নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

পরিচয় পত্র ও জন্মনিবন্ধন এর বিড়াম্বনা।

৩০ শে জুলাই, ২০২২ রাত ৯:৫৪


বিষয়টা জরুরী। সবার জন্য জরুরি। তা নাহলে বাপ মা এর সম্পত্তি পাবেন না।



আমার ঘুরাঘুরি করার শখ। তাই পাসপোর্ট করতে চেয়েছিলাম। পাসপোর্ট অফিসে গিয়ে পড়লাম বিড়াম্বনায়। মনে করেন আমার আম্মুর নাম মোছা: নিপা আক্তার। জাতীয় পরিচয় পত্র অনুযায়ী। কিন্তু আমার জাতীয় পরিচয় পত্রে আবার মোছা: টি লেখা হয় নি। তাই আমার আবেদন বাতিল।

আমার মত এমন অনেকের সমস্যা। মনে করেন, বাপ তার জাতীয় পরিচয় পত্রে লেখা আছে “মো: সামসুল হক।” বড় ভাই লেখেছে “ছামছুল হক।” ছোট ভাই লেখছে “সামসু”। কোন ভাই আর পিতার জাতীয় পরিচয় পত্রের মত “মো: সামসুল হক।” লেখে নাই।

এখন আমার জন্ম নিবন্ধন, সকল শিক্ষা সনদ এবং আমার জাতীয় পরিচয় পত্র সব আম্মুর জাতীয় পরিচয় পত্রের মত হুবাহু করতে হবে।

আর এখন দেখলাম। পিতা, মাতার জন্ম নিবন্ধন নম্বর সন্তানের জন্ম নিবন্ধনে লিংক করা বধত্যামূলক করা হয়েছে। তা না হলে ওয়ারিশ সার্টিফিকেট না পাওয়া্র সম্ভবনা আছে।

আর এখন বাপ মা এর জন্ম নিবন্ধন ডিজিটাল না হলে সন্তানের জন্ম নিবন্ধন করা সম্ভব হচ্ছে না। কারন ওদের ওয়েব সাইড এখন এমন ভাবে ডিজাইন করেছে; পিতা মাতা এর নাম টাইপ করা যাচ্ছে না। পিতা মাতা এর জন্ম নিবন্ধন নম্বর টাইপ করলে পিতা মাতার নাম অটো ফিলাপ হয়।

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০২২ রাত ১০:০৫

শূন্য সারমর্ম বলেছেন:


পাসপোর্ট বিড়ম্বনা।

৩১ শে জুলাই, ২০২২ সকাল ৯:৩৮

ইমরোজ৭৫ বলেছেন: ঠিক।

২| ৩০ শে জুলাই, ২০২২ রাত ১০:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এই প্রথম রিয়ার বাইরে একটি গুরুত্বপূর্ণ
বিষয় নিয়ে লিখছেন। ধন্যবাদ আপনাকে।
আমন ভুল অশিক্ষিতদের বেলায় মেনে নেয়া
গেলেও শিক্ষিতদের জন্য অপরাধের সামিল।

৩১ শে জুলাই, ২০২২ সকাল ৯:৪০

ইমরোজ৭৫ বলেছেন: বাংলাদেশে প্রায় ৯০% লোকের এমন ভুল আছে। যেমন আপনার পিতার জাতীয় পরিচয় পত্রে তার নাম যেভাবে লেখা আছে আপনার এসএসসি সার্টিফিকেটে কি এভাবে লেখা আছে?

৩| ৩০ শে জুলাই, ২০২২ রাত ১১:০৫

ইফতেখার ভূইয়া বলেছেন: বাংলাদেশ চলছে অকর্মণ্য, অদূরদর্শী, অলস, কাণ্ডজ্ঞানহীন আর যোগ্যতাহীন লোক দিয়ে, সাথে বোনাস হিসেবে রয়েছে দুর্নীতির মতো মহামারি। তাই মাঝে মাঝে মনে হয় এদের জন্য বন্যা-জলোচ্ছাসের মতো প্রাকৃতিক বিপদ জরুরী। কারণ অসৎ পথে অর্জিত সম্পদতো নষ্ট হওয়ারই কথা। টুপি পরে পাঁচ ওয়াক্ত নামাজ পরা লোক যদি ঘুষ আর সুদের টাকা খায়, তাহলে সবকিছু সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিয়ে বিচার চাওয়া ছাড়া আর কিছু করার নেই। এর থেকে সহজে প্ররিত্রাণ পাওয়া সম্ভব নয়। যে দেশের রন্ধ্রে রন্ধ্রে এত অন্যায় আর অবিচার, তাদের পরিণাম সুখকর হওয়ার কোন কারণ নেই।

