|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
এবার আমার পহেলা বৈশাখ সাদা মাটা গেছে। অনেকে হয়তো খুব মজা মাস্তি, জাাক জমক গেছে। আমার কেমন যেন সাদা মাটা ভাবে গেছে। রোজা রেখে এত হৈ হুল্লর করতে ভালো লাগে নাই। সারা দিন পিতা মাতার সাথে কাটিয়ে দিয়েছি। বউ তো থেকেও নাই। 
বাপ মা, আর দুই ভাই মিলে সুন্দর দিন কাটিয়েছি। সব আল্লাহর ইচ্ছে।
 ২ টি
    	২ টি    	 +০/-০
    	+০/-০২|  ১৫ ই এপ্রিল, ২০২২  রাত ৮:৫৭
১৫ ই এপ্রিল, ২০২২  রাত ৮:৫৭
সোবুজ বলেছেন: বৌ আবার কোথায় ভাগলো।নববর্ষ পালন করতে বাপের বাড়ী গেছে।
©somewhere in net ltd.
১| ১৫ ই এপ্রিল, ২০২২  দুপুর ২:৩২
১৫ ই এপ্রিল, ২০২২  দুপুর ২:৩২
রাজীব নুর বলেছেন: আল্লাহর ইচ্ছার উপরে আর কোনো কথা নাই। আপনার নিজের কিছু করার ক্ষমতা নাই। আল্লাহ যা নির্ধারন করে রেখেছেন, তাই হবে। তাই হচ্ছে।