নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

হাসবো না কান্না করবো?

২১ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪৮



আমার মনে ভেতরে এখন মিশ্র প্রতিক্রিয়া। আমি হাসবো না কান্না করবো, বুঝতে পারছি না। সে দিন আমার তালাক হয়ে গেলো। কেউ আমার বিরুদ্ধে আমার বউ এর কাছে ক্ষেপাইছে। আর বউ রাগে ক্ষোভে আমাকে তালাক দিয়ে চলে গেছে। তাছাড়া তার কাছ থেকে আমি তেমন ভালোবাসা পাই নাই। আমার বউ মানুষের কথায় চলতো। নিজের বুদ্ধি ব্যাবহার করতো না। বর্তমান যুগের মেয়েরা অনেক বুদ্ধিমান। নিজের ভালোমন্দ বুঝে। কিন্তু বুঝে নাই আমার বউ। যাই হউক। সৃষ্টিকর্তা এর ব্যাবস্থা নিবো


সিলেটে এখন বন্যা হচ্ছে। এটা একটা প্রাকৃতিক বির্পযয়। মেঘালয় এর যে অবস্থা, সামনে হয়তো আরো বড় ধরনের ক্ষতি হতে পারে। সেটা আমাদের খেয়াল রাখতে গবে।

আর “সময় টিভি” তে দেখলাম চট্টগ্রামেও বন্যা হচ্ছে। মূলত এ ধরনের সমস্যা সমাধানের জন্য এডভ্যান্স থিংকার প্রয়োজন। যেমন আমার ১০ বছর পর আমি বড় হবো। আমাকে চাকরি করতে হবে। তা নাহলে আমি সমস্যায় পড়বো। তাই এখনই একটা বিষয়ে কোর্স করি। দক্ষ হই। সেই দক্ষতা অনুযায়ী ইনকাম করি। ১০ বছর পর একটা ভালো ব্যাবসা দাড় হয়ে যাবে। আবার ব্যাবসা করতে কি কি সমস্যা হতে পারে সেটা আগে ভাগে অনুমান করে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।

ঠিক তেমনি। বন্দর নগর চট্টগ্রাম। এই খানে জলাবদ্ধতার মত সমস্যা দেখা দিলে ব্যাবসা হবে কি করে?


সামনে পদ্মা সেতু উদ্ভোদন হবে। ২৫ জুন ২০২২ ইং তারিখে উদ্ভোদন হবে।
এই পদ্মা ব্রীজের জন্য শরীয়তপুর সহ দক্ষিনাঞ্চলের যোগাযোগ ব্যাবস্থা উন্নত হবে। এটা অবশ্যই আমাদের জন্য খুসির সংবাদ।

আমি কি আমার তালাক ও বন্যার্থদের জন্য কান্না পাচ্ছে। বেশী আফসোস হচ্ছে বিবাহ বিচ্ছেদ এর জন্য। আর আনন্দ হচ্ছে পদ্মা সেতুর জন্য। গজারিয়া, মুন্সিগজ্ঞ সংযোগ সড়ক চালু হলে বেশ ভালো লাগতো।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:১০

সোনাগাজী বলেছেন:



আপনার বিগত স্ত্রীর পড়ালখা কি রকম ছিলো, বিগত স্ত্রীর বাবার পরিবারের অর্থনৈতিক অবস্হা কেমন?

২১ শে জুন, ২০২২ রাত ৯:০৭

ইমরোজ৭৫ বলেছেন: আমার বউ HSC তে ভর্তি হয়েছিলো, কিন্তু ফরম ফিলাপ করে নাই। আর ওর আব্বুর অথনৈতিক অবস্থা গ্রাম দেশে গড়ে যেমন থাকে তেমনি।

২| ২১ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:১২

সোনাগাজী বলেছেন:



খারাপ দিক হলো যে, আপনার বিগত স্ত্রীই বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে।

