নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

সিটিসেল

২৯ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৩৪



বাংলাদেশের প্রথম মোবাইল পরিসেবা কম্পানির নাম সিটিসেল। এদের প্রথম যাত্রা ১৯৮৯ সালে। এটিই ছিলো বাংলাদেশে একমাত্র সিডিএমএ মোবাইল অপারেটর। ওরাই প্রথম ইন্টারনেট মডেম বাজারে আনে। এই ইন্টারনেট মডেম এর জন্যই ব্রডবেন্ড বিহীন এলাকাতে কম্পিউটারে ইন্টারনেট চালানো সহজ হয়। এখন তো ব্রডবেন্ড প্রায় এলাকাতে সহজলভ্য।

গ্রামীনের নম্বার যেমন ০১৭ দিয়ে শুরু এদের নাম্বার ০১১ দিয়ে শুরু ছিলো। এদের টেকনোলজি সিডিএমএ থাকার দরুন তাদের সিম সব মোবাইলে সার্পোট করিতো না।

২০১৬ সালের ২০ অক্টোবর বিটিআরসি কোম্পানিটির কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেয়। এ সময় এর গ্রাহক সংখ্যা ছিল ৬ লাখের কিছু বেশি। ৩ নভেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশে সিটিসেলের তরঙ্গ আবার খুলে দেওয়া হয়। যা ৬ নভেম্বর আবার বন্ধ করা হয়।

২০১৩ সালে যখন আমার Nokia 5130 হারিয়ে যায় তখন এই সিটিসেল ই ছিলো একমাত্র ভরসা। ২০১৬ সালের মার্চের দিকে আমার সিটিসেল মোবাইল টি নষ্ট হয়ে যায়। পরে আর সেটা মেমামত না করে একটি সেম্পনি মোবাইল ক্রয় করি ও বাংলালিং সিম ঢুকাই।

আজ তারা যদি 4G সেবা দিতে পারতো তাহলে কতই ভালো হতো।

সিটিসেল এর বিলুপ্তির কারনগুলো হচ্ছে
০১। ২০১৪ সালের পরে সিডিএমএ সার্পোট করে এমন এন্ডোয়েট মোবাইল না আস।
০২। অন্যান এন্ডোয়েটে এ থ্রি জি চলে আসেছিলো। আর সিটিসেল সিম কোনো এন্ডয়েটে সার্পোট করতো না।
আপদত এই দুইটাই মনে পড়ছে। আর মনে পড়ছে না।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:১৪

নূর আলম হিরণ বলেছেন: সময়ের সাথে ব্যবসাকে আপডেট না করলে বাজার হারাতে হয়।

২| ২৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:২৩

ইসলামিক_নলেজ বলেছেন: আপডেট হতে হ্য় ভাই

৩| ২৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:৫৩

জহিরুল ইসলাম সেতু বলেছেন: সিটিসেল বন্ধ হবার জন্য শুধু এই দুটোই না, আরো কারণ ছিল।

৪| ২৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৫৮

জুল ভার্ন বলেছেন: সিটিসেল মোবাইল ফোন গ্রাহক আকর্ষণ করতে ওদের গ্রাহকদের নাম নম্বর সহ একটা টেলিফোন নির্দেশিকা প্রকাশ করতো। যেখানে লেখা থাকতো -প্রথম ১০০ জন গ্রাহক, প্রথম ৫০০ জন গ্রাহক..... আমি ছিলাম প্রথম ৫০০ জন গ্রাহক এর একজন। একইভাবে গ্রামীণ ফোনও শুরুতে অমন পুস্তিকা /ফোন নির্দেশিকা প্রকাশ করতো। সেখানেও আমি প্রথম ৫০০ জন গ্রাহকদের একজন ছিলাম।

৫| ২৯ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৫০

রাজীব নুর বলেছেন: আমার জীবনে প্রথম ব্যবহার করা মোবাইল সিটিসেল।

৬| ৩০ শে অক্টোবর, ২০২১ রাত ১:১৯

জটিল ভাই বলেছেন:
মূলত বিলুপ্ত হয়েছে সিমের পরিবর্তে রিম ব্যবহার আর দুর্বল নেটওয়ার্কের কারণে। যদিও শেষ দিকে আলাদা রিমকার্ড চালু করে টিকতে চেষ্টা করে, কিন্তু লাভ হয়নি। তবে সিটিসেলের কারণেই গ্রামীণের কলরেট কমেছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.