নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলা আমাদের মা এর ভাষা। আমি বাংলা ভাষাতে কথা বলতে পছন্দ করি। আর আঞ্চলিক ভাষাতে কথা বলতে আরো পছন্দ করি। আমার সামনে সম্মানিত লোক ছাড়া ভালো ভাষা তে কথা বলি না।
যাই হউক।১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ব্রিটিশ ভারত ভাগ হয়ে পাকিস্তানের উদ্ভব হয়। কিন্তু পাকিস্তানের দু’টি অংশ - পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক, ভৌগোলিক ও ভাষাগত দিক থেকে অনেক মৌলিক পার্থক্য ছিল। ১৯৪৮ সালে পাকিস্তান সরকার ঘোষণা করে যে, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এ ঘোষণার প্রেক্ষাপটে পূর্ব পাকিস্তানে অবস্থানকারী বাংলাভাষী সাধারণ জনগণের মধ্যে গভীর ক্ষোভের জন্ম হয় ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। বাংলা ভাষাতে কথা বলার জন্য ছাত্ররা আন্দোলন করা শুরু করে।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি (৮ ফাল্গুন ১৩৫৮) এ আদেশ অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু সংখ্যক ছাত্র ও প্রগতিশীল কিছু রাজনৈতিক কর্মী মিলে মিছিল শুরু করেন। মিছিলটি ঢাকা মেডিক্যাল কলেজের কাছাকাছি এলে পুলিশ ১৪৪ ধারা অবমাননার অজুহাতে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করে। গুলিতে নিহত হন জব্বর, রফিক, সালাম, বরকত-সহ আরও অনেকে।
আমরা তখন উর্দু ভাষা গ্রহন করি নাই। কিন্তু এখন হিন্দি নাটক দেখে দেখে আমরা ভালই হিন্দি বুঝি। এবং হিন্দি ভাষা বলতে পারার জন্য আমরা গর্ব বোধ করি।
যাই হউক সেটা অন্য হিসাব। আমি ২০০৭ সালে নকিয়া ১৬০০ মডেলের মোবাইল কিনি। সেখানে বাংলা তে এসএমএস আদান প্রদান করা যেতো। তারপর আমি ২০১১ সালে নকিয়া ৫১৩০ মোবাইল ক্রয় করি। যেটা দিয়ে ফেসবুক সহ অন্যান ওয়েবসাইডে বাংলা পড়তে ও লিখা যাইতো।
আমারা যদি মাইক্রোসফট ওয়ার্ড এ কোন কিছু লিখে কোথাও ই-মেইল করি তালে বাংলা অক্ষরগুলো পরিবর্তন হয়ে যায়।
আবার অনেক সময় অক্ষরে পরিবর্তে বাক্স বাক্স আসে।
আমি বাংলাদেশের প্রোগ্রামার কে বলবো এমন একটি ফর্ন্ট আবিষ্কার করুন যাতে এমন সমস্যা না হয়।
যাই হউক। সকল ভাষা কে আমি সম্মান করি। হউক সেটা বাংলা, ইংরেজী, হিন্দী. উর্দু, হিব্রু। আর সকল ভাষা শহীদের স্মরণ করি এবং উপর ওয়ালা যেন তাদের আত্না শান্তিতে রাখে।
২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৩১
ইমরোজ৭৫ বলেছেন: ঠিক ঠিক।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০৩
রাজীব নুর বলেছেন: বাংলায় লিখতে পারি, পড়তে পারি এটা অনেক শান্তির।
২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৩১
ইমরোজ৭৫ বলেছেন: ঠিকই বলেছেন।
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৩২
নাহল তরকারি বলেছেন: হাই।
২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৩
ইমরোজ৭৫ বলেছেন: বলেন।
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৪
নাহল তরকারি বলেছেন: বাংলা ভালো ভাষা।
২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৫
ইমরোজ৭৫ বলেছেন: আমার ভাষা তুমার ভাষা
বাংলা ভাষা, বাংলা ভাষা।
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৯
নাহল তরকারি বলেছেন: বাংলা আমার মায়ের ভাষা।
৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৯
রিফাত হোসেন বলেছেন: ইউনিকোডে লেখা ফন্টে লেখা পরিবর্তন হয়েছে এমনটা দেখি নাই। তবে ঐ সব সফটওয়্যার সাপোর্ট না করলে ভিন্ন ব্যাপার অথবা প্রাপক কম্পিউটারের ভিতর বাংলা ইউনিকোড ফন্ট ইন্সটল না করা থাকলে।
আমি ডক ফাইলগুলোতে বাংলা টাইপ করে থাকি। কম্পিউটার ও মুঠোফুনে দেখা যায়।
আর ভাষা-ভাষা করিয়া মূল্য নাই। ইতিমধ্যে ভাষার ভিতর বাংলিশ প্রজন্ম ঢুকে গিয়েছে। বাংলিশ এর ধারাকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। মাঝে মধ্যে অজান্তে বা অভ্যসগত কারণে বাংলিশ না বলে ইচ্ছেকৃত বলাটা কোন পর্যায়ের ধারা সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন।
ব্লগেই্ এসব প্রাণীর দেখা মিলবে।
©somewhere in net ltd.
১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৪৯
প্রতিদিন বাংলা বলেছেন: আজকের মন্ত্রী জব্বার সাহেব যখন
অক্ষর বিক্রি করছিলো তখন
ডাক্তার সাহেব উন্মুক্ত করে দিয়েছিলেন অভ্র