![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০০১ সাল:
০১। তখন এই মডেলের নকিয়া মোবাইল বড়লোকদের হাতে সোভা পেত।
০২। তখন এই ধরনের মোবাইলের দাম ছিল সর্মনিম্ন ৩০ থেকে ৪০ হাজার এর কাছাকাছি।
০৩। গ্রামিন ফোন আর একটেল সিম কার্ড এর মূল্য ছিল ১৬- থেকে ২০ হাজার এর মধ্যে।
০৪। কল রেট ছিল ৯ টাকা/ ১০ টাকা মিনিট
০৫। তখন রিচার্জ করার জন্য ৩০০, ৬০০, ৯০০, ১২০০ টাকার কার্ড পাওয়া যেত।
০৬। ২০০১ সালের মধ্যে মোবাইল নেটওয়ার্ক প্রায় ৮০% স্থানে কভারেজ হয়ে গেছিল।
০৭। তখন মোবাইল চালাত হাই প্রফাইল লোক। যেমন সচিব, মন্ত্রি, বড় বড় ব্যাবসায়ী, বিচারক, ব্যাংকের বড় বড় কর্মকর্তা।
০৮। তখন মোবাইল এতটাই স্ট্যাটাস বহন করিত যে, পাত্রের পরিবারে মোবাইল আছে তার মানে ঐ পরিবারে মেয়ে বিয়ে দিতেই হবে।
২| ০২ রা নভেম্বর, ২০২১ সকাল ১১:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
একন সব সহজ, পানির মত তখন পুরো গ্রামে হয়তো ০১ জনের মোবাইল আছে তার সে কি ভাব।
৩| ০২ রা নভেম্বর, ২০২১ দুপুর ১২:০৫
জুল ভার্ন বলেছেন: আমি সিটিসেল মোবাইলের প্রথম ১০০০ জন গ্রাহকের মধ্যে একজন। আবার গ্রামীন ফোনের প্রথম ৫০০০ জন গ্রাহকের একজন। সিটিসেল এবং গ্রামীন ফোন প্রথম দিকে তাদের গ্রাহকদের নাম নম্বর সহ টেলিফোন গাইড প্রকাশ করতো।
৪| ০২ রা নভেম্বর, ২০২১ বিকাল ৩:৪২
রিফাত হোসেন বলেছেন:
তখন যাদের সামর্থ্য ছিল,প্রয়োজনীয়তা বুঝত তারাই নিত।
৫| ০২ রা নভেম্বর, ২০২১ রাত ৮:১৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি কিনেছিলাম এই সেট ২০০১ সালে। ৩ থেকে ৪ দিন চার্জ থাকতো।
৬| ০২ রা নভেম্বর, ২০২১ রাত ৮:৫৪
জ্যাকেল বলেছেন: পুরোন স্মৃতি জাগরণ হলো<
৭| ০৩ রা নভেম্বর, ২০২১ রাত ৩:৫৬
নেওয়াজ আলি বলেছেন: আমার ছোট চাচা কাতার হতে পাঠিয়ে ছিল একটা এমন
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০২১ সকাল ১০:২০
নাহল তরকারি বলেছেন: সুন্দর।