নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

আমি ব্যাংকের হাই প্রফাইল কর্মকর্তাদের দৃষ্টি আর্কর্ষন করছি। বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংক বিশেষ করে।

১৫ ই মে, ২০২২ বিকাল ৩:৪০

অনেক সময় নানা ব্যাস্তাতার জন্য ব্যাংকে গিয়ে টাকা জমা দিতে পারি না। বাসায় কোন ছোট ভাই বা ভাতিজাও থাকে না যে তাদের দিয়ে ব্যাংকে গিয়ে টাকা জমা দিয়ে আসবো। যদি এমন হয় অনলাইনের মাধ্যমে যদি একাউন্টে টাকা জমা দেয়া যায় তাহলে খুব ভালো হতো।

যেমন আমি আমার একাউন্ট নম্বর ঢুকালাম। পরে আমার বিবরন আসলো। পরে আমি টাকার পরিমান লিখলাম। পরে বিকাশ, নগদ বা ক্রেডিট কার্ড এর মাধ্যমে টাকা জমা দিলাম।

তবে হ্যা। কে টাকা জমা দিচ্ছে সে ক্ষেত্রে এনআইডি কার্ড এর নম্বর দিয়ে ভেরিফাই করতে পারেন।

এতে করে সুবিধা হবে কি? আমি পাচঁ মিনিটে একাউন্টে টাকা জমা দিতে পারলাম। আমার সময় বাচলো। আপনাদেরও কাগজ ও শ্রম বাচলো। তারপর মনে করেন। আমার ছোট ভাই আছে। তাকে টাকা পাঠানো লাগবে। তাকেও এই সিস্টেমে টাকা পাঠালে সুবিধা হয়। ব্যাংকে গিয়ে দীর্ঘক্ষন লাইনে তো দাড়ানো লাগলো না। আবার মনে করেন শুক্র শনি বা বন্ধের দিন ও টাকা জমা দেয়া যাবে।

আমার আইডিয়াটা দেখতে পারেন।

বিঃদ্র। কোন একদিন সরকারি ছুটি ছিলো। আমি সেটা জানতাম না। আমি আমার একাউন্ট এ টাকা জমা দেবার জন্য ব্যাংকে যাই। পরে দেখি ব্যাংক বন্ধ। সেই থেকে আমার এই বুদ্ধিটা আসে। আরেকদিন আমার ব্যাংকে টাকা জমা দেবার খুব দরকার ছিলো। পরের দিন থেকে ইদের বন্ধ। আমি ব্যাস্ত থাকার দরুন আর ব্যাংকে দিয়ে টাকাটা জমা দিতে পারি নাই। সেই থেকে আমার এই আইডিয়াটা আমার মাথায় আসে। আপনাদের কে এই জিনিস টা বিবেচনা করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা গেলো।


মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০২২ বিকাল ৪:০৫

জগতারন বলেছেন:
সুন্দর ও অভিনব অভিমত। যা ব্যাংক কতৃপক্ষ বিশেষভাবে বিবেচনা করে দেখা দরকার বলে আমি মনে করি।

১৫ ই মে, ২০২২ রাত ৯:২৩

ইমরোজ৭৫ বলেছেন: ঠিক বলেছেন।

২| ১৫ ই মে, ২০২২ বিকাল ৪:১৭

শাহ আজিজ বলেছেন: ঢাকাতে বেশ কটি এ টি এম বুথে নগদ জমা করার ব্যাবস্থা আছে । ৩০/৩৫ বছর আগে হংকঙে এই সুবিধা ছিল । আমি থার্ড পার্টিকে টাকা দেই আমার বিক্যাশ কার্ড থেকে । কার্ডে টাকা না থাকলে ব্যাঙ্ক থেকে কার্ডে টাকা ভরি এবং পে করি । কখনো আমি সরাসরি মোবাইল ব্যাঙ্কিং থেকে সরাসরি পে করে দিই । পৃথিবী অনেক এগিয়ে গেছে আমরা ঢিমে তালে চলছি ।

১৫ ই মে, ২০২২ রাত ৯:২৫

ইমরোজ৭৫ বলেছেন: এটিএম বুথে টাকা জমা দেয়া যায় ঠিক। আমি চাচ্ছিলাম যে ঘরে বসে, আরাম করে ল্যাপটপ দিয়ে টাকা ডিপোজিট করা। এটিএম কার্ড হাতে পাওয়ার পর আমিও যতটুকু সম্ভব এটিএম এ টাকা জমা রাখার চেষ্টা করি।

৩| ১৫ ই মে, ২০২২ বিকাল ৪:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনলাইন বা এ্যাপস থেকে তো অন্য কাউকে টাকা পাঠাতে আর ব্যাংকে যাওয়া লাগে না। শুধু জমা দেয়ার সিস্টেমটা এখনো অনেক ব্যাংকে ম্যানুয়াল। মোবাইল ব্যাংকিং থেকে জমা দেয়া যায় কিছু কিছু ব্যাংকে, তবে চার্জ একটু বেশী...

