নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

আষাঢ়ে গল্প। তালাক ভার্সন।

১৯ শে জুন, ২০২২ রাত ১০:১৬



একদেশে ছিলো এক ছেলে। সে বড় হয়ে ডাক্তার হয়। তার কাছে একজন রোগী যায়। বয়স আনুমানিক ৭০ বছর। একজন বৃদ্ধা। সে এসেছে কোন এক বৃদ্ধ্শ্রম থেকে।

ডাক্তার: কি হয়েছে?
রোগী: আমার কমড় ব্যাথা।
ডাক্তার: এই, এই ঔষুধ গুলো খান। ব্যাথা নিয়ন্ত্রণে থাকবে। আপনি কি আমাকে চিনতে পেরেছেন?
রোগী: না বাবা।
ডাক্তার: আপনি কি শঙ্কু কে চিনেন?
রোগী: সে তো আমার প্রথম স্বামী। তার সাথে তালাক হয়েছে সেই বহু বছর আগে।
ডাক্তার: তার তার নাতি। আমার দাদা আপনার পরে আমার দাদী কে বিয়ে করে। আমার দাদা আপনাকে খুব স্মরন করিতেন।
রোগী: আহ! আমার কি কপাল। আমি যে সুখের জন্য তুমার দাদাকে ছেড়ে ছিলাম সে সুখ তো পেলাম না।

বি:দ্র: আজ আমার বৈবাহিক জীবনের ইতি ঘটেছে।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০২২ রাত ১০:১৮

খাঁজা বাবা বলেছেন: গভীর ব্যথা

২| ১৯ শে জুন, ২০২২ রাত ১০:১৯

সোনাগাজী বলেছেন:


আপনার বৈবাহিক জীবনের ইতির কথা শুনে খারাপ লাগলো।

৩| ১৯ শে জুন, ২০২২ রাত ১০:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার জন্য শুভকামনা রইলো।
সময় কখনো থেমে থাকেনা, সামনে নিশ্চয়ই আপনার জন্য ভালো কিছু রয়েছে।

আপনার বন্ধু তরকারি সাহেবের কি অবস্থা?

৪| ১৯ শে জুন, ২০২২ রাত ১০:৩৮

ভার্চুয়াল তাসনিম বলেছেন: উহ! :((

৫| ১৯ শে জুন, ২০২২ রাত ১০:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
TIME AND TIDE WAIT FOR NONE.

মনে রাখবেন আল্লাহ যা করেন
তা বান্দার মংগলের জন্যই করেন।

৬| ১৯ শে জুন, ২০২২ রাত ১১:৫৬

অপু তানভীর বলেছেন: যে সম্পর্কে ভালোবাসা থাকে না সেই সম্পর্ক কেটে ফেলাই ভাল । জীবনের এখনও কিছুই হয় নি ।
আপনার সামনে জীবন ভাল কাটুক । এই কামনা করি !

৭| ২০ শে জুন, ২০২২ রাত ১:৩৪

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

৮| ২০ শে জুন, ২০২২ সকাল ১০:০১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মানুষের সহ্য ক্ষমতা কম তাই বৈবাহিক জীবন স্থায়ী হয়না।

৯| ২০ শে জুন, ২০২২ সকাল ১১:৫৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: দুঃখজনক। এমন ঘটনা অহরহ ঘোটছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.