![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বছর দু'য়েক আগে সামুতে গণিতের সৌন্দর্য নামের একটি সিরিজ লেখা শুরু করেছিলাম। ব্লগে প্রকাশিত আটটি লেখা এবং নতুন আরো সাতটি লেখা নিয়ে প্রকাশিত হলো আমার প্রথম বই "গণিতের সৌন্দর্য"।
গণিতের মত সুন্দর বিষয় পৃথিবীতে আর আছে কিনা সন্দেহ। একটি বিষয়ে মানুষের আগ্রহ, উৎসাহ আর কৌতুহল তৈরি হয় যদি সে সেই বিষয়ের সৌন্দর্যটুকু অনুভব করতে পারে। তার পক্ষে তখন সেই বিষয়টি নিয়ে চর্চা করা আরো সহজতর হয়ে যায় এবং চর্চাটুকু আনন্দময় হয়ে ওঠে। গণিত নিয়ে অনেকের মধ্যে ভয়-ভীতি কাজ করে বলে শোনা যায় যার আসলেই কোনো ভিত্তি নেই। নিরসভাবে উপস্থাপন না করে যদি গণিতের সৌন্দর্যটুকু তুলে ধরা হয় তাহলে শিক্ষার্থীদের মনে বাসা বাঁধা ভয়ভীতি দূর হয়ে যায়। সেই লক্ষ্যেই এই বইটিতে গণিতের সৌন্দর্যের কিছু নমুনা তুলে ধরার চেষ্টা করেছি যেন পাঠক গণিতচর্চার অনন্দটুকু অনুধাবন করতে পারেন এবং গণিতচর্চায় উৎসাহী হয়ে ওঠেন। প্রচুর চিত্র এবং চার্ট ব্যবহার করা হয়েছে বইটিতে। গণিতের সৌন্দর্যের একটি বিশেষ দিক হল বাস্তবজীবনের বিভিন্ন ক্ষেত্রে এর উপস্থিতি; সেটাও এই বইয়ে তুলে ধরার চেষ্টা করেছি। সেই বিষয়গুলো জেনেও পাঠক চমৎকৃত হবেন এবং আনন্দ লাভ করবেন বলে আশা করছি।
বিষয়বস্তু:
১. জন্মদিনের সম্ভাব্যতা
২. প্যালিন্ড্রোমিক সংখ্যা
৩. ম্যাজিক স্কয়্যার
৪. ফ্রাইডে দ্যা থার্টিন্থ
৫. সবচেয়ে বড় সংখ্যাগুলো
৬. ভ্রমাত্মক গড়
৭. সংখ্যার সৌন্দর্য
৮. মন্টি হল সমস্যা
৯. গোল্ডেন র্যাশিও
১০. পৃথিবীকে ঘিরে আশ্চর্য দড়ি
১১. নাপিত প্যারাডক্স
১২. পীথাগোরাসের থিওরেম
১৩. গোপনবার্তার আদ্যপান্ত
১৪. ট্যানগ্রাম: জ্যামিতির মজার খেলা
১৫. হুমকীর মুখে পাই (π)
বইয়ের তথ্যাবলী:
লেখক: ইমতিয়াজ আহমেদ
প্রকাশক: ছায়াবীথি প্রকাশনী
প্রচ্ছদ: ফায়জা আহমেদ
পৃষ্ঠা সংখ্যা: ৯৬
মূল্য: ১৩০
প্রাপ্তিস্থান: বইমেলা, ছায়াবীথি প্রকাশনী, স্টল নং: ১০৪
ফেসবুক পেইজ:
গণিতের সৌন্দর্য - ইমতিয়াজ আহমেদ
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৬
বেঙ্গলেনসিস বলেছেন: ধন্যবাদ।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৩
প্রোফেসর শঙ্কু বলেছেন: অভিনন্দন।
পড়ব অবশ্যই।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪০
বেঙ্গলেনসিস বলেছেন: অনেক ধন্যবাদ।
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২২
মামুন রশিদ বলেছেন: শুভ কামনা ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৯
বেঙ্গলেনসিস বলেছেন: ধন্যবাদ।
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩০
সুমন কর বলেছেন: শুভেচ্ছা রইলো।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৯
বেঙ্গলেনসিস বলেছেন: ধন্যবাদ।
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৫
জালিস মাহমুদ বলেছেন: শুভ কামনা রইলো ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৩৪
বেঙ্গলেনসিস বলেছেন: ধন্যবাদ।
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৯
প্রবাসী পাঠক বলেছেন: অভিনন্দন।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৩৪
বেঙ্গলেনসিস বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৪
পাঠক১৯৭১ বলেছেন: পড়ার ইচ্ছা আছে।