নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

সভ্যতার ক্রমবিকাশ

২৭ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:১০



প্রাচীন কালে মানুষ গুহাতে থাকতো। মানুষের প্রথম গুরুত্বপূর্ন আবিষ্কার ছিলো আগুন জ্বালানো। আগুন জ্বালাতে না পারলে আমরা কই থাকতাম একবার চিন্তা করেন।

তারপর মানুষ গুহা থেকে বাহির হলো। ঘর বাড়ি বানানো শিখে গেলো।

তারপর মানুষ চাষাবাদ করা শিখলো। তারপর মানুষ গরু, ছাগল, কুকুর, বিড়াল ইত্যাদি পশু পোষ মানুতে সক্ষম হলো।

তারটর মানুষ লোহার ব্যাবহার করতে শিখলো। আজ যদি লোহা ব্যাবহার না করতে পরতাম তাহলে আমরা হাড়ি পাতিল, বাস, ট্রাক, ট্রেন ইত্যাদি ব্যাবহার করতে পারলাম না নে।

চাকাও ছিলো মানুষের গুরুত্বপূর্ন আবিষ্কার। এই চাকা না থাকলে আমরা যোগযোগে তেমন উন্নতি করতে পারলাম না নে।

তারপর মানুষ কারেন্ট আবিষ্কার করলো। এই কারেন্ট হলো আধুনিক সভ্যাতার সূচক। তারপর মানুষ কি কি করলো আপনি তো জানেন ই। তাই বড় করলাম না।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:২৪

কুশন বলেছেন:



আগুন আবিস্কার করে মানুষের ক্ষতি হয়েছে: ঢাকায় গার্মেন্টস'এ আগুন লেগে মানুষ মরেছে, ঘরে আগুন লেগে ঘর পুড়ে যায়, আগুন খারাপ জিনিষ, ইহাকে বাদ দেয়ার দরকার। আপনি শীতকালে আগুন পোহাতে গিয়ে আবার ঘরে আগুন লাগায়ে দিয়েন না।

২| ২৭ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:২৬

কুশন বলেছেন:



চাকুরী পেয়েছেন? বউ বাপাের বাড়ী থেকে ফিরেছেন?

৩| ২৭ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৫৫

শায়মা বলেছেন: হা হা পোস্টের চাইতে কমেন্ট পড়ে আমি হাসতে হাসতে শেষ।

৪| ২৭ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:৫৬

সোবুজ বলেছেন: হাজার পৃষ্টার ইতিহাস কয়েক লাইনে শেষ।

৫| ২৭ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:০৭

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: এরপর আবিস্কার হলো ব্লগ । মানুষ সেখানে এসে সভ্যতার ক্রমবিকাশ নিয়ে পোস্ট দিতে শুরু করলো । আগে মানুষ কথা বলতো , এখানে লেখা শুরু করে বোবা হয়ে গেল । ব্লগের ছবি

৬| ২৮ শে জানুয়ারি, ২০২২ সকাল ৭:৩৩

গরল বলেছেন: সভ্যতাকে যদি এমনভাবে ভাগ করা হয় তাহলে কেমন হয়?

১) পরলে খাবো - আদিম যুগে যখন মানুষ গাছের নিচে ফল কুড়িয়ে খেত
২) পেরে খাবো - যখন মানুষ বুঝল যে ফল গাছে উঠেও পারা যায়
৩) করে খাবো - মানুষ গাছ লাগানো শিখলো
৪) কেরে খাবো - মধ্য যুগ
৫) মেরে খাবো - আধুনিক যুগ

৭| ২৮ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫৭

রাজীব নুর বলেছেন: ধর্মের কোনো ভূমিকা আপনার লেখায় খুঁজে পেলাম না।

৮| ২৮ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৪৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: গরলের কমেন্ট ভালো লেগেছে। ইন্দুর মার্কা ব্লগারের কমেন্টও ভালো লেগেছে। তানিম আবুদুল্লাহর কমেন্টও ভালো লেগেছে। রাজিব নুরের নতুন রোগ হোল সব কিছুর মধ্যে ধর্মকে খুঁজে ধর্মকে অবজ্ঞা করার মানসিকতা।

আর শায়মা আপুর হাসিটা ভালো লাগেছে। অকারণে হাসতে উনি ভালোবাসেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.