নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
একটি ছোট এলাকায় এক শিক্ষিত ছেলে বসবাস করত। ২০০৩ বা ২০০৪ সালের দিকে সে ভাগ্যক্রমে স্থানীয় স্কুলে চাকরি পায়। তখন দেশে কম্পিউটারের প্রচলন তেমন ছিল না, এবং এটি ছিল শুধুমাত্র সৌখিন জিনিস। চাকরি পেয়ে সে খুশি ছিল, কারণ সে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হয়েছিল।
২০০৭ সালে তার আগ্রহ হলো কম্পিউটার শেখার। শখের বসে সে "বেসিক ও মাইক্রোসফট অফিস" কোর্সে ভর্তি হয়ে তিন মাসে তা আয়ত্বে আনে। শহরে গিয়ে নিয়মিত কম্পিউটার শিখে সে দক্ষ হয়ে ওঠে।
২০০৯ সালে তার স্কুলে কম্পিউটার চালু হলে, তার দক্ষতা ও মেধার প্রয়োজনীয়তা বেড়ে যায়। স্কুলের রেজিস্ট্রেশন ও অন্যান্য কাজ অনলাইনে হয়ে যাওয়ায় তার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং সে প্রমোশন পেয়ে অফিস সুপার হয়।
২০১৪ সালে তার বিয়ে হয়, কিন্তু সংসার চালাতে অনেক কঠিন হচ্ছিল। তার পাওয়ার পয়েন্টের দক্ষতা কাজে লাগিয়ে সে ফাইবারে কাজ খুঁজে শুরু করে। ধৈর্য, শ্রম, মেধা ও দক্ষতার সাথে আজ সে প্রতিষ্ঠিত ফ্রিল্যান্সার। তার নিজস্ব ট্রেনিং সেন্টারও আছে, এবং স্কুলের চাকরি, ট্রেনিং সেন্টার ও ফাইবার থেকে ভালো মুনাফা উপার্জন করে সে আজ সুখে শান্তিতে জীবন যাপন করছে।
১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩৪
নাহল তরকারি বলেছেন: এটা জাস্ট গল্প। কাল্পনিক গল্প।
২| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:২৪
গফুর মিয়া১৯১ বলেছেন: সবাই স্বর্ণের খনি খননের শাবল বিক্রি করার ধান্দায় থাকে বাংলায় কিন্তু কেও ঠিকমত খনি খোজ পায় নাহ।
১৭ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫০
নাহল তরকারি বলেছেন: হতে পারে।
৩| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৫৬
রাজীব নুর বলেছেন: হুম।
©somewhere in net ltd.
১| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২৬
সৈয়দ কুতুব বলেছেন: আপনি নাকি?