নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

আমার দেখা ট্রন্সজেন্ডার।

২৪ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৬

সর্তকর্তা: আমি কারো প্রতি ঘৃণা প্রদর্শন করছি না। আমার এই লেখায় যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিক ভাবে দুঃখিত।

ট্রান্সজেন্ডার কি? মানে রুপান্তরিত লিঙ্গ। আমরা সাধারন লোক ট্রান্সজেন্ডার বলতে যা বুঝি, তা হচ্ছে, কোন ছেলে যদি অপারেশন করে মেয়ে হয়, বা কোন মেয়ে অপারেশন করে যদি ছেলে হয় তাদের ট্রান্সজেন্ডার বলে।

ট্রান্সজেন্ডার কি হিজলা? আমি ডাক্তার না। তাই জানি না। তবে হিজলা হচ্ছে যারা যৌন প্রতিবন্ধী। তাদের কে আমি ব্যাক্তিগত ভাবে হিজলা বলি।

আমার দৃষ্টিতে ট্রান্সজেন্ডার: ট্রান্সজেন্ডার আসলে একটি খারাপ জিনিস। আমার দৃষ্টিতে এটা খারাপ। আমি কোন ধর্মীয় দৃষ্টকোন থেকে এটা বলিছি না। ট্রান্সজেন্ডার প্রাকৃতিক ভাবে একটি জখন্য কাজ মনে করি। কারন প্রকৃতি আপনাকে ছেলে বানিয়ে জন্ম দিয়েছেন। আপনি কৃত্রিম ভাবে নারী হতে যাবেন কেন? ছেলে হয়ে পরিবারের দায়িত্ব, সমাজের দায়িত্ব নিতে ভয় লাগে নাকি? আমার তো তাই মনে হয়।

এখন হয়তো বলতে পারেন “আমি তো ছেলে। আমি নিজেকে মেয়ে বলে অনুভূতি হয় কেন?” ভাই আপনি ডাক্তার দেখান। আমি মনে করি এসব মানষিক অসুস্থতা। মনের ভেতর অপরাধ প্রবনতা, সাইকোপ্যাথ ইত্যাদি যেমন মানষিক বেরাম, ট্রান্সজেন্ডার হওয়টাও মানষিক বেরাম।

ট্রান্সজেন্ডার হয়ে লিঙ্গ রুপান্তর হবার পর আনেকে আসফোস করেছে। তাদের মধ্যে অনেকে বলে “আমি আগের লিঙ্গেই ভালো ছিলাম। লিঙ্গান্তর হয়ে ভুল করেছি।” ট্রান্সজেন্ডার এর মাধ্যমে যারা লিঙ্গন্তর হয়েছেন তাদের শারিরীক অনেক অসুবিধা হয়। ট্রান্সজেন্ডার হলে কোন ক্ষতি আছে কি? ট্রান্সজেন্ডার এর মধ্যে কয়জন অনুভব করেন যে আমি আগের জেন্ডারে ভালো ছিলাম। এসব নিয়ে গবেষণা করা দরকার। পরিসংখ্যান করা দরকার। এই পরিসংখ্যান WHO, BBC, আলজেজিরায়া যে কেউ করতে পারে। এই পরিসংখ্যান যদি পেতাম তাহলে নাম্বার দিয়ে বুঝাতে পারতাম, ট্রান্সজেন্ডার ভালো নাকি খারাপ।

আমি পুরুষ। যৌন মিলন করার জন্য, আমি প্রাকৃতি মেয়ে চাই। কৃত্রিক মেয়ে চাই না, যে ট্রান্সজেন্ডার এর মাধ্যেমে মেয়ে হয়েছে।




মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:০২

রানার ব্লগ বলেছেন: সব থেকে ভালো হয় নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা । ট্রান্সজেন্ডার কেউ সখে হয় না ।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৭

ইমরোজ৭৫ বলেছেন: আপনার কথার সাথে আমি একমত। সকল সৃষ্টির প্রতি আমার ভালোবাস। একজন গরিব কে যেভাবে দেখি, একজন বড়লোকদের একই ভাবে দেখি বা সমাদোর করি। তবে মানুষ কিছু কিছু ভুল করে। সেই ভুল নিয়মিত চলতে থাকলে প্রাকৃতিক বিপর্যয় আসতে পারে। ট্রন্সজেন্ডার নামক ভুল তাদের মধ্যে একটি।

২| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:২০

জ্যাক স্মিথ বলেছেন: আপনি কোথায় ট্রন্সজেন্ডার দেখেছেন, নাম কি উনার?

২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৭

ইমরোজ৭৫ বলেছেন: টিভি তে।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৫

গেঁয়ো ভূত বলেছেন: পুরুষ থেকে নারীতে লিঙ্গান্তর হয়ে কেউ সফলভাবে গর্ভধারণ করে সন্তান জন্ম দানে সক্ষম হয়েছেন? কিংবা নারী থেকে পুরুষে লিঙ্গান্তর হয়ে কেউ স্বাভাবিক যৌন ক্রিয়া সম্পাদন করতে সক্ষম হয়েছেন এবং সন্তানের বাবা হতে পেরেছেন কেউ? এমন তথ্য কারো কাছে যদি থেকে থাকে তাহলে সম্ভব হলে লিংক দিন।

৪| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৫

হাসান মাহবুব বলেছেন: ট্রান্সজেন্ডার মানে রূপান্তরিত লিঙ্গ না। ট্রান্সজেন্ডার মানে হলো যাদের বায়োলজিকার সেক্স এক, কিন্তু তারা ফিল করে অন্য লিঙ্গের মতো। সোজাকথায়, নারীর শরীরে পুরুষ অথবা পুরুষের শরীরে নারী। ট্রান্সজেন্ডার আছে অনেকেই, তাদের সবাই অপারেশন করে নাই। হ্যাঁ, অপারেশন করে তারা আসলেই আকাঙ্খিত জীবন পেয়েছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে।

আর হিজলা না, হিজড়া। আমরা যাদের হিজড়া বলে জানি, তারা মূলত ইন্টারসেক্সুয়াল। অর্থাৎ, তাদের যৌনাঙ্গ পুরাপুরি প্রকাশিত না। ফলে তারা ছেলে বা মেয়ে নির্দিষ্ট বায়োলজিকাল পরিচয় দিতে সক্ষম না।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫১

ইমরোজ৭৫ বলেছেন: আমি ব্যাক্তিগত ভাবে মনে করি হিজলাগণ যৌন প্রতিবন্ধী। সঠিক চিকিৎসা তে তারা সুস্থ ও স্বাভাবিক হতে পারে। কিন্তু ছেলেরা মেয়ে হবে; মেয়েরা ছেলে হবে এটা প্রকৃতি বিরোধী। এতে করে প্রকৃতিতে বিশৃঙ্খলা হতে পারে। এভাবে চলতে থাকলে আমি যৌন মিলন এর জন্য প্রাকৃতিক মেয়ে পাবো না। আবার মেয়েরাও প্রাকৃতিক ছেলে পাবে না। আশা করি বুঝতে পেরেছেন।

৫| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৬

নীলসাধু বলেছেন: এই নিয়ে আরো কদিন পড়াশোনা করুন, তারপর লিখুন। আপনি নিজেই অস্পষ্ট।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৪

ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য। আপনার কথার সাথে আমি একমত। মানুষ কিছু কিছু ভুল করে। সেই ভুল নিয়মিত চলতে থাকলে প্রাকৃতিক বিপর্যয় আসতে পারে। ট্রন্সজেন্ডার নামক ভুল তাদের মধ্যে একটি। ছেলোর যদি মেয়ে হয়ে যায়। আর মেয়েরা যদি ছেলে হয়ে যায় তাহলে তো সমস্যা। আমি ছেলে হয়ে আমি চাইতেই পারি আমার যৌন সঙ্গী এমন একজন মেয়ে, যে জন্মগত নারী। যে জন্মের সময় ছেলে, অপারেশন করে এখন মেয়ে, এমন মেয়ে তো যৌন সঙ্গী হিসেবে চাইবো না।

৬| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫২

নতুন বলেছেন: আপনাকে যদি আইফোনে এন্ড্রোয়েড অপারেটিং সপ্টওয়ার দিয়ে দেওয়া হয় তবে কেমন হবে?

ভ্রুন থেকে বাচ্চা একই শরীরের কাঠামো নিয়ে বড় হয়। পরে হরমনের প্রভাবে পুরুষ অথবা নারীতে রুপান্তরিত হয়।

তাই যদি পুরুষ শরীরে নারীর অপারেটিং সপ্ফওয়ার ইনিস্টল হয়ে যায় তবে জিনিসটা কেমন হবে?

২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৫

ইমরোজ৭৫ বলেছেন: উত্তর আমার ব্লগের শেষর কয়েকটি লাইন।

৭| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৪১

কামাল১৮ বলেছেন: বিজ্ঞানের বদৌলতে এক জীবনেই দুই জীবনের স্বাদ পায়।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৫

ইমরোজ৭৫ বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২৫

রাজীব নুর বলেছেন: আপনার সাথে আমি একমত।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৫

ইমরোজ৭৫ বলেছেন: একমত হবার জন্য ধন্যবাদ।

৯| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২৫

রাজীব নুর বলেছেন: আপনার সাথে আমি একমত।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৬

ইমরোজ৭৫ বলেছেন: একমত হবার জন্য ধন্যবাদ।

১০| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:০৩

মহিউদ্দিন হায়দার বলেছেন: সহমত জানালাম।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৬

ইমরোজ৭৫ বলেছেন: একমত হবার জন্য ধন্যবাদ।

১১| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:০৫

নতুন বলেছেন: ট্রান্সজেন্ডার হয়ে লিঙ্গ রুপান্তর হবার পর আনেকে আসফোস করেছে। তাদের মধ্যে অনেকে বলে “আমি আগের লিঙ্গেই ভালো ছিলাম। লিঙ্গান্তর হয়ে ভুল করেছি।” ট্রান্সজেন্ডার এর মাধ্যমে যারা লিঙ্গন্তর হয়েছেন তাদের শারিরীক অনেক অসুবিধা হয়। ট্রান্সজেন্ডার হলে কোন ক্ষতি আছে কি? ট্রান্সজেন্ডার এর মধ্যে কয়জন অনুভব করেন যে আমি আগের জেন্ডারে ভালো ছিলাম। এসব নিয়ে গবেষণা করা দরকার। পরিসংখ্যান করা দরকার। এই পরিসংখ্যান WHO, BBC, আলজেজিরায়া যে কেউ করতে পারে। এই পরিসংখ্যান যদি পেতাম তাহলে নাম্বার দিয়ে বুঝাতে পারতাম, ট্রান্সজেন্ডার ভালো নাকি খারাপ।

আমি পুরুষ। যৌন মিলন করার জন্য, আমি প্রাকৃতি মেয়ে চাই। কৃত্রিক মেয়ে চাই না, যে ট্রান্সজেন্ডার এর মাধ্যেমে মেয়ে হয়েছে।


অবশ্যই কেউই চায় না সে ট্রান্সজেন্ডার হউক। সে সার্জারী করুক, সে সমাজের ঘৃনার বৃস্টিতে অবিরত ভিজুক।

আমার কাছে আমার মেয়ে,স্ত্রী নিয়ে বসে গল্পকরা, খাবার খাওয়া, সময় কাটানোই বেহেস্তের সুখ।

চিন্তা করুন একজন মানুষ এই সব কিছু থেকে কতটা দুরে থাকবে সারাজীবন।

তাই তাদের ঘৃনা না করে তাদের কস্ট লাঘবের জন্য সহানুভূতিশীল হউক সমাজ এই কামনাই করি।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪৭

ইমরোজ৭৫ বলেছেন: আগে এই কাজ যারা করেছে তাদের জন্য সমাবেধনা। তবে এই কাজ না করাই ভালো।

১২| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪৭

রানার ব্লগ বলেছেন: ট্রান্সজেন্ডার কে আপনার ভুল কেনো মনে হচ্ছে? যে মানুষ টা দ্বৈত সত্বা নিয়ে যন্ত্রানায় জীবন চালাচ্ছে সে যদি মুক্তি চায় তাতে দোষ কি?

২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪৮

ইমরোজ৭৫ বলেছেন: কেই যদি দ্বৈত সত্বা নিয়ে যন্ত্রনায় জী্বন চালায়, তাহলে তাকে সাইকোলজিস্ট দেখান।

১৩| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৫০

হাসান মাহবুব বলেছেন: হার্টে পেসমেকার লাগানোকে, কৃত্রিম হাত-পা লাগানোকে প্রকৃতিবিরোধী মনে করেন না?

২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫১

ইমরোজ৭৫ বলেছেন: প্রাকুতিক ভাবে হৃদপিন্ড ভালো ভাবে কাজ করে, পেসমেকার থেকে। আর প্রাকৃতিক ভাবে জোরা লাগা হাতের জয়েন্ট খুব নিখুত, কৃত্রিম উপায়ে জয়েন্ট জোরা লাগানোর চেয়ে। হোন্ডা দুর্ঘটনায় আমার হাতের জয়েন্ট খুলে গিয়েছিলো। হাতের জয়েন্ট লাগানো হয়েছে ঠিক। কিন্তু আগের মত হাদে বল পাই না।

১৪| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪৯

নতুন বলেছেন: লেখক বলেছেন: আগে এই কাজ যারা করেছে তাদের জন্য সমাবেধনা। তবে এই কাজ না করাই ভালো।


আপনি নিজে নারী সাজতে পছন্দ বোধ করেন না। আপনি বিপরিত লিঙ্গের প্রতি আর্কষন বোধ করেন। আপনি সার্জারি করে এমন পরিবর্তন করবেন না। আপনি এতো টাকা এতে খরচ করবে না।

কিন্তু অন্য একজন মানুষ এই সব করছে! কেন করছে? কেন এমন বড় একটা সার্জারি মানুষ করছে।

মানুষ সখের বসে এমন সার্জারি করেনা। প্রশ্ন করুন কেন একজন মানুষ এমনটা করতে চায়???

আপনি ধর্মীয় চশমা খুলে যখন অন্য একজন মানুষের কস্ট বোঝার চেস্টা করবেন তখন বুজতে পারবেন।

আপনি তাদের প্রতি সহানুভূতিশীল অর্থ এইনা যে আপনি এমন সার্জারি করতে উতসাহ দিচ্ছি।

আমি এদের প্রতি সহানুভূতিশীল এই কারনে যে আমি অনেক মানুষ দেখেছি তাদের বুঝতে চেস্টা করেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.