নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০০৯ সালে আমি ক্লাস নাইনে পড়ি। তখন মাত্র দেশে ডিজিটাল বিল্পব শুরু হয়। ২০০৯ সালে ৫১২ MB মেমরি কার্ড দেখেছিলাম।
২০১১ সালে এসএসসি পরীক্ষার শেষে আমি নকিয়া ৫১৩০ মোবাইলটা ক্রয় করি। তখন 2G ছিলো। তখন আমার এই নকিয়া ৫১৩০ শে ও 2G ছিলো।
এই্ নকিয়া ৫১৩০ চালিয়ে তৃপ্তি পেয়েছিলাম কারন এই মোবাইল দিয়ে বাংলা অক্ষর লেখা যেতো। ফেসবুকে বাংলা অক্ষরে পোস্ট দিতাম। বাংলায় ম্যাসেজ দিতাম।
তখন ডাউনলোড স্পিড ছিলো গড়ে ২০kbps। রবিতে তখন একটি প্যাকেজ ছিলো ২৩ টাকায় ২০ MB। মেয়াদ এক সপ্তাহ। ৩০০ টাকায় ১ জিবি পাওয়া যেতো। পাঁচ এমবি একটি ফাইল ডাউনলোড হতে সময় নিতো ৫ থেকে ৭ মিনিট।
এখন ব্রডব্যান্ড এর যুগ। এখন যে কেউ স্টিমিং করে গান শুনে, ভিডিও দেখে। ২০১১ সালে মানুষ ডাউনলোড করে রাখতো। অনেকদিন দেখতো বা শুনতো। এমনও আছে এক বন্ধু একটি গান ডাউনলোড করতো। সে আবার তার ১০ জন বন্ধুকে ব্লটু প্রযুক্তি এর মাধ্যমে ফাইল ট্রান্সফার করতো।
এখন ব্রডব্যান্ড আসাতে এখন ই-মেইল এ ফাইল আদান প্রদান করে। হোয়াটএপ এর মাধ্যমে ফাইল শেয়ার করে। ২০১১ সালে মানুষ সহজে ই-মেইল করতে চাইতো না। কারন এতে ইন্টারনেট খরচ বেশী পড়বে। আবার স্পিডও ছিলো কম। আবার তখন সব স্থানে ব্রডবেন্ড ছিলো না। তাই সল্প দূরতে ফাইল ট্রান্সফারের জন্য এই পেন ডাইব ব্যাবহার করতো। যেমন মনে করেন আমি আমার লেপটপ থেকে পেন ড্রাইবে ফাইল কপি করে আমার বন্ধুর লেপটপে ফাইল ট্রন্সফা্র করতাম। এতে ইন্টারনেট ব্যাবহার হতো না।
এখন আমার বন্ধুর কাছে ব্রডবেন্ড আছে। আমার কাছেও ব্রডবেন্ড আছে। যার কারনে যা ফাইল লাগে ই-মেইল করে পাঠিয়ে দেই।
২০১১ সালে আমার মত মুষ্টিমেয়ো লোক ফেসবুক চালাতো। তখন ফেসবুক চালানো একটি বড় বেপার ছিলো। তখন সবার হাতে ইন্টারনেট ওয়ালা মোবাইল ছিলো না। তাই অনেকেই ফেসবুক চালাতে পারতো না।
২০১১ সালে ইন্টারনেট ওয়াল মোবাইল সহজলভ্য না হলেও মাল্টিমিডিয়া ওয়ালা মোবাইল প্রচলন ছি্লো্। অনেকেই কম্পিউটার এর দোকানে দিয়ে গান, ভিডিও গান ইত্যাদি মেমরি কার্ড এ লোড করে আসতো।
০৮ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৪০
ইমরোজ৭৫ বলেছেন: জ্বি।
২| ০৮ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৪৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: নোকিয়া ৫১৩০ না থাকলে আমার লেখালেখিই হতো না।
গানশুনে মজা পেয়েছি খুব। ওয়ারফেজের পথচলা অ্যালবাম টা ফোন মেমোরিতে দেয়া ছিল ফ্রী। ছবি তুলেছি , আমার প্রোফাইল ছবিটাও নোকিয়া ৫১৩০। অনেক স্মৃতি আছে। আস্ত একটা পোস্ট লেখা যাবে।
০৮ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৩৫
ইমরোজ৭৫ বলেছেন: মোবাইল টা দারুন না??
৩| ০৮ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৫১
ককচক বলেছেন: আমি নকেয়া ৩১১০সি ইউজ করেছি। ২০১০-১১'র দিকে সেই ছোট স্কিনের ফোন দিয়ে ২জি গতির ইন্টারনেট দিয়ে মাঝেমধ্যে সামুতেও এসেছি, ফেইসবুক, nimbuzz ধুমসে ইউজ করেছি। গান শুনেছি। মুভি দেখেছি। এখন মনে পড়লে অবাক হই।
০৮ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৩৫
ইমরোজ৭৫ বলেছেন: আমিও নিমবাজ ব্যাবহার করেছি।
৪| ০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:১২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখক বলেছেন: মোবাইল টা দারুন না??
দারুণ অভিজ্ঞতা। আমি বেশিফোন ইউজ করিনি। আমার কাছে ভালো ছিল।
০৯ ই আগস্ট, ২০২২ সকাল ৮:৫৩
ইমরোজ৭৫ বলেছেন: এখন এমন স্মৃতি মনে পড়লে দুঃখ লাগে।
০৯ ই আগস্ট, ২০২২ সকাল ৮:৫৩
ইমরোজ৭৫ বলেছেন: এখন এমন স্মৃতি মনে পড়লে দুঃখ লাগে।
৫| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ৩:০১
ককচক বলেছেন: নিমবাজে চ্যাট করতে ভালো লাগতো
সময় কত দূত চলে যাচ্ছে। সময়ের সাথে কত কত স্মৃতি মলিন হয়ে গেছে, কত কত স্মৃতি মুছে যাচ্ছে!
০৯ ই আগস্ট, ২০২২ সকাল ৮:৫৩
ইমরোজ৭৫ বলেছেন: এখন এমন স্মৃতি মনে পড়লে দুঃখ লাগে।
©somewhere in net ltd.
১| ০৮ ই আগস্ট, ২০২২ সকাল ৯:০৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভবিষ্যতে আরো বিপ্লব হবে।