১৫ ই মে, ২০২২ রাত ৯:২৬

ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ। কমেন্ট করার জন্য।

৪| ১৫ ই মে, ২০২২ রাত ৮:২৬

নূর আলম হিরণ বলেছেন: বিকাশ বা নগদে বেশি টাকার লেনদেন করা যায় না। লিমিট থাকে। এর উপর হাজারে ১৮.৫০ টাকা হারে ২০০০০ টাকা জমা দিতে ৩৬০ ফি নিবে। তবে বিকাশের সাথে চুক্তি করে ফি কমালে ফলপ্রসু হতে পারে।

১৫ ই মে, ২০২২ রাত ৯:২৭

ইমরোজ৭৫ বলেছেন: শুধু বিকাশের সাথে চুক্তি করবে কেন? আমি যে সিস্টম ভাবছি তাতে বিকাশ, নগদ, ডার্চ বাংলা, ভিসা কার্ড, মাষ্টার কার্ড সব কিছুর অংশগ্রহন থাকবে।

৫| ১৫ ই মে, ২০২২ রাত ৯:৫১

বিজন রয় বলেছেন: কিছু ব্যাংক তো এসব প্র্যাকটিস শুরু করেছে।
আশাকরি আগামী কয়েক বছরের মধ্যে আমাদের দেশে এসব অনেক বেশি চালু হয়ে যাবে।

ধন্যবাদ।

১৫ ই মে, ২০২২ রাত ১০:০৭

ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ।

৬| ১৫ ই মে, ২০২২ রাত ১০:০৮

শাহ আজিজ বলেছেন: আমি চাচ্ছিলাম যে ঘরে বসে, আরাম করে ল্যাপটপ দিয়ে টাকা ডিপোজিট করা।


আমার ই বি এল অনলাইন ব্যাংকিং শুরু করেছে কিন্তু আমি আস্থাবান নই বিধায় চলতি ব্যাবস্থায় খুশী ।

৭| ১৫ ই মে, ২০২২ রাত ১০:০৮

হাসান কালবৈশাখী বলেছেন:
এসব তো অনেক আগে থেকেই চলে আসছে।
আমি সাত আট বছর আগে যখন বাংলাদেশে থাকতাম তখন তখন মানুষকে টাকা দিতাম অনলাইন ব্যাংকিংয়ে নতুবা বিকাশে।
কোন ক্যাশ টাকা না। মোবাইল টু মোবাইল। কোন ফি নেই
বিকাশে টাকা ভরতাম অনলাইন ব্যাংক থেকে কোন ফি নাই।
কাউকে বড় এমাউন্ট দিতে গেলে সেটা দিতাম ব্যাংক টু ব্যাংক অনলাইন ব্যাংকিং মাধ্যমে। দুদিন লাগতো কিন্তু নিরাপদ।
কোন ক্ষেত্রে টাকা হস্তান্তরে যেখানে ফি লাগেনা সেখানেই ব্যবহার করতাম। বাসায় বসেই।
ক্যাশ টাকা জমা দিতে চাইলে পাড়ার বিকাশের দোকানে দিয়ে দিতাম, বিকাশ একাউন্ট টাকা ঢুকাতে কোন পয়সা লাগত না। এখন এসবে ফি লাগে কিনা বলতে পারছি না।
ভাড়াটিয়াদের বলতাম ভাড়া ক্যশে না দিতে। অনলাইন একাউন্ট করতে বলতাম। কিন্তু তারা কথা শুনতে না। বলতো অনেক ভেজাল। তারা ক্যাশেই ভাড়া দিত।

৮| ১৫ ই মে, ২০২২ রাত ১১:০৮

রাজীব নুর বলেছেন: সরকারি ব্যাংক এঁর চেয়ে বেসরকারি ব্যাংক ভালো।

৯| ১৫ ই মে, ২০২২ রাত ১১:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
BFTN এর মাধ্যমে এ কাজ সহজেই করা যায়।
খোঁজ নিন।

১০| ১৬ ই মে, ২০২২ রাত ১২:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌ইয়ে মানে, এই জিনিস তো চালু আছে ভাই সাহেব।
আপনি আপনার এ্যকাউন্টে অনলাইন ব্যাংকিং চালু করলেই এই কাজ করতে পারবেন।
আমার এ্যাকাউন্ট ব্র্যাক ব্যাংকে, আমি কিছুদিন আগেও রকেট থেকে ঘরে বসে কয়েক সেকেন্ডের মধ্যেই ব্যাংক এ্যাকাউন্ট টাকা ঢুকিয়েছি।

১১| ১৬ ই মে, ২০২২ সকাল ৮:১৬

লেখাজোকা শামীম বলেছেন: এটা পদ্ধতি কয়েক বছর আগে থেকেই চালু আছে। করোনার ফলে এখন প্রায় সব ব্যাংকই অনলাইন।

১২| ১৬ ই মে, ২০২২ সকাল ৯:৩২

খাঁজা বাবা বলেছেন: সোনালী ব্যাংক হয়ত পিছিয়ে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.