নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই গল্পটি কাল্পনিক। বাস্তবের সাথে কোন মিল নাই্। এই গল্পটির দ্ধারা কোন বিশেষ জাতি , ধর্ম, গোষ্ঠী কে অপমান করা হয় নি।
আসিফ একজন পথ শিশু। মা মারা যাবার পর বাপে আরেকটি বিয়ে করে। সৎ মা আসিফ কে বের করে দেয়। আসিফ সাহস করে ট্রেন ধরে কমলাপুর রেল স্টেশনে এসে পড়ে, কাজের সন্ধানে। এই ছোট মানুষ কে কাজে রাখবে কে! আজ পহেলা বৈশাখ। দুপুর ১ টা। ঢাক শহরের বড় বড় দালান থেকে মজাদার খাবারে ঘ্রাণ ভেসে আসছে। এই ঘ্রাণ আসিফের নাকে আসার সাথে সাথে; আসিফের ক্ষিধে বেড়ে গেলো। সকাল থেকে আসিফ ক্ষুধার্থ। কোন বাঙ্গালী তাকে খেতে দেয় নি। আজ আসিফের কাজ পায় নি। তাই সে রুটি কলাও ক্রয় করে খেতে পারে নি।
সকাল গরিয়ে দুপুর। দুপুর থেকে সন্ধ্যা। কেউ আসিফ কে খেতে দেয় নি। আসিফ অধীর আগ্রহে বড়লোকদের দিকে চেয়ে ছিলো যদি পোলাও, রোস্ট বা ভূনা খিচুরী খেতে দেয়। আসিফের সেই আশায় ঘুরে বালি। আজ সন্ধ্যায় সব মিলিয়ে ৫০ টাকা ভিক্ষা করতে পেরেছে। ঢাকা শহরের মত স্থানে, এই দ্রব্যমূল্য এই বাজারে আসিফ এই ৫০ টাকা দিয়ে ক্ষুধা নিবারনে চেষ্টা করে।
আমরা বিভিন্ন উৎসব উপলক্ষে কত টাকাই না খরচ করি। কত খাবারই না অপচয় করি। আমরা কি পারি না অন্তত আজকের এই দিনে; আসিফের মত পথ শিশুকে ভালো মন্দ খাওয়াতে??
ছবি: ইন্টারনেট থেকে সংগ্রহীত।
১৩ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৩
ইমরোজ৭৫ বলেছেন: ০১। আজ ২৯ ভাদ্র ১৪২৯
০২। একজন টোকাই কে থাওয়ানোর জন্য আপনাকে স্যলুট জানাই।
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:২৪
মোহাম্মদ গোফরান বলেছেন: পহেলা বৈশাখ আমার খুব প্রিয়।
১৩ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৩
ইমরোজ৭৫ বলেছেন: সকল বাঙ্গালীদের ইহা পছন্দ।
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনি খাওয়ালেন না কেন?
১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:১২
ইমরোজ৭৫ বলেছেন: আমরা গরিব মানুষ ভাই। যারা পহেলা বৈশাখ পালন করে তারা বিশাল বড়লোক।
©somewhere in net ltd.
১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৫৩
বিটপি বলেছেন: আজকে কি দিন? জানি না তো?
আমি একবার এক টোকাইকে পাশে বসিয়ে খাইয়েছিলাম। দেখে হোটেল ম্যানেজারের চোখে পানি এসে গিয়েছিল।সে ঐ ছেলেটিকে বলেছিল প্রতিদিন সন্ধ্যায় তার হোটেলে এসে ভরপেট খেয়ে যেতে। আমি খুশিতে ম্যানেজারকে ৫০০ টাকা দিতে গিয়েও দেইনি। কি হবে যদি সে সেই টাকা মেরে দেয়? তার চেয়ে আন্তরিকতার সাথে ছেলেটিকে সন্ধ্যায় একটু খাওয়ালে ছেলেটা নিজে থেকেই দোয়া করবে - তাতে তার ৫০০ টাকার চেয়েও অনেক বেশি বরকত হবে।