নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০০৭ সাল। তত্তাবধায়ক আমল। তখন জাতীয় পরিচয় পত্র হয়। ভোটার আইডি কার্ড হয়ে যায় জাতীয় পরিচয় পত্র। যাই হউক। ২০০৭ সালে আব্বু জয়পুরহাট চাকরি করিতেন। ছুটি না পাওয়ার কারনে জয়পুরহাটে ভোটার হয়েছিলেন।
এখন আমারা তো জয়পুরহাট নাই। আমাদের বাড়ি মুন্সিগঞ্জ এ। পরে ২০১৮ সালে আব্বু আর আম্মুর ভোটার মাইগ্রেশন আবেদন করলাম। ২ মাসেই আমার এই আবেদন কমপ্লিট হয়েছে। শুধু তাই না চাকরির কারনে যারা কর্মস্থলে ভোটার হয়েছিলেন তাদের কে নিজ এলাকায় ভোটার হবার জন্য অনুরোধ করছি। এই আবেদন ফরম ব্যাবহার করলে ভোটার মাইগ্রেশন করতে পারবেন।
পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাইলে এই QR Code স্ক্যান করুন।
আমার দুইজন বন্ধু এবং কয়েকজন এলাকাবাসী এবং একজন মামা কে কাজ করে দিয়েছিলাম। সবোর্চ্চ দুইমাসে কাজ কমপ্লিট হয়েছিলো।
২৮ শে আগস্ট, ২০২২ রাত ৮:১২
ইমরোজ৭৫ বলেছেন: আপনার জাতীয় পরিচয় পত্র.......।
২| ২৮ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০৯
জ্যাক স্মিথ বলেছেন: আমি আজ পর্যন্ত জীবনে কখনো কোন নির্বাচনে কাউকে ভোট দেইনি, আর জীবনে ভোট দেওয়ার কোন ইচ্ছেও নেই।
২৮ শে আগস্ট, ২০২২ রাত ৮:১২
ইমরোজ৭৫ বলেছেন: ভোট.....।
৩| ২৮ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩২
ককচক বলেছেন: আপনি ভাগ্যবান মানুষ। আপনার সবকিছু বিদ্যুৎগতিতে হয়ে যায়।
২৮ শে আগস্ট, ২০২২ রাত ৮:১৩
ইমরোজ৭৫ বলেছেন: ওরা জানে আমি বিরাট বড় ঠ্যাডা। তাই আমার কাজ আগে করে।
©somewhere in net ltd.
১| ২৮ শে আগস্ট, ২০২২ দুপুর ১:০৩
জুল ভার্ন বলেছেন: যেখানে ভোটের অস্তিত্ব নাই- সেখানে ভোটার হয়ে কি হবে!