|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
   
 
হানিফ সংকেত। একজন বিখ্যাত নাম। আমার মতে তার কোন হ্যাটার নাই। সে সকল সমালোচানার উর্দ্ধে। হানিফ সংকেত একটি অনুষ্ঠান উপস্থাপন করেন। যার নাম “ইত্যাদি”। নব্বই দশক পযর্ন্ত যাদের জন্ম তারা ইত্যাদি এবং হানিফ সংকেত কে চিনেন এবং পছন্দ করেন। 
আর যারা সারাদিন টিকটক, আর পাবজি নিয়ে সারাদিন পড়ে থাকে তারা হয়তো তাকে না ও চিনতে পারে। 
আমি এই ব্যাক্তির উন্নতি ও মঙ্গল কামনা করি।
 ১২ টি
    	১২ টি    	 +২/-০
    	+২/-০  ২৮ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ১২:৩৪
২৮ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ১২:৩৪
ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ।
২|  ২৭ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ১:২৬
২৭ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ১:২৬
বিটপি বলেছেন: আমি এক সময় তার ক্যাসেট শুনতান। মর্জিনা সিরিজ তাঁর শ্রেষ্ঠ আবিষ্কার।
  ২৮ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ১২:৩৪
২৮ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ১২:৩৪
ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ।
৩|  ২৭ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ২:৫৯
২৭ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ২:৫৯
রাজীব নুর বলেছেন: একসময় খুব আগ্রহ নিয়ে ইত্যাদি দেখতাম। এখন একেবারেই দেখা হয় না।
  ২৮ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ১২:৩৪
২৮ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ১২:৩৪
ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ।
৪|  ২৭ শে ডিসেম্বর, ২০২১  রাত ৯:২৭
২৭ শে ডিসেম্বর, ২০২১  রাত ৯:২৭
ইসিয়াক বলেছেন: ইত্যাদি এক সময় আমার খুব প্রিয় অনুষ্ঠান   ছিল। কোন পর্ব মিস করতাম না( অবশ্য মাঝে মাঝে লোডশেডিং ঝামেলা করতো।পরবর্তীতে ব্যাটারি জোগাড় করেছিলাম। ইত্যাদি প্রথম শুরু হয় ১৯৮৯ সালে (সম্ভবত)  বাংলাদেশ টেলিভিশনে।
ইত্যাদিতে প্রচারিত নানা নাতি,মামা ভাগ্নে, বিদেশি ছবির বাংলা ভার্সন ( চরম হাসির),দর্শকদের নিয়ে পরিবেশিত অনুষ্ঠান আমার খুব আকর্ষণ করতো। এখন আর দেখা হয় না। প্রচারিত হয় কি না তা-ও জানি না।
  ২৮ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ১২:৩৪
২৮ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ১২:৩৪
ইমরোজ৭৫ বলেছেন: এখন ইউটুবে সার্চ দিলে পাবেন।
৫|  ২৮ শে ডিসেম্বর, ২০২১  ভোর ৫:১৬
২৮ শে ডিসেম্বর, ২০২১  ভোর ৫:১৬
জগতারন বলেছেন: 
"ইত্যাদী" হইলো ১৯৮০ সালের ফজলে লোহানী সাহেবের আবিষ্কৃত 
'যদ কিছু মনে নয়া করেন' ম্যাগাজিন অনুষ্ঠানের নকল করা অনুষ্ঠান।
৬|  ২৮ শে ডিসেম্বর, ২০২১  ভোর ৫:১৮
২৮ শে ডিসেম্বর, ২০২১  ভোর ৫:১৮
জগতারন বলেছেন: 
'যদ কিছু মনে নয়া করেন' = 'যদ কিছু মনে না করেন'
৭|  ২৮ শে ডিসেম্বর, ২০২১  সকাল ৮:১৬
২৮ শে ডিসেম্বর, ২০২১  সকাল ৮:১৬
নূর আলম হিরণ বলেছেন: এই লোক আদম পাচারের সাথে জড়িত ছিল। কানাডা সরকার একে কানাডায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল। বিদেশে অনুষ্ঠানের চিত্র ধারণ করতে গিয়ে সেখানে লোক রেখে আসতো। এই কৌশল সবার আগে এইই চালু করে। এরপর জুয়েল আইচও এই ব্যবসায় নামে।
  ২৮ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ১২:৩৬
২৮ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ১২:৩৬
ইমরোজ৭৫ বলেছেন: আপনার কথা তে নিশ্চই কোন প্রমাণ আছে? সেটা কি আদালতে দেখাতে পারবেন? 
©somewhere in net ltd.
১| ২৭ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ১২:৪১
২৭ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ১২:৪১
মহাজাগতিক চিন্তা বলেছেন: সহমত