৩১ শে জুলাই, ২০২২ সকাল ৯:৪০

ইমরোজ৭৫ বলেছেন: মাজে মাজে বিদেশ চলে যেতে ইচ্ছে করে।

৪| ৩১ শে জুলাই, ২০২২ রাত ১:৫৫

হাসান কালবৈশাখী বলেছেন:

পিতা মাতার নাম ভেরিফিকেশন সহ অন্তর্ভুক্তিকরণ।
ইউএনডিপি ও ইউনিসেফ এর পরামর্শেই এই ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়েছে, একই ব্যক্তির একাধিক এনআইডি একাধিক পাসপোর্ট করা ঠেকাতেই মূলত এটা করা হয়েছে।
বহিরাগত এবং রোহিঙ্গাদের ভুয়া পাসপোর্ট করা এড়াতেই এই ব্যবস্থা আরো কঠোর হয়েছে।

৩১ শে জুলাই, ২০২২ সকাল ৯:৪৩

ইমরোজ৭৫ বলেছেন: এই কঠোরতা আগে নিলেই হতো।

৫| ৩১ শে জুলাই, ২০২২ সকাল ১০:০৮

ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: "মাজে মাজে" বিদেশ চলে যেতে ইচ্ছে করে।

হুম, মাঝে মাঝে ইচ্ছে করলে হবে না। আদা-জল খেয়ে উঠে পড়ে লাগতে হবে। চেষ্টার মতো চেষ্টা করলে ভাগ্য পরিবর্তন সম্ভব।

৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৩:১৪

ইমরোজ৭৫ বলেছেন: মাজে মাজে দেশ কে ইংল্যান্ড এর মত উন্নত করতে মেন চায়। কিন্তু কিছু কিছু লোক এত ছোট লোক যে তাদের জ্বালায় দেশ উন্নতি হবে না।

৬| ৩১ শে জুলাই, ২০২২ দুপুর ১২:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এন আইডি থাকার পরে জন্ম নিবন্ধনের প্রয়োজনীয়তা থাকে না। কিন্তু বাবা মায়ের এনআইডি থাকার পরও জন্ম নিবন্ধন না থাকলে সন্তানের জন্ম নিবন্ধন করা যাচ্ছে না। এই অদ্ভুত নিয়মটা কবে পরিবর্তন হবে?

৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৩:১৮

ইমরোজ৭৫ বলেছেন: আমাদের দেশে আইন অনুযায়ী ব্যাংক, জমি-জমা, রেজষ্ট্রি, ও অন্যান সরকারি ও প্রাতি্ষ্ঠানিক কাজে জন্ম নিবন্ধন এর গ্রহনযোগ্যতা রয়েছে। জাতীয় পরিচয় পত্র আইনে এমন বাধ্যবাদকাতা নাই। জাতীয় পরিচয় পত্র এখন একটি সংস্কৃতি হয়ে গেছে।

সামনে এমন দিনও আসবে জন্ম নিবন্ধন কে জাতীয় পরিচয় পত্র বানিয়ে ফেলবে।

৭| ৩১ শে জুলাই, ২০২২ দুপুর ১২:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আরো একটু সময় নিয়ে আরো একটু গুছিয়ে লিখেন। আরো ভালো হবে।
রিয়া ছেড়ে অন্য কিছুতে মনোযোগ দিচ্ছেন, এটা ভালো লক্ষ্যণ।

৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৩:১৮

ইমরোজ৭৫ বলেছেন: এটা মাত্র টেইলার ছিলো। আসল ফিল্ম এখনো বাকি আছে।

৮| ৩১ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৪৭

মোগল সম্রাট বলেছেন: ইউনিয়ন পর্যায় থেকে নির্বাচন কমিশনের হেড অফিস পর্যন্ত অনেকগুলো প্রসাশনিক কাঠামো আছে এদের কাজে লাগিয়ে এগেুলো আরো ভোগান্তিমুক্ত সেবা নিশ্চিত করতে পারতো।

৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৩:১৯

ইমরোজ৭৫ বলেছেন: ঠিক।

৯| ৩১ শে জুলাই, ২০২২ দুপুর ১:৩১

মোহাম্মদ গোফরান বলেছেন: @দস্যু ভাই
রীয়া কে ভুলে স্বাভাবিক হতে ৫/৬ বছর লাগবে।

৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৩:২০

ইমরোজ৭৫ বলেছেন: প্রথম প্রেম কি ভুলা যায়?? নতুন বউ আসলে সেটা অন্য কথা।

১০| ৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বলেছেন: বাংলাদেশে প্রায় ৯০% লোকের এমন ভুল আছে। যেমন আপনার পিতার জাতীয় পরিচয় পত্রে তার নাম যেভাবে লেখা আছে আপনার এসএসসি সার্টিফিকেটে কি এভাবে লেখা আছে?

জাতীয় পত্রের কার্যক্রম শুরু হবার আগেই আমার
পিতা মাতা ইন্তেকাল করেছিলেন।

লেখক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.