নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্পটি কাল্পনিক। এটার সাথে কারো জীবনে কোন মিল নাই। যদি কোন সাদৃশ্য খুজে পান, তাহলে এটার জন্য আমি দায়ী না।
রাকিব নামের এক ছেলে একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখেছে। যেথানে লেখা ছিলো সকল শিক্ষাগত সনদের সত্যায়িত ফটোকপি এবং ১ম শ্রেনী গেজেট কর্মকর্তা কতৃক প্রদত্ত চারিত্রিক সনদ পত্র লাগবে।
এখন রাকিব সব কিছু ফটোকপি করলো। সত্যায়িত করিলেন। কিন্তু কোন ১ম শ্রেনী গেজেট কর্মকর্তা চারিত্রিক সনদ পত্রে স্বক্ষর দেয় না। এটার জন্য রাকিব খুব দুঃচিন্তায় আছে। কি করবে বুঝতে পারবে না। তার বংশে এমন কেউ না যে বিসিএস ক্যাডার। সে সরকারি কলেজে পড়তেন। এই কথা মনে পড়তে সে তার শিক্ষকদের কাছ থেকে চারিত্রক সনদ পত্র এনেছে।
এখন রাকিব মনে মনে প্রশ্ন করে:
০১। যদি পুলিশ ভেরিফিকেশন এর মাধ্যমে যদি আমার চারিত্রিক গুন যাচাই করা হয় তাহলে এই চারিত্রক সনদ পত্র কেন লাগবে।
০২। ভাইবার বোর্ডে যদি সকল সার্টিফিকেট এর মূল কপি প্রদর্শন করা লাগে তাহলে এগুলো শুধু শুধু ফটোকপি করালে কেন?
০৩। এই ছবি তে যে আছে সে রাকিব। এটা ঐ বেডা চিনলো কি করে। ছবি সত্যায়িত চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে করাতে
হবে।
রাজী্ব নামে একটা ছেলে ছিলো। সে ১ম শ্রেনী গেজেট কর্মকর্তা পিছনে পিছনে ঘুরে ব্যার্থ হয়েছিলো। তাই সে একটি সত্যায়িত সীল এনেছে। এবং নিজের কাগজ নিজে সত্যায়িত করেছে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫০
ইমরোজ৭৫ বলেছেন: ঠিক বলেছেন।
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন: রাকিব নামের এক ছেলে একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখেছে। যেথানে লেখা ছিলো সকল শিক্ষাগত সনদের সত্যায়িত ফটোকপি এবং ১ম শ্রেনী গেজেট কর্মকর্তা কতৃক প্রদত্ত চারিত্রিক সনদ পত্র লাগবে।
এখন রাকিব সব কিছু ফটোকপি করলো। সত্যায়িত করিলেন। কিন্তু কোন ১ম শ্রেনী গেজেট কর্মকর্তা চারিত্রিক সনদ পত্রে স্বক্ষর দেয় না। এটার জন্য রাকিব খুব দুঃচিন্তায় আছে। কি করবে বুঝতে পারবে না। তার বংশে এমন কেউ না যে বিসিএস ক্যাডার। সে সরকারি কলেজে পড়তেন। এই কথা মনে পড়তে সে তার শিক্ষকদের কাছ থেকে চারিত্রক সনদ পত্র এনেছে।
এখন রাকিব মনে মনে প্রশ্ন করে:
০১। যদি পুলিশ ভেরিফিকেশন এর মাধ্যমে যদি আমার চারিত্রিক গুন যাচাই করা হয় তাহলে এই চারিত্রক সনদ পত্র কেন লাগবে।
০২। ভাইবার বোর্ডে যদি সকল সার্টিফিকেট এর মূল কপি প্রদর্শন করা লাগে তাহলে এগুলো শুধু শুধু ফটোকপি করালে কেন?
০৩। এই ছবি তে যে আছে সে রাকিব। এটা ঐ বেডা চিনলো কি করে। ছবি সত্যায়িত চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে করাতে
হবে।
রাজী্ব নামে একটা ছেলে ছিলো। সে ১ম শ্রেনী গেজেট কর্মকর্তা পিছনে পিছনে ঘুরে ব্যার্থ হয়েছিলো। তাই সে একটি সত্যায়িত সীল এনেছে। এবং নিজের কাগজ নিজে সত্যায়িত করেছে।
এই ধরনের মহান কাল্পনিক গল্পের প্লট আপনার মাথায় আসে কিভাবে?
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪৯
ইমরোজ৭৫ বলেছেন: আজাইরা থাকলে....। অনেক কিছু মাথায় ঘুরে।
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:২১
ঋণাত্মক শূণ্য বলেছেন: লে হালুয়া! ডুপ্লিমাইসিন কাজ রাজীবকে দিয়েই করালেন?
এইসব প্রোসেস আসলে সাধারণ মানুষকে ঝামেলায় ফেলায়। কোথাও পড়েছিলাম একজন মানুষ নাকি হাজার খানেক মানুষকে মনে রাখতে পারে। আর একজায়গায় পড়েছিলাম সংখ্যাটা ৫হাজার। এদিকে একটা ওয়ার্ডের আন্ডারে যদি ১০হাজার ভোটার থাকে, স্বাভাবিক ভাবে তাদের পরিবার সব সদস্য মিলিয়ে ঐ ওয়ার্ডে ৫০হাজারের বেশী লোক থাকে। কমিশনার এই ৫০হাজার লোককে সার্টিফাই করে আমি তাকে ব্যক্তিগত ভাবে চিনি! কি আজব!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫১
ইমরোজ৭৫ বলেছেন: ঠিক বলেছেন।
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫১
রেজাউল৮৮ বলেছেন: সুন্দর
০৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:০০
ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।
৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫১
সাড়ে চুয়াত্তর বলেছেন: সনদের মূল কপি যে কোন অপরিচিত প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তাকে দেখালে তিনি সত্যায়িত করে দিবেন। সাধারণত তারা না করেন না। তবে ছবির ক্ষেত্রে নাকি নিয়ম হল যে, ছবির ঐ ব্যক্তিকে সশরীরে কর্মকর্তার সামনে আসতে হবে।
এই ধরণের সনাক্ত করার কাজ নিয়োগের চূড়ান্ত পর্যায়ে করা উচিত। আবেদন করার সময় দরকার আছে বলে মনে করি না। এগুলি এক ধরণের হয়রানি। আর তাছাড়া এখন প্রযুক্তির যুগে মানুষকে অনেকভাবে সনাক্ত করা যায়।
০৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:০১
ইমরোজ৭৫ বলেছেন: ঠিক।
৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২৫
মোহাম্মদ গোফরান বলেছেন: যারা চারিত্রিক সনদপত্র দেয় ওরা কতটুকু চরিত্রবান?
০৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:০৪
ইমরোজ৭৫ বলেছেন: চারিত্রক সনদ দেয় ১ম শ্রেনী গেজেট কর্মকর্তা। ৮০% ১ম শ্রেনী গেজেট কর্মকর্ত ঘুস খায়। দুর্নীতিবাজ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এটা অনেকেই করে।
নীজের কপালে নিজেই সীল মারে।
রাজীব বুদ্ধিমান ছেলে।