নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি সিনেমা দেখেছিলাম। সেখানে নায়ক একজন সৎ পুলিশ অফিসার। কোন ঘুস খায় নাঅ অন্যায় এর বিরুদ্ধে সবর্দা আপোশহীন। আর ভিলেন হচ্ছে শয়তান। গাজা, হেরোইন, আফিম ব্যাবসায়ী। একদিন ভিলেন পুলিশ অফিসার কে ঘুস দেবার জন্য বাড়িতে যায়। নায়ক ভিলেনকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়।
একদিন ভিলেন অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে হাসপাতাল এ নিয়ে গিয়ে পরীক্ষা করে জানা যায় তার ব্লাড ক্যান্সার হয়েছে। আনুমানিক ছয় মাস বাচবে। এটা শুনে সে হতাশ হয়ে যায়। আর মনে মেন ভাবে, আমার এতটাকা আমাকে সুস্থ করতে পারলো না। পরে সে টাকা গুলো আস্তে আস্তে গরিব, দুঃখী দের দান করতে থাকে। সে এতিমখানায় ভালো ভালো খাওয়াতো। বলতে পারেন ভিলেন ভালো মানুষ হয়ে যায়।
অন্যদিকে নায়কের ছোট মেয়ে এর ব্রেন টিউমার হয়েছে। তাকে অপারেশন করতে প্রচুর টাকা লাগবে। টাকার অভাবে অপারেশন করতে না পেরে; হতাশায়, গাজ্ঞা বিক্রি করা শুরু করে।
শেষে মনে হয় ভিলেন, তার সব জমানোর টাকা নয়ক কে দিয়ে দেয়। আর সে নিজে গুলি খেয়ে মারা যায়।
আসলে মানুষ সম্পদ এর পাহার করতে চায়। সম্পদ টাকা দিয়ে ক্রয় করা যায়। যার কারনে আপাদত দৃষ্টিতে মনে হয় মানুষ টাকার পিছনে ঘুরে। মূলত মানুষ সম্পদ বাড়ানোর চেষ্টা করে। মানুষ একটি নিরাপদ জীবন চায়। যাতে নায়ক এর মত দুঃচিন্তা থাকবে না। নায়ক তো মেয়ের অপারেশন এর টাকা সংগ্রহ নিয়ে প্রচুর দুঃচিন্তায় পড়ে গিয়েছিলো।
তাই সম্পদ অর্জন করতে হয়। টাকা কামানো যায়। সম্পদ কামানো যায় না। সম্পদ অর্জন করেত হয়। বুঝে শুনে সম্পদ ব্যায় করতে হয়।
২২ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪২
ইমরোজ৭৫ বলেছেন: টাকা সম্পদ না। যদি স্বর্নমুদ্র হতো তাহলে এটাকে সম্পদ বলা যেতো।
২| ২২ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২১
শায়মা বলেছেন: কঠিন তত্ব!
মানুষ যে আসলেই কি চায় সে কথা মনাুষ জানেই না।
তাই তো সম্পদ টাকা নিরাপত্তা নিরাপত্তা টাকা সম্পদ এই থোড় বড়ি খাড়া খাড়া বড়ি থোড় নিয়ে ভাবতে ভাবতেই জীবন যায়।
২২ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪২
ইমরোজ৭৫ বলেছেন: ঠিক বলেছেন।
৩| ২২ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৯
শেরজা তপন বলেছেন: সম্পদ কেমনে অর্জন করা যায় এই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলতেন তবে বড়ই উপকার হইত!
আজ থেকে টাকা কামানোর চিন্তা বাদ দিয়ে সম্পদ অর্জনে মনযোগী হইতাম
৪| ২২ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০৪
বিজন রয় বলেছেন: জীবনে সম্পদ না সন্মান কোনটা দরকার বেশি?
৫| ২২ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৮
বাউন্ডেলে বলেছেন: আপনার লেখাটা আপনার সম্পদ। আমরা ভোগ করছি। এভাবে যদি আপনার অন্য সম্পদগুলোও ভোগ করতে পারতাম- কতই না মজা পাইতাম !!! আহা !!!! ।
৬| ২২ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩৩
অগ্নিবেশ বলেছেন: আরে মিয়া আপনার সম্পদ হল গিয়ে আপনার বিদ্যা বুদ্ধি, যা খাটিয়ে যে কোনো পরিস্থিতীতে টেকা টুকা মান সম্মান কামাইতে পারবেন। টেকা টুকা চুরি ডাকাতি করা যায় কিন্তু আপনার বিদ্যা বুদ্ধি কেহই কেড়ে নিতে পারবে না, যতই দান করিবেন ততই বাড়িয়া যাবে।
৭| ২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪৭
রাজীব নুর বলেছেন: ব্যয় করতে আমার খুব ভালো লাগে।
©somewhere in net ltd.
১| ২২ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২৭
কামাল১৮ বলেছেন: টাকা কি সম্পদ না?