই ধরণের পুরনো ভবনগুলো ভেঙে নতুন স্থাপনা তৈরি করছে না কেন? বেশ কিছু সরকারি ভবন রয়েছে যেগুলোর রঙ নষ্ট হয়ে গেছে, আর কিছু ভবন এতটাই অযত্নে পড়েছে যে সেগুলো এখন পুরনো ও জরাজীর্ণ দেখায়। এর অনেকগুলোর দেয়াল থেকে প্লাস্টার খসে পড়ে, এমনকি শ্যাওলার আস্তরণ জমে গেছে—যেন এগুলো দীর্ঘদিন ধরে পরিত্যক্ত। অথচ এই ভবনগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ করলে এগুলো আরও কার্যকরভাবে কাজে লাগানো যেত।

সরকারি এই সম্পদগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এগুলো শুধু আবাসস্থল নয়, এগুলো জাতীয় সম্পদের অংশ এবং এগুলোর যত্ন নেওয়া আমাদের দায়িত্ব।

মন্তব্য ২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০২৪ ভোর ৫:০৯

আহরণ বলেছেন: যেমন সরকার, তেমন বাড়ি............ বাংলাদেশ।

২| ১৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৯

আজব লিংকন বলেছেন: দারুণ। পুরনো দালান-কোঠা দেখতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে দেয়াল জড়িয়ে গজিয়ে উঠা গাছ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.