![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)। রাজনীতি করা ভালো। বোকা, সহজ সরল লোকদের রাজনীতি করা ঠিক না। রাজনীতি খুব কঠিন জিনিস। যেহেতু তারা রাজনৈতিক দল গঠন করেছে, সেহেতু তারা ক্ষমতা যাওয়ার চেষ্টা করবে। ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিযোগিতা করা,, চেষ্টা করা রাজনৈতিক দলের বৈশিষ্ট্য।
তারা কি বাংলাদেশের মানুষের চাহিদা পূরন করতে পারবে? দেশের অধিকাংশ মানুষ ইতর। বাংলাদেশের মানুষ উপকার করনে ওয়ালাকে ভুলে যায়। কারো কাছ থেকে টাকা ধার নিলে, ফেরত নেয় না। কথা দিলে, কথা রাখার চেষ্টা করে না। পরের টা মেরে খ্ওয়ার ধান্ধা। আমার চরম লেভেলের মেধা থাকলে; স্কলারশিপ নিয়ে বিদেশ চলে যেতাম। এমন পঁচা নাগরিকদের সাথে একসাথে থাকা সম্ভব না।
যাই হওক। বাঙ্গালীদের চাহিদা কি? বা দেশের জন্য আগামী দিনের জন্য কি কি দরকার?
প্রথমে যে সমস্যা আমার চোখে পড়ে, সেটা হচ্ছে কর্মসংস্থান এর সমস্যা। তরুনগণ সরকারি চাকরি পাচ্ছে না। আর বাংলাদেশের জনসংখ্যার আয়তনে অনুপাতে সরকারি স্টাফ খুব কম। মনে করেন ২০ জন পুলিশ দরকার। মনে করেন, একজন অফিসার, ৫ জন কন্সটাবল আর একজন গোয়েন্দা দিয়ে চলছে পুলিশ ডিপারমেন্ট। তারপরেও কিন্তু ১৩ জন স্টাফ শর্ট। তারমধ্যে একজন তো ২৪ ঘন্টা ডিউটি করতে পারবে না। ১৩ জন সবাই তো এক সাথে অফিসে থাকবে না। কারো না কারো ছুটি লাগবে।
সরকারি হাসপাতাল এ গেলে বুঝা যায় যে জনসংখ্যার অনুপাতে ডাক্তারদের সংখ্যা কত কম। এ রকম প্রত্যেক ডিপারমেন্টে চাহিদা মাফিক লোকবল বাড়ানো দরকার।
প্রাইবেট হাসপাতালে ডাক্তার দেখাতে গেলে আমরা চেয়ারে বসে সিরিয়াল এর জন্য অপেক্ষা করি। আর সরকারি হাসপাতালে রোগীকে লাইনে দাড়াতে হয়। ব্যাপারটা বুঝেন, কতটা অব্যাবস্থাপনার মধ্যে চলছে দেশ। এরকম অব্যাবস্থাপনা প্রত্যেক ডিপারমেন্ট এর মধ্যে রয়েছে।
রেল লাইন এর সংখ্যা বাড়াতে হবে। ট্রেনের আসন সংখ্যা বাড়াতে হবে। গাইবান্ধা টু ঢাকার ট্রেনের আসন এর চাহিদা মনে করেন দিনে ১০ হাজার। আর সেই লাইনে মোট আসন আছে ৫০০ টি। বাকি চাহিদা কিভাবে পূরন করবে, এই দল।
ঘুমে ধরছে। আরো লিখতে চাইছিলাম। ব্রেন কাজ করছে না। আলসেমি লাগতাছে। কারন রোল নং ৯৯ এর কাছ থেকে A+ আশা করা বোকামি হবে।
২| ২১ শে মার্চ, ২০২৫ রাত ১১:০১
সৈয়দ কুতুব বলেছেন: দিনে দিনে লেখা ভালো হচ্ছে !
৩| ২২ শে মার্চ, ২০২৫ ভোর ৪:৫৭
রিফাত হোসেন বলেছেন: সঠিক বলেছেন, নাহিদ সাহেবের সম্প্রতি একটি সাক্ষাৎকার পড়েছি। খারাপ বলেন নাই।
https://www.google.com/amp/s/www.prothomalo.com/amp/story/politics/u9r3o88ezj
সব বিষয়ে একমত হতে পারলেও অধিকাংশই মাতৃভূমি কেন্দ্রীয়। বলা ও করা এর মধ্যে বিস্তর তফাৎ থেকে যায়। হাসিনার অনেক কথাই ক্ষমতা পাবার আগে ও পরে মিল নাই।
লীগ, দল, আত, পার্টি, সদ অনেক দেখা হল। এখন এনসি থেকে সমস্যা দেখছি না। গুটি কয়েক দলের জায়গায়, ক্ষমতা বেশ কয়েকটি দলের মধ্যে সুবিন্যস্ত হলে আলোচনার সুযোগ থাকে। ভাল জিনিস উঠে আসতে পারে।
৪| ২২ শে মার্চ, ২০২৫ সকাল ১১:০৩
রাজীব নুর বলেছেন: নাগরিক কমিটি ভেসে যাবে। আর কিছুদিন অপেক্ষা করুন।
৫| ২২ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:১২
এইচ এন নার্গিস বলেছেন: রাজীব নুর ঠিক বলেছেন
৬| ২২ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:৪৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সব কয়টা জামানত হারাবে। সাধারণের কাছে এদের গ্রহণযোগ্যতা নেই।
৭| ২২ শে মার্চ, ২০২৫ দুপুর ১:১১
এইচ এন নার্গিস বলেছেন: রাজীব নুর ঠিক বলেছেন ।
৮| ২২ শে মার্চ, ২০২৫ দুপুর ২:০১
নিমো বলেছেন: নাবালক ছাত্র পার্টি কিংবা নবীন ছত্রাক পার্টি এরা। ইউনূসের মুখে ঝাল খেয়ে আর কয় দিন?
৯| ২৬ শে মার্চ, ২০২৫ দুপুর ১:০৪
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০২৫ রাত ১০:২৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: পোস্ট ভালো লাগলো।