![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
এক অদ্ভুত স্বপ্নের দেশে ফিরে দেখা
আজ এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্নের ভেতর যেন আমি সময়ের এক স্রোতে ভেসে গেলাম, ফিরে গেলাম সেই কিশোর বয়সে, যখন জীবন ছিলো সরল, স্কুলের আঙিনাই ছিলো এক অন্য রকম রাজ্য।
আমি দেখলাম, আমি আবার সেই পুরোনো স্কুলের পথে। চারপাশের চেনা দৃশ্যগুলো যেন এক জাদুর ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠেছে। প্রিয় স্কুল ভবন, ক্লাসরুমের কাঠের বেঞ্চ, দেয়ালে টাঙানো চার্ট, আর ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লেখা গাণিতিক সমীকরণ—সবকিছুই যেন আগের মতো আছে। আমি আবার স্কুলের ক্লাসে বসলাম। শিক্ষকের দরাজ কণ্ঠে পাঠদান, সহপাঠীদের হাসি-ঠাট্টা, খাতার পাতায় কলমের শব্দ—সব মিলিয়ে যেন এক শৈশবের সুরভি বইছে চারপাশে।
সময় কত দ্রুত কেটে গেল টেরই পেলাম না। স্কুল ছুটি হয়ে গেল। সেই চিরচেনা ঘণ্টার শব্দ কানে বাজলো, আর আমি ক্লান্ত পায়ে বেরিয়ে এলাম স্কুল থেকে। গ্রীষ্মের বিকেলের সেই নরম রোদ গায়ে মেখে হাঁটতে হাঁটতে মনে হলো—অনেকদিন পর স্কুলে এসে যেন এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলাম।
হঠাৎ চমকে উঠলাম! স্বপ্নের ঘোর কাটলো। আমি আবার বাস্তবের পৃথিবীতে ফিরে এলাম, কিন্তু মনের কোণে এখনো লেগে আছে সেই শৈশবের কোমল অনুভূতি, এক মিষ্টি নস্টালজিয়া। এই স্বপ্ন হয়তো আরেকবার মনে করিয়ে দিলো—আমার শৈশব এখনো আমার ভেতরেই কোথাও রয়ে গেছে, সময়ের অতল গহ্বরে হারিয়ে যায়নি।
©somewhere in net ltd.