|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ভূমিকাঃ সামনে ফেব্রুয়ারি মাস। মহান ভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি। আমাদের এই ব্লগটি এখন বিভিন্ন সার্চ ইঞ্জিন থেকে সার্চের রেজাল্ট হিসেবে আসে। বাংলায়ও সার্চ করা যায় গুগলে। এখানে আমরা যা লিখি তা ভবিষ্যতে কোন বিশাল জ্ঞান ভান্ডার হিসেবেই পরিচিতি পাবে। তাই আমাদের বাংলা বানান সম্পর্কে অনেক বেশি সচেতন থাকতে হবে। আমরা বানান নিয়ে চর্চা না করলে এই জ্ঞান ভান্ডারের তথ্য সমূহ কিন্তু আগামী প্রজন্মকে বানান সম্পর্কে সঠিক নির্দেশনা দিতে ব্যর্থ হবে। তাই আসুন, যাই লিখি বানানটার দিকে যেন সর্বদা আমাদের খেয়াল থাকে এবং লেখার মধ্যে যেন যথেষ্ট সঠিকতা থাকে।  
বাংলা একাডেমির প্রমিত বাংলা বানান রীতি অনুযায়ী লেখাগুলো সাজানোর চেষ্টা করতে হবে। সেই ভাবে ভাষাকে এবং ভাষা শহীদদের প্রতিও আমাদের যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ পাবে। এখানে কিছু সাধারণ বানান নিয়ে আলোচনা করা হবে যেগুলো আমরা প্রায়ই সময় লিখতে গিয়ে দ্বিধা-দ্বন্দে পড়ে যাই।
"পড়া" এবং "পরা" শব্দ দুইটি নিয়ে আমাদের সংশয়ের শেষ নাই। তাই এটিকে বিশ্লেষণ করা হলো। 
পড়া(১)- শব্দটি মানে হলো কোন কিছু পঠন করা। যেমন, পেপার পড়া। বই পড়া। 
পড়া(২)-  উপর থেকে নিচে কিছুর পতন হওয়াকে পড়া বলা হয়। যেমন, মানুষটি ছাঁদ থেকে পড়ে গেল। 
পড়া শব্দটি দিয়ে পড়ে যাওয়া সংক্রান্ত অনেক কিছুই বুঝানো যায়। এখানে কিছু উদাহরণ দেওয়া হলো। যেমন, বাজারে চালের দাম পড়ে গ্যাছে। মেয়েটি তার উপরে পড়ে গেল।
পরা(১)- একটি অব্যয় শব্দ। এটি উপসর্গ হিসেবে ব্যবহার করা হয়। পরা উপসর্গের অর্থ হলো, আতিশয্য(১)। যেমন, সে পরাক্রমশালী রাজা ছিলো। আরেকটি অর্থ হলো, বিপরীত(২)। যেমন, যুদ্ধে তাদের পরাজয় মেনে নিতে হলো"। 
পরা(২)- কোন কিছু পরিধান করা। যেমন, ছেলেটি কাপড় পরছে।  মেয়েটি চোখে কাজল পরছে।
(সূত্রঃ বাংলা একাডেমির বই।)
 ১৮ টি
    	১৮ টি    	 +৬/-০
    	+৬/-০  ২৬ শে জানুয়ারি, ২০০৮  রাত ৯:৫৮
২৬ শে জানুয়ারি, ২০০৮  রাত ৯:৫৮
হমপগ্র বলেছেন: ধন্যবাদ জেনারেল। স্যালুট টু ইউ।
২|  ২৬ শে জানুয়ারি, ২০০৮  রাত ১০:০২
২৬ শে জানুয়ারি, ২০০৮  রাত ১০:০২
পুতুল বলেছেন: অনেক বানান ভুল লিখ। সব চেয়ে ভুল করি আলচ্য শব্দ দু'টি। 
আরো দ'একটি উদারহণ হলে খুব ভাল হয়। যেমন পরশী ঠিক হল তো? 