২১ শে জুন, ২০২২ রাত ৯:০৭

ইমরোজ৭৫ বলেছেন: ঠিক।

৩| ২১ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আল্লাহ পবিত্র কোরআনের সুরা আলে ইমরানের, ১৩৯ নম্বর আয়াতে বলেনঃ "তোমরা হতাশ হয়ো না এবং দুঃখ কোরো না, যদি তোমরা মুমিন হও, তবে তোমরা জয়ী হবেই। 'তিনি(আল্লাহ)অসহায়ের আহ্বানে সাড়া দেন, যখন সে তাঁকে ডাকে এবং তিনি বিপদ-আপদ দূর করে দেন। ' (সুরা ২৭ নামল, আয়াত: ৬২)।

২১ শে জুন, ২০২২ রাত ৯:০৭

ইমরোজ৭৫ বলেছেন: ঠিক।

৪| ২১ শে জুন, ২০২২ রাত ৮:০০

নতুন বলেছেন: তালাকের সব ভ্যাজাল শেষ হয়ে গেলে আবার নতুন করে জীবন শুরু করুন।

জীবন কোন কিছুর জন্যই থেমে থাকেনা।

২১ শে জুন, ২০২২ রাত ৯:০৮

ইমরোজ৭৫ বলেছেন: ভাই। খুব কষ্ট লাগছে। বিশেষ করে এলাকার মানুষ কাটা শরীলে লবন দিচ্ছে।

৫| ২১ শে জুন, ২০২২ রাত ৯:২৪

নতুন বলেছেন: মানুষে কি ভাবলো সেটা যদি আপনি ভাবেন তবে তারা কি ভাববে?

জীবন আপনার, ভবিষ্যত আপনার, তাই তাদের কথা কানে নেবেন না। দরকার হলে কড়া কথা শুনিয়ে দেবেন।

আপনি সম্ভবত নিন্ট্রভাট মানুষ, যদি মানুষের কথার সঠিক জবাব দিতে পারেন তবে তারা আপনাকে কথা বলবে না। যখন দেখতে আপনি উচিত জবাব দিচ্ছেন তখন তারা আপনাকে ঘাটাতে আসবেনা।

২২ শে জুন, ২০২২ সকাল ৯:০৩

ইমরোজ৭৫ বলেছেন: এথন থেকে তাদের কড়া কথা শুনিয়ে দিবো।

৬| ২১ শে জুন, ২০২২ রাত ৯:৪৩

সোনাগাজী বলেছেন:



স্যরি, বলতে বাধ্য হচ্ছি, আপনি সঠিক চাকুরী না'পাওয়া অবধি আরেকটা বিয়ে করবেন না; একজনের জীবনটা কঠিন করে দিয়েছেন। আমার মনে হচ্ছে, আপানর দায়িত্ববোধের অভাব আছে।

২২ শে জুন, ২০২২ সকাল ৯:০৪

ইমরোজ৭৫ বলেছেন: সমস্যা নাই।

৭| ২২ শে জুন, ২০২২ রাত ১২:০৯

রাজীব নুর বলেছেন: আপনার স্ত্রী আবার আপনার কাছে ফিরে আসবে।

২২ শে জুন, ২০২২ সকাল ৯:০৪

ইমরোজ৭৫ বলেছেন: কষ্ট।

৮| ২২ শে জুন, ২০২২ সকাল ১১:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: তালাক হয়েই গেল। নতুন করে জীবন শুরু করুন

২২ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:২৯

ইমরোজ৭৫ বলেছেন: জ্বি ভাই।

৯| ২২ শে জুন, ২০২২ বিকাল ৫:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: এই সব নিয়ে হাপিত্যেশ করার কিছু নাই। সামনে দৈর্ঘ পথ পরে আছে, হাঁটা শুরু করেন মিয়া। পিছনের সব ঝারিয়া ফেলিয়া।

২২ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:২৯

ইমরোজ৭৫ বলেছেন: জ্বি ভাই।

১০| ২২ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: কিছুক্ষণ হাসেন কিছুক্ষণ কাঁদেন ।

২২ শে জুন, ২০২২ রাত ৯:২১

ইমরোজ৭৫ বলেছেন: লাশ কি কোন দিন হাসে বা কাদে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.