![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি আর তথ্য সংগ্রহ: উইকিপিডিয়া।
ইংল্যান্ড এর রাজ পরিবার কে আমার খুব প্রাচীন এবং ঐতিহ্যপূর্ন মনে হয়। হলিউডে অনেক ফিল্ম আছে যেগুলো ইংল্যান্ড এর কল্প কাহিনী উপর ভিত্তি করে বানানো। যেখানে দেখি হিরো একজন রাজা। রাজায় ড্রাগন বা এক চোখ ওয়ালা দৈত্য কে মেরে ফেলে। আজ আলবার্ট ফ্রেডরিক আর্থার জর্জ এর কন্যা দ্বিতীয় এলিজাবেথ মারা গেলেন। আজ আমার মনে একটি প্রশ্নে উদয় হয়। ভারত এবং পাকিস্তান স্বাধীনতার সময় রাজা ছিলেন কে? পরে আলবার্ট ফ্রেডরিক আর্থার জর্জ এর নাম খুজে পাই।
তিনি আলবার্ট ফ্রেডরিক আর্থার জর্জ। ১৯৪৭ সালে ভারত পাকিস্তান স্বাধীনতার সময় তিনি ব্রিটেনের রাজা ছিলেন। তাহার জন্ম ১৪ ডিসেম্বর ১৮৯৫। এবং মৃত্যু ৬ ফেব্রুয়ারি ১৯৫২। তার পরে ২য় রানী এলিজাবেথ সিংহাসনে বসেন।
একটি জিনিস খেয়াল করলাম। সব রাজারা তার স্ত্রী কে ভালোবেসে রানী বানান। কিন্তু রানীরা সরকার প্রধান হলে তার স্বামী কে রাজা বানান না। তাদের স্বামী রাজপুত্রই থাকে। রানী ২য় এলিজাবেথ এর স্বামী ফিলিপ এর নামের আগে প্রিন্স লেখা হতো। সে যদি রাজা হতো তাহলে ফিলিপ এর নামের আগে রাজা উপাধি দেয়া হতো।
যাই হউক। রানী এলিজাবেথ এর বাপ রাজা জর্জ ষষ্ঠ তার প্রপিতামহী রানী ভিক্টোরিয়ার রাজত্বে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ১৯২৩ সালে লেডি এলিজাবেথ বোয়েস-লিয়নকে বিয়ে করেছিলেন। ভাবা যায়......। ভারতে যখন রাজনৈতিক অবস্থা খারাপ ছিলো তখন রাজা বিয়া করেন।
১৯৪৭ সালে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা হয়। জর্জ ১৯৪৮ সালের জুনে ভারতের সম্রাট উপাধি ত্যাগ করেন এবং পরিবর্তে কমনওয়েলথের প্রধানের নতুন উপাধি গ্রহণ করেন। তার রাজত্বের পরবর্তী বছরগুলিতে তিনি ধূমপান-সম্পর্কিত স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হয়েছিলেন এবং ১৯৫২ সালে করোনারি থ্রম্বোসিসে মারা যান। তার স্থলাভিষিক্ত হন তার বড় মেয়ে দ্বিতীয় এলিজাবেথ।
এই রাজা ২য় জর্জ এর আমলে আমরা স্বাধীনতা পাই। তাই তাকে আমরা তাকে স্বরণ করি।
ইমরোজ৭৫
অনার্স রাষ্ট্রবিজ্ঞান।
০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৩৯
ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:০৭
বিটপি বলেছেন: কোন দেশেই রাণীর স্বামী রাজা হননা। রাজার স্ত্রী রাণী হন, কারণ রাণী হিসেবে তার কিছু নীতি নির্ধারণী ক্ষমতা থাকে। কিন্তু রাণীর স্বামীদের সেই ক্ষমতা থাকেনা। রাজা মারা যাবার পর রাজার স্ত্রী কখনও রাণী হয়না, হয় তার কন্যা। একে বলে ব্লাড ডাইনেস্টি।
রাজসিংহাসনের সবচেয়ে বড় উত্তরাধিকারী হয় জ্যেষ্ঠ সন্তান বিশেষ করে পুত্র। পুত্র না থাকলে বা অপ্রাপ্তবয়ষ্ক হলে সেক্ষেত্রে কন্যা হয় রাণী। ব্রিটেনে এ পর্যন্ত তিনজন রাণী শাসন করেছে - এরা সবাই জ্যেষ্ঠ কন্যা হিসেবে সিংহাসনে বসেছে, কেবল রাণী প্রথম এলিজাবেথ ছাড়া।
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:০৭
বিটপি বলেছেন: কোন দেশেই রাণীর স্বামী রাজা হননা। রাজার স্ত্রী রাণী হন, কারণ রাণী হিসেবে তার কিছু নীতি নির্ধারণী ক্ষমতা থাকে। কিন্তু রাণীর স্বামীদের সেই ক্ষমতা থাকেনা। রাজা মারা যাবার পর রাজার স্ত্রী কখনও রাণী হয়না, হয় তার কন্যা। একে বলে ব্লাড ডাইনেস্টি।
রাজসিংহাসনের সবচেয়ে বড় উত্তরাধিকারী হয় জ্যেষ্ঠ সন্তান বিশেষ করে পুত্র। পুত্র না থাকলে বা অপ্রাপ্তবয়ষ্ক হলে সেক্ষেত্রে কন্যা হয় রাণী। ব্রিটেনে এ পর্যন্ত তিনজন রাণী শাসন করেছে - এরা সবাই জ্যেষ্ঠ কন্যা হিসেবে সিংহাসনে বসেছে, কেবল রাণী প্রথম এলিজাবেথ ছাড়া।
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৩৮
মরুভূমির জলদস্যু বলেছেন: এইতো
আগামীতে আরো ভালো হবে।