নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

তেলের বাজার।

০৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:১৮




এখন ৩ টা বাজে। তারিখ ০৬ আগষ্ট ২০২২। এই লিংক এর সূত্র মতে আজকে তেলের দাম প্রতি বেলের ৯৪.৬৬ ডলার। যা টাকায় 9008.23 টাকা আসে।

এখন। গ্রাম বা শহরে সবাই হোন্ডা ক্রয় করে। বিশেষ করে ১৮ থেকে ২৬ বয়সের মধ্যে হোন্ডা ক্রয় করার প্রবণতা বেশী। অনেকে আছে খাইতে ভাত পায় না। কিন্তু হোন্ডা ক্রয় করে বসে আছে। তারা প্রয়োজনে বা অপ্রোয়জনে হোন্ডা চালায়। এই হোন্ডা তো আর সৌর বিদুৎ দিয়া চলে না। এই হোন্ডা চলে তেল দিয়া।

অনেকে বলবেন, ওরা নিজের টাকা দিয়ে তেল ক্রয় করে। এতে আপনার কি? তেল কি টাকা দিয়ে ক্রয় করে আনতে পারবেন? তেল ক্রয় করতে ডলার লাগে। এতে চাপ পড়ে দেশের ডলারের রিজার্ব এর উপর। তেল বাচাতে এই পোলাপান থেকে হোন্ডা কেড়ে নেওয়া উচিৎ। আমি প্রধানমন্ত্রী হলে হিটলারি কায়দায় হোন্ডা নিয়ন্ত্রন করতাম। শুধু কর্মজীবী ছাড়া কাউকে হোন্ডা চালাতে দিতাম না। এদের জন্য যে কি পরিমান তেল অপচয় হয়েছে যা বলার বাহিরে।

আরো আছে। একটু বড়লোক হলেই মানুষ গাড়ি কিনে। যা তেলের উপড় যেমন চাপ পড়ে আবার যানজটও হয়। সিঙ্গাপুরে গাড়িও খুব নিয়ন্ত্রন করে। দুই গাড়িতে সবোর্চ্চ আট জন আর একটি বাসে ৬০ জন যেতে পারে। তেলের খরচ কিন্তু একই হয়। আমাদের দেশে ঢাকা শহরে যখন জ্যাম লাগে তখন প্রাইবেট কার বেশী চোখে পড়ে। বাস কম চোখে পড়ে। আমাদের দেশে যদি বাস বেশী থাকতো আর প্রইবেট কার কম থাকতো তাহলে তেলের উপর চাম তো কমতই সাথে জ্যামও হতো না।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৪০

খাঁজা বাবা বলেছেন: বাংলাদেশে হাজারে ৭ জন মোটর সাইকেল ব্যবহার করে, ভিয়েতনামে হাজারে ৩৪০ জনের উপরে।
বাংলাদেশে হাজারে ৩ জন মোটর সাইকেল ও যদি আকাইম্যা লোকজন ব্যবহার করে তো কত টাকার তেল ব্যবহার করে?
আপনার কাছে কোন হিসেব আছে?

কথায় কথায় সিংগাপুরের দোহাই দেন, সিংগাপুরের মাথাপিছু আয় ৬১০০০ ডলার
সিঙ্গাপুরের প্রতি ১০ জনের একজনের ব্যাংকে মিনিমাম ১ মিলিয়ন ডলার আছে।

আমাদের কি আছে?

সিংগাপুরে রাস্তা ঘাটে হাজার হাজার ট্যাক্সি, বাংলাদেশে কয়টা?
সিঙ্গাপুরের চেয়ে বাংলাদেশে টাক্সি ভাড়া বেশি, তাও পাওয়া যায় না।

আজাইরা উদাহরন।

০৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:১৫

ইমরোজ৭৫ বলেছেন: আপনিই দেখেন। আজাইরা কয়জন হোন্ডা চালায়। আর কাজে কয়জন হোন্ডা চালায়। যারা হোন্ডা চালায় তাদের মধ্যে ৮০% ই বাদাইম্মা। এগুলা বুঝার জন্য পিএইচডি করা লাগে না। দেখলেই বুঝাযায়। আর বিদেশীরা আজাইরা কাজে কোন প্রযুক্তিই ব্যাবহার করে না।

মনে করেন। একজন ১০০ মিটার দূরত্বে সিগারেট খেতে গেলেও হোন্ডা নিয়ে যায়। আরে ১০০ মিটার হাটলে কি হয়??

২| ০৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৫০

ককচক বলেছেন: সহমত।

সরকারের মাথায় মগজ থাকলে, সরকার দেশ নিয়ে, বিশ্ব নিয়ে চিন্তাভাবনা করলে স্বাভাবিক নিয়মেই হুন্ডা নিয়ন্ত্রণ করতে পারতো। হোন্ডা নিয়ন্ত্রণে হিটলার হওয়ার প্রয়োজন নেই।

যারা হোন্ডা চালায় তাদের কতজনের লাইসেন্স আছে?
লাইসেন্স দেওয়ার সময় একটু শক্ত হলে এবং আইনের প্রয়োগ করলে লাইসেন্সহীন গাড়ি চালানো বন্ধ করা গেলেই হোন্ডা অর্ধেকের চেয়েও বেশি কমে যেতো।

০৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:১৬

ইমরোজ৭৫ বলেছেন: হোন্ডা এখন বিলাসিতা।

৩| ০৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:১৯

তানভির জুমার বলেছেন: মন চাইলো আর কিছু একা লিখে পোস্ট করে দিলেন।

০৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:১৭

ইমরোজ৭৫ বলেছেন: আমি তো গুছাইয়া লিখতে পারলাম না। আপনি গুছিয়ে লিখুন প্লিজ। দেশ ও দশের উপকার হবে। তাছাড়া আমি ব্লগে গদ্য ও পদ্য লিখতে আসি নাই।

৪| ০৬ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:১৫

মেহেদি_হাসান. বলেছেন: দেশের তেলের বাজারের নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ হয়েছে এটা বলুন অযথা বাইকের দোহাই দিচ্ছেন কেন? বাইকে কতটুকু তেল খায়? ১ লিটারে ৪০-৪৫ কিঃ মিঃ যায়। অতো অল্প কারনে তেলের দাম বাড়ার কথা না

০৬ ই আগস্ট, ২০২২ রাত ১০:২৭

ইমরোজ৭৫ বলেছেন: সাইকেল চালালো তেল আরো বাচানো যেতো। তাই নয় কি?

৫| ০৬ ই আগস্ট, ২০২২ রাত ৮:২৩

আমি নই বলেছেন: কি যুক্তিরে বাবা। তাইলে হোন্ডার কারনেই ডিজেল, কেরোসিন, পেট্রল অকটেনের দাম বেড়েছে? আপনার মত দুইএকটা লোকও যদি পিএমএর আশে/পাশে থেকে থাকে তাহলে মনে হয় প্রধানমন্ত্রীকে ভুল বুঝানো হয়েছিল কথাটা সত্যিই।

ওহ আর একটা কথা আপনার দেয়া লিংক অনুযায়ি আন্তর্জাতিক বাজারে তেলের মুল্য গত ৫ মাসের মধ্য এ সপ্তাহেই সর্বনিন্ম।

০৬ ই আগস্ট, ২০২২ রাত ১০:২৮

ইমরোজ৭৫ বলেছেন: সাইকেল চালালো তেল আরো বাচানো যেতো। তাই নয় কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.