নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিকারে বাহির হয়ে রাজা একটি জিনিস দেখলো। এক ছাগল ওয়ালা ছাগল কে বলছে ”তাড়াতাড়ি বাড়িতে চলো, বৃষ্টি আসতাছে।” রাজা সেই কথা পাত্তা দেয়নি। কারন রাজার আবহাওয়া অফিস রাজাকে বলেছে যে আজ কোন বৃষ্টি আসবে না।
কিছু দূর যেতে না যেতেই বৃষ্টি নেমে গেলো। তখন রাজার মেজাজ গরম। কারন তার আবহাওয়া অফিসের লোকজন কি হিসাব করলো! আর ছাগল ওয়ালার ভবিষৎ বানী ফলে যেতে দেখে রাজা সারপ্রাইজ হয়ে গেছে।
পরে রাজা ছাগল ওয়ালা এর কাছে গিয়ে প্রশ্ন করলো “তুমি বুঝলা কি করে যে আজ বুষ্টি হবে?”
ছাগল ওয়ালা উত্তর দেয় “বৃষ্টি আসার আগে আমার ছাগল ঘন ঘন প্রসাব করে।”
এটা শুনে আবহাওয়া অফিসের সকল স্টাফদের চাকরিচ্যুৎ করে ছাগল আর ছাগল ওয়ালাকে আবহাওয়াবিধ হিসেবে নিয়োগ দিলেন।
এখন সেই রাজার দেশে কি যোগ্যতাসম্পন্ন আবহাওয়াবিধ কি ছিলো না যে আবহাওয়া অফিসে চাকরি করেব?
জ্বি। রাজার দেশে যোগ্যতাসম্পন্ন আবহাওয়াবিধ রাজার দেশে ছিলো। রাজার সকল আবহাওয়াবিধ বিদুৎ অফিসে চাকরি করতেন। এবং ঝড় বৃষ্টি সম্ভাবনা হবার আগেই বিদুৎ বন্ধের জন্য মিস্ত্রিদের বলতো।
আমাদের দেশেও তাই। আমাদের দেশে যে যা শিক্ষা পেয়েছে সেই অনুযায়ী তার চাকরি নাই। যেমন বিসিএসে দেখেন। ফরেন ক্যাডারে মনে হয় অর্ধেকের বেশী ছিলো ডাক্তার। এখন সেই ডাক্তার কে সরকারি বিসিএস ডাক্তার পদ দিতেন। এখন এই ফরেন ক্যাডাও পাওয়ার জন্য আমরা কিছু সংখ্যক ডাক্তার হারালাম।
২| ২৭ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৩৯
বিটপি বলেছেন: এত ডাক্তার দিয়ে আমরা করতাম টা কি? আমাদের দেশে এমনিতেই রোগির চেয়ে ডাক্তারের সংখ্যা বেশি।
৩| ২৭ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ডাক্তার কিছু কম হলে
এই টেষ্ট সেই টেষ্টের
ঝামেলা কমে যেতো।
৪| ২৭ শে এপ্রিল, ২০২২ রাত ৮:০৩
আশিকি ৪ বলেছেন: আর ডাক্তারের দরকার নেই।
৫| ২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১০:২৯
গরল বলেছেন: আপনার গল্পটা এর আগেো পড়েছি বেশ কয়েকবার, তবে সেখানে ছাগলের পরিবর্তে ছিল গাধা।
৬| ২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১১:১৬
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: @গড়ল:
"গাধা নামক প্রাণীটি ও তৎসংক্রান্ত যাবতীয় পোস্ট প্রদানের সর্বস্বত্ব সামুর গুটি কয়েক ব্লগার কর্তৃক সংক্ৰক্ষিত। ইহার বাহিরে কেহ তৎসংক্রান্ত পোস্ট প্রদান করিলে তাহাকে কপিরাইট ভঙ্গন অথবা কপিপেস্টের অপরাধে নির্বাসনে প্রেরণ করা হইবে"।
এই পোস্টের পোস্টদাতার ঘাড়ে কি দুইটা মাথা আছে যে গল্পে গাধা উল্লেখ করিবে ?
৭| ২৭ শে এপ্রিল, ২০২২ রাত ১১:১৯
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সরি - আমার মন্তব্যে টাইপো ছিল:
"সংরক্ষিত" হবে |
©somewhere in net ltd.
১| ২৭ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:০৩
সোনাগাজী বলেছেন:
ডাক্তার কমে গেলে আপনার ফি বেঁচে যাচ্ছে, আপনি উপকৃত হচ্ছেন!