![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শৈশব থেকে কৈশোর। কৈশোর থেকে যৌবনে পদার্পন। জীবনের অনেকটা সময়েই হয় তো বা শেষ হয়ে গেছে। জানি না আর কতদিন পৃথিবীতে থাকব। হয় তো কিছু দিন অথবা আরও অনেক দিন। আমার সৃষ্টিকর্তা আমার থেকে ভালো জানেন। কিন্তু ছোট এই সময়ে নিজের পরিবর্তনটা দেখার মত। সময়ের সাথে সাথে কত কিছুই না বদলে যায়। আমি ও তার ব্যাতিক্রম না।
কিছুদিন আগেও একা একা ঘরে থাকতাম। এখন আর ভালো লাগে না। সুযোগ পাইলে একটু ঘুরতে মন চায়। চলে যাইতে মন চায় দূরে প্রকৃতির খুব কাছাকাছি। প্রকৃতির সাথে আমার টান টা খুবই নিবিড়।
একসময় ফেসবুকের প্রতি খুবই আসক্ত ছিলাম। ঘন্টার পর ঘন্টা বন্ধুদের সাথে চ্যাট করেই কাটিয়ে দিতাম। না এখন আর এসব ভালো লাগে না। প্রয়োজন অতিরিক্ত ঢুকা হয় না।
আগে খুব মুভি দেখতাম। সপ্তাহে মিনিমাম ৮/ ১০ টা। থ্রিলার মুভি গুলো ছিল আমার পছন্দের শীর্ষে। ব্যস্ততার মাঝে এখন তাও দেখা হয় না। মাঝে মাঝে তুর্কি ওয়েব সিরিজ গুলো দেখা হয় রাতে ঘুমানের আগে।
ছাত্রজীবনে পরীক্ষা এক আতংকের নাম। স্কুলে থাকাকালে পরীক্ষাকে অনেক ভয় পাইতাম। ভার্সিটিতে উঠার পর এখন আর সেই ভয়টা কাজ করে না।
করোনাকলীন সময় থেকে নিয়মিত নামাজ পড়া শুরু করলাম। আলহামদুলিল্লাহ এখনো এর ধারাবাহিকতা বজায় আছে। ছোট থেকেই রোজা রাখার অভ্যাস টা ছিল। নিয়মিত বাংলা অর্থ সহ কোরআন পড়ি। একটা সীরাত গ্রন্থ কিনছি বাংলা বাজার থেকে।
একজনকে খুব ভালোসতাম। এটাকে প্রেম বলা যায় কিনা জানি না। হয়তো বা এক তরফা ভালোবাসা। অনেক দিন হয়ে গেছে কথা হয় না তার সাথে। তার ফেসটাও এখন ভুলে গেছি। শুধু নামটাই মনে আছে তার। যাই হোক ভালো থাকুক সে।
এখন আমি সেল্ফ ডিপেন্ডেট। টিউশনির টাকায় মোটামুটি ভালোই চলে যায়। নিজের টাকা দিয়েই মাঝে মধ্যে বাসার জন্য বাজার করি।
এইতো দিন শেষে খুব ভালো না থাকলেও ভালোই আছি। জীবনে শেষ সময়ে কেমন থাকবো জানি না। এসব নিয়ে ভাবতেও ইচ্ছা করে না। সবসময়ই আল্লাহ কে স্মরণ করি। এখন পর্যন্ত ভালো রাখছেন সামনেও ভালো রাখবেন আশাকরি।
©somewhere in net ltd.