এ রকম একটা সিরিজ পোষ্ট আশা করছি।
  ২৬ শে জানুয়ারি, ২০০৮  রাত ১০:০৭
২৬ শে জানুয়ারি, ২০০৮  রাত ১০:০৭
হমপগ্র বলেছেন: ধন্যবাদ পুতুল। আসলে এরকম পোস্টিং করার জন্য যে পরিমান পড়াশোনা থাকা প্রয়োজন, আমার বলতে গেলে তার কিছুই নাই। তবু চেষ্টা করবো।  আরোও উদাহরণ দেওয়া হবে। আরও আলোচনা করা হবে। 
"পড়শি" সঠিক বানান এটি অবশ্য সংশোধিত। আগে লেখা হত "পড়সী"।  
৩|  ২৬ শে জানুয়ারি, ২০০৮  রাত ১০:১০
২৬ শে জানুয়ারি, ২০০৮  রাত ১০:১০
নেহার পুরকায়স্থ বলেছেন: ভাল পোস্ট। কিন্তু আপনি এক জায়গায় লিখেছেন `দিধা-দ্বন্দে পড়ে যাই'। আসলে শব্দটি হবে এরকম- `দ্বিধা-দ্বন্দ্বে পড়ে যাই'।
  ২৬ শে জানুয়ারি, ২০০৮  রাত ১০:১৬
২৬ শে জানুয়ারি, ২০০৮  রাত ১০:১৬
হমপগ্র বলেছেন: ধন্যবাদ নেহার পুরকায়স্থ। ভুল ধরিয়ে দেওয়ার জন্য আরও একটা ধন্যবাদ। স্বাগতম সব সময়।
৪|  ২৬ শে জানুয়ারি, ২০০৮  রাত ১০:১৩
২৬ শে জানুয়ারি, ২০০৮  রাত ১০:১৩
অক্ষর বলেছেন: "মেয়েটি তার উপরে পড়ে গেল"
নাউযুবিল্লাহ!!! নাউযুবিল্লাহ!!! ওয়াস্তাগফিরুল্লাহ!!! ওয়াস্তাগফিরুল্লাহ!!!
আমার উপর পড়ল না কেন?
  ২৬ শে জানুয়ারি, ২০০৮  রাত ১০:১৯
২৬ শে জানুয়ারি, ২০০৮  রাত ১০:১৯
হমপগ্র বলেছেন: "তার" মানেই যে একটা ছেলে হেইটা তোমারে কেডায় কইলো বাহে? 
"তার" তো একটা বুড়াও হইতা পারে
তোমার উপর পড়বে শীঘ্রই,  
  
৫|  ২৬ শে জানুয়ারি, ২০০৮  রাত ১০:১৯
২৬ শে জানুয়ারি, ২০০৮  রাত ১০:১৯
নেহার পুরকায়স্থ বলেছেন: আপনার সমস্যা কি নাজমুল?
