নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার দেখা প্রিয় ফিল্ম। 3 Idiots. এই ছবিটি আগে আমি প্রায়ই দেখতাম। আর আমার বেশ শান্তি পেতাম। এই ফিল্ম এর পরিচালক ছিলেন
Rajkumar Hirani. আর নায়ক ছিলেন Aamir Khan, Madhavan, Mona Singh. আর নাইকা ছিলেন কারিনা কাপুর।
যাই হউক। এই ফিল্মে একটি ছাত্রজীবনের মজা মাস্তি সহ শিক্ষর ব্যাবস্থাপনার ত্রুটি নিয়ে আলোচনা কার হয়েছে। সময়ের চাপে তো এখন আর এই ফিল্ম দেখা হয় না। তবে আজও মনে মনে ইচ্ছা পোষণ করি এই ফিল্ম দেখার।
২| ০৪ ঠা এপ্রিল, ২০২২ সকাল ১১:৪০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: মুভিটা আংশিক দেখেছিলাম।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ১২:২৬
প্রতিদিন বাংলা বলেছেন: ১৭ কোটি মানুষের ১৭ লক্ষ মানুষ যদি ১০০ টাকা করে খরচ করে ,একটা ছবি দেখার জন্য ,
দেশ থেকে চলে যায় ১৭০০০০০x১০০= ১৭০০০০০০০ টাকা।
সত্যিই যদি বিনোদন পাই ,তবে কথা নেই (শিক্ষা না হয় ,না শিখলাম )
[একান্তই নিজের ভাবনা ]
৪| ০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১০:১২
ঋণাত্মক শূণ্য বলেছেন: মুভিটা বেশ অনেকবার দেখেছি। দেখতে ভালো লেগেছে। তবে মূলত মূল ম্যাসেজ দিতে গিয়েই ভুল করে ফেলেছে!
চতুর তো মুখস্ত করে বিশাল বাংলো, সুন্দরী বউ, ভালো চাকরী জুটিয়েছে। হয়ত সে ওড়াংওটাং (ওয়াংডু) এর মত গবেষনায় নাম করতে পারে নি, সেটা তার জীবনের লক্ষ্যও ছিলো না।
শেষ হিসাব করলে ভালো আছে চতুরই। বরং ওড়াংওটাং এর পিছু নেওয়ার ঘটনা দেখে মনে হয়েছে ওড়াংওটাং কথা রাখা লোক নয়!
©somewhere in net ltd.
১| ০৪ ঠা এপ্রিল, ২০২২ সকাল ১১:৩০
রাজীব নুর বলেছেন: মুভিটা দুবার দেখেছি। শিক্ষনীয় মুভি।