|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
 
চাকরি না পেয়ে একজন যুবক সার্টিফিকেট ছিড়ে ফেললো। সোজা কথা। বাংলার বাপ মাদের একটাই শখ। ছেলে আমার সরকারি চাকরি করবে। সরকারি চাকরি পাওয়া কি এতই সোজা? 
ওকে কিছু প্রশ্ন করবো।
ইংরেজীতে অনুবাদ করুন
আমি কুকুর কে গোস্ত খাওয়াই। 
সে আম পাড়ে। 
গরু গৃহপালিত প্রাণী।
হঠাৎ যদি শুনো প্রিয় মানু্ষের বিয়ে হয়ে গেছে, তাহলে কি করবেন?
এক কথায় প্রকাশ করুন। 
০১। যে নারীর বিয়ে হয় না
০২। যে নারী নিজে স্বামী পছন্দ করে। 
০৩। যে নারীর সাম্প্রতিক বিয়ে হয়েছে। 
একটি ট্রেন প্রতি ঘন্টায় ৩০ কিমি বেগে চলে গন্তব্য স্থানে পৌছালো। ট্রেনটির গতিবেগ ২৭ কিলোমিটার হলে গন্তব্য স্থানে পৌছাতে ২০ মিনিট সময় বেশী লাগতো। পথের দূরত্ব নির্ণয় করুন। 
সমকোনী ত্রিভুজ কাকে বলে?  
যে বেডায় চাকরি না পাওয়ার জন্য সার্টিফিকেট ছিড়েছে, ঐ বেডায় কি এসব প্রশ্নের জবাব দিতে পারবে? বা কোন মাল্টিন্যাশনাল কম্পনি তে হিসাবরক্ষক, ম্যানেজার বা বিক্রয় প্রতিনিধি পদ সামলাতে পারবে? জাতি জানতে চায়। 
 
 ৭ টি
    	৭ টি    	 +০/-০
    	+০/-০  ২০ শে সেপ্টেম্বর, ২০২২  রাত ৮:০২
২০ শে সেপ্টেম্বর, ২০২২  রাত ৮:০২
ইমরোজ৭৫ বলেছেন: চাকরি প্রার্থীর সমস্যা আছে। সেটাই আমি বলতে চেয়েছিলাম।
২|  ২০ শে সেপ্টেম্বর, ২০২২  বিকাল ৫:০৯
২০ শে সেপ্টেম্বর, ২০২২  বিকাল ৫:০৯
মামুinসামু বলেছেন: মাদার গাছের কচা (মান্দার গাছের কচি ডাল) দিয়া পিডানো দরকার।
  ২০ শে সেপ্টেম্বর, ২০২২  রাত ৮:০৩
২০ শে সেপ্টেম্বর, ২০২২  রাত ৮:০৩
ইমরোজ৭৫ বলেছেন: ঠিক বলেছেন।
৩|  ২২ শে সেপ্টেম্বর, ২০২২  দুপুর ১:০৯
২২ শে সেপ্টেম্বর, ২০২২  দুপুর ১:০৯
নতুন বলেছেন: যোগ্যতা থাকলে মানুষ অবশ্যই আপনাকে কাজে নিতে বাধ্য। তার নিজের লাভের জন্যই আপনাকে কোন কম্পানী কাজে নেয়। 
পাশ করে বসে থাকলে সরকার এসে তাকে চাকুরি দিয়ে দিবে না।
  ২২ শে সেপ্টেম্বর, ২০২২  বিকাল ৫:০৫
২২ শে সেপ্টেম্বর, ২০২২  বিকাল ৫:০৫
ইমরোজ৭৫ বলেছেন: কম্টে করার জন্য ধন্যবাদ।
৪|  ২৩ শে সেপ্টেম্বর, ২০২২  দুপুর ২:৩৮
২৩ শে সেপ্টেম্বর, ২০২২  দুপুর ২:৩৮
মামদুদুর রহমান বলেছেন: তার ব্যাথাটা আপনারা বুঝবেন না। যদি ঘরে এমন কেউ না থাকে? রুয়েট, ঢাকা ইউনি. রাজশাহী ইউনি. চট্টগ্রাম ইউনি. থেকে পড়াশোনা করে পাগলের মতো ঘুরছে কোন কাজ পাচ্ছে না। তাদের পরিবারের এমন অবস্থা এক লাখ টাকা দিয়ে ব্যবসা করবে সেই সুযোগ নাই। তাই চাকুরি করতে হবে। সেই ক্ষেত্রে ব্যাপারটা জটিল তা আপনাদেরকে বুঝনো মুসকিল।
দেখেন একটা ছেলে এস এস সি পাশ করার ক্ষমতা নেই, বা ফেল করলে সে কিন্তু তার পর সে আর সময় নষ্ট না করে কোন ইনকামের পথে হাটবে। কিন্তু আপনি তাকে ঠেলে এস এস সি পরে আবার ঠেলে ইন্টার এমন করে ঠেলে ঠেলে অনার্স-মাস্টার্স পাশ মারালেন, এখন সে তো অনার্স-মাস্টার্স পাশ করার যোগ্যতা রাখেনা। 
মাঝে কি হলো সে এখন অনার্স-মাস্টার্স পাশ মারা, বলদ। এই বলদ জাতি তাকে বানালো। কিন্তু সে এস এস সি ফেল মারার পর যদি কোন কাজে লাগতো ৫/১০ বছর পর সে, সেই কাজে দক্ষ হতে পারতো আর দুই চার জন কে কাজে লাগাইঅতে পারতো। আমাদের কেনো ১০০ % শিক্ষিত করতে হবে?? শিক্ষার নামে বলদ না বানিয়ে উৎপাদন মুখী কাজ বা কারিগরি কাজে দক্ষ করলে এই ভাবে বলদে ভরে যেতো না দেশ!
আপনি আপনার দিক থেকে না দেখে সেই ছেলের দিক থেকে বিবেচনা করেন।
©somewhere in net ltd.
১| ২০ শে সেপ্টেম্বর, ২০২২  বিকাল ৪:২৯
২০ শে সেপ্টেম্বর, ২০২২  বিকাল ৪:২৯
ঋণাত্মক শূণ্য বলেছেন: দেশে থাকতে আমি মাত্র একটি অফিসে ওয়াক-ইন ইন্টারভিউ দিয়েছি। বাকি যে তিনটি প্রতিষ্ঠানে কাজ করেছি তাদের সবাই আমাকে ডেকে সেধে নিয়ে গিয়েছে। কেন? কিভাবে তারা আমাকে খুঁজে পেয়েছে? কোন রেফরেন্সে আমাকে খুঁজে পায়নাই এইটা নিশ্চিত। এ বিষয়ে লিখবো আশাকরি।
আমার দেখা মতে দেশের চাকরী প্রার্থীদের সমস্যাটা বড়। সরকারী চাকরী বাদ দিলে বেসরকারী চাকরীতে কিন্তু কেউ চ্যারিটি করতে বসে নাই যে অযোগ্য লোক নিয়ে তাকে বসিয়ে বসিয়ে বেতন দিবে।
তাহাদের টাকায় চুলকায়! শিরোনামে একটা লেখা লিখেছিলাম। আশাকরি পড়ে দেখবেন। খুব সম্ভবত কিছুটা হলেও বুঝতে পারবেন যে চাকরী প্রার্থীদের সমস্যা আছে!