![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
গ্রামে কোন বুদ্ধিজীবী নেই,তাই গ্রাম নামক অনুন্নত জায়গাগুলো নিয়ে টকশো হয়না কিংবা আবেগঘন কোন কলাম লিখা হয়না।উন্নয়ন বলতে আমরা বুঝি ঢাকা শহরে কয়টা ফ্লাইওভার হল কিংবা আমাদের সুনাগরিকদের বিনোদনের জন্য কয়টা হাতিরঝিল প্রকল্প বাস্তবায়ন হল তা দ্বারা।
সম্রাট বাবরের আমলে গ্রামগুলো যা ছিল এখনও তাই রয়ে গেছে।একটা ছোট্ট উদাহরন,সুনেত্র গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস এনে ঢাকার জনগনের চাহিদা মেটানো হচ্ছে,কিন্তু ঐ গ্যাস ক্ষেত্রের আশেপাশের গ্রামগুলোতে গ্যাসের সংযোগ নেই।
আসলে শাসক শ্রেণী কিংবা যারা সমাজকে নিয়ন্ত্রন করেন,তাঁরা শুধু তাদের সুবিধার কথাই চিন্তা করেন।দেশপ্রেম নিয়ে আবেগঘন কথা সবাই বলতে পারে,কিন্তু দেশকে ভালবাসা অন্য ব্যাপার।ইদানিং দেখলাম অনেকেই গ্রামে গিয়ে শীতবস্ত্র বিতরন করছেন।দুই হাজার টাকার শীতবস্ত্র বিতরণ করে বিশ হাজার টাকা খরচ করে পত্রিকায় শীতবস্ত্র বিতরণের ছবি ছাপছেন।