নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

সদর উপজেলা থেকে বিচ্ছিন্ন দুটি উপজেলা।

১৭ ই জুন, ২০২২ রাত ৮:৫৪



আমাদের গজারিয়া উপজেলা। এই উপজেলাটি মুন্সিগজ্ঞ জেলার অধীনে। আমাদের উপজেলার উপর দিয়ে ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক বয়ে চলেছে। তাই আমাদের ‍উপজেলা থেকে সরাসরি ঢাকাতে যাওয়া যায়।

আমাদের উপজেলা থেকে পশ্চিমে মুন্সিগজ্ঞ সদর। মাজে মেঘনা নদী। এই নদীটি আমাদের উপজেলা থেকে মুন্সিগজ্ঞ শহরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে। আমরা ট্রলার বা লঞ্চ যোগে মুন্সিগজ্ঞ যাওয়া লাগে। তা নাহলে সোনারগাওঁ উপজেলা (নারায়নগজ্ঞ) হয়ে নরারয়নগজ্ঞ শহর হয়ে মুক্তারপুর ব্রীজ (মুন্সিগজ্ঞ) হয়ে মুন্সিগজ্ঞ শহরে যাওয়া লাগে। গজারিয়া ঘাটে যদি ব্রীজ নির্মান করা হয় তাহলে কিন্তু মুন্সিগজ্ঞ শহরে যোগাযোগ খুব সহজ হয়।

আমাদের উপজেলা থেকে দাউদকান্দি (কুমিল্লা), মেঘনা (কুমিল্লা), সোনারগাওঁ উপজেলা (নারায়নগজ্ঞ) যোগাযোগ করা খুব সহজ। সেই হিসাবে আমাদের উপজেলা যদি কুমিল্লা বা নারায়নগজ্ঞ জেলার অন্তর্গত হয় তাহলে খুব ভালো হতো। আরো ভালো হতো যদি গজারিয়া ঘাটে একটি ব্রীজ হয়।

তারপর আমার মনে প্রশ্ন জাগলো। আমাদের গজারিয়া উপজেলার মত আর কোন কোন উপজেলা অসহায় অবস্থায় আছে। যেখানে একটি ব্রীজের অভাবে সদর উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। এবং ভৌগলিক অবস্থানের জন্য অন্য জেলার সাথে যোগাযোগ ভালো। তখন দেখলাম কুরিগ্রাম জেলার রৌমারি উপজেলা


এই উপজেলার সাথে আবার জামালপুর জেলার দেওয়ানগজ্ঞ উপজেলার যোগাযোগ ভালো। যদি এই রৌমারি উপজেলা যদি জামালপুল জেলার অন্তর্গত হতো তাহলে রৌমারি উপজেলার জন্য ভালো হতো বলে আমার ধারনা। বাে রৌমারি টু কুড়িগ্রাম সংযোগ সেতু হলেও ভালো হয়।

ব্রীজগুলা হলে গর্ববতী মা, রোগী, বৃদ্ধ মানুষের জন্য বেশ সুবিধা হতো।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০২২ রাত ৯:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: মুন্সিগজ্ঞ কে বিচ্ছিন্নই রাখা দরকার।
আপনি মাস্টার্স পরীক্ষা দেয়া একজন লোক বার বার লিখতেছেন - মুন্সিগজ্ঞ!!

১৮ ই জুন, ২০২২ সকাল ৯:৪৫

ইমরোজ৭৫ বলেছেন: অনেকে মুন্সিগজ্ঞ লেখে আবার অনেকে মুন্সীগজ্ঞ লেখে।

২| ১৮ ই জুন, ২০২২ রাত ১২:৪৫

রাজীব নুর বলেছেন: আমার কাছে বিক্রমপুর নামটাই বেশী ভালো লাগে।

১৮ ই জুন, ২০২২ সকাল ৯:৪৫

ইমরোজ৭৫ বলেছেন: তাই।

৩| ১৮ ই জুন, ২০২২ সকাল ৮:৫২

বিটপি বলেছেন: আপনার জেলার গর্ববতী মা, রোগী বা বৃদ্ধেরা যদি কুমিল্লা সদর বা নারায়ণগঞ্জের কোন হসপিটালে যায়, তাহলে কি ফিরিয়ে দেবে?

১৮ ই জুন, ২০২২ সকাল ৯:৪৬

ইমরোজ৭৫ বলেছেন: ব্রীজ কি আপনার বাপের টাকায় হবে?

৪| ১৮ ই জুন, ২০২২ বিকাল ৩:০৩

বিটপি বলেছেন: তোমার বাপের টাকায়ও হবেনা। কিন্তু তোমার বাপ যদি মরে, তো কবর দিতে মুনিগঞ্জ না নিয়ে নারায়ণগঞ্জ নিতে সমস্যা হবেনা - এটা বুঝাতে চেয়েছি।

১৯ শে জুন, ২০২২ বিকাল ৪:০৪

ইমরোজ৭৫ বলেছেন: এখানে মৃত্যু এর খবর আসতাছে কেন? আপনি জঙ্গি নাকি?

৫| ১৯ শে জুন, ২০২২ রাত ১০:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন: অনেকে মুন্সিগজ্ঞ লেখে আবার অনেকে মুন্সীগজ্ঞ লেখে।


জ্ঞ আর ঞ্জ এর পার্থক্য আপনি জানেন না বুঝাগেলো।

মুন্সিগজ্ঞ বা মুন্সীগজ্ঞ না এটা হবে মুন্সিগঞ্জ বা মুন্সীগঞ্জ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.