  ২৬ শে জানুয়ারি, ২০০৮  রাত ১০:২৩
২৬ শে জানুয়ারি, ২০০৮  রাত ১০:২৩
হমপগ্র বলেছেন: উনি আমার সাথে মজা করেছেন নিছক। ওনার সাথে আমার সম্পর্কটাই এরকম মজার। এটা অফেন্সিভ কিছুই না। ধন্যবাদ নেহার পুরকায়স্থ। 
৬|  ২৬ শে জানুয়ারি, ২০০৮  রাত ১০:২৯
২৬ শে জানুয়ারি, ২০০৮  রাত ১০:২৯
বিষাক্ত মানুষ বলেছেন: চলুক .....+++++
  ২৬ শে জানুয়ারি, ২০০৮  রাত ১০:৪০
২৬ শে জানুয়ারি, ২০০৮  রাত ১০:৪০
হমপগ্র বলেছেন: ধন্যবাদ বিমা। বানান ভুল করছো তো খাইছি তুমারে।
৭|  ২৬ শে জানুয়ারি, ২০০৮  রাত ১০:৩১
২৬ শে জানুয়ারি, ২০০৮  রাত ১০:৩১
অক্ষর বলেছেন: @নেহার পুরকায়স্থ, সমস্যা হওয়ার মতো কি আমি কিছু করছিরে ভাই? ভালো খারাপ কিছুতো বলি নাই, কিন্তু প্লাস ঠিকই দিছি। সমস্যাটা কোথায় দেখলেন যদি একটু বলতেন। 
হমপগ্রকে ধন্যবাদ। আপনি আমার উপরের মন্তব্যটা মুছে দিতে পারেন।
  ২৬ শে জানুয়ারি, ২০০৮  রাত ১০:৩৫
২৬ শে জানুয়ারি, ২০০৮  রাত ১০:৩৫
হমপগ্র বলেছেন: আরে নাহ ভাই। কেন মুছবো? 
আপনি মজা করেছেন, এখানে খারাপের কিছুই নাই বস। 
আমার সাথে ফর্মালিটি নাই কিন্তু কুনু। আপনি আমার অনেক প্রিয় ব্লগার বস। 
৮|  ২৬ শে জানুয়ারি, ২০০৮  রাত ১০:৩১
২৬ শে জানুয়ারি, ২০০৮  রাত ১০:৩১
বিহঙ্গ  বলেছেন: 
গুড পোস্ট।
  ২৬ শে জানুয়ারি, ২০০৮  রাত ১০:৩৬
২৬ শে জানুয়ারি, ২০০৮  রাত ১০:৩৬
হমপগ্র বলেছেন: বিহংগ দা, ধন্যবাদ। অনেক ভাল থাকবেন। শুভকামনা।
৯|  ২৬ শে জানুয়ারি, ২০০৮  রাত ১০:৩২
২৬ শে জানুয়ারি, ২০০৮  রাত ১০:৩২
নেহার পুরকায়স্থ বলেছেন: হুম...
১০|  ২৬ শে জানুয়ারি, ২০০৮  রাত ১০:৩৬
২৬ শে জানুয়ারি, ২০০৮  রাত ১০:৩৬
নেহার পুরকায়স্থ বলেছেন: @নাজমুল, আপনার মন্তব্যটা শুধু রসিকতা না হয়ে একটু বিশ্রী হয়েছে বলে আমার মনে হয়েছে। আসলে সিরিয়াস একটা বিষয়কে এত হাল্কাভাবে নেয়া ঠিক না।
  ২৬ শে জানুয়ারি, ২০০৮  রাত ১০:৩৮
২৬ শে জানুয়ারি, ২০০৮  রাত ১০:৩৮
হমপগ্র বলেছেন: হুম...বুঝা গ্যাছে। ভুল-বুঝাবুঝি। এটা হতেই পারে। ধন্যবাদ।
১১|  ২৬ শে জানুয়ারি, ২০০৮  রাত ১০:৪৬
২৬ শে জানুয়ারি, ২০০৮  রাত ১০:৪৬
অক্ষর বলেছেন: @নেহার পুরকায়স্থ, ঠিক আছে, দুঃখিত। কিন্তু অতটা খারাপ ভাবে বলি নাই কথাটা
হমপগ্রকে আবারও ধন্যবাদ
১২|  ২৭ শে জানুয়ারি, ২০০৮  রাত ১:০১
২৭ শে জানুয়ারি, ২০০৮  রাত ১:০১
সারওয়ারচৌধুরী বলেছেন: 
+
দরকারি পোস্ট।
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০০৮  রাত ৯:৫৪
২৬ শে জানুয়ারি, ২০০৮  রাত ৯:৫৪
জেনারেল বলেছেন: গুড পোষ্ট