নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকদিন আগে আমি ইউটুবে গল্প শুনতে ছিলাম। তখন ছিলো বর্ষা কাল। মেঘলা দুপুর। খিচুরী খেয়ে আয়েশ করে শুয়ে গল্প শুনছিলাম। প্রিয়নাথ মুখোপাধ্যায় রচিত দাড়োগার দপ্তর এর “দীর্ঘকেশী” গল্প। গল্পটি খুব সুন্দর ছিলো।
গল্প শুনছিলাম আর ইমাজিনেশন করছিলাম। ব্রিটিশ শাসনামল। দাড়োগা প্রিয়নাথ খবর পেয়ে ব্যারাক থেকে বাহির হলো; খুনের মামলা তদন্ত করার জন্য। ইত্যাদি ইত্যাদি।
আবার ব্যারাকও ইমাজিনেশন করতে ছিলাম। একটি ব্যারাক। যেখানে পুলিরগণ থাকেন। গাছ গাছলি ভরা। ছায়া যুক্ত সুন্দর, মনোরম পরিবেশে ব্যারাকটি অবস্থিত।
গল্পটি শুনবেন। ভালো লাগবে।
২৭ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৯
ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।
২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪৯
ইমরোজ৭৫ বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ।
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন: অসাধারণ পোস্ট, সামুর ইতিহাসে এতো চমৎকার অর্থপূর্ণ পোস্ট আমি খুবই কম দেখেছি।
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪০
ইসিয়াক বলেছেন: তরকারি ভাই,
পোস্ট আরেকটু বড় হলে ভালো হয়।
আর নিজের পোস্টে নিজের মাল্টি নিক দিয়ে কমেন্ট করলে কেমন দেখায় বলুন তো।দাড়োগা< দারোগা ঠিক করে দিন।
শুভকামনা।
আগের মন্তব্যটি মুছে দিন প্লিজ।
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১১
নূর মোহাম্মদ নূরু বলেছেন: ছোট খোকারা আর বড় হলনা।
ইমাজিনেশন না করাই ভালো
আছিলো!
©somewhere in net ltd.
১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩৭
নাহল তরকারি বলেছেন: সুন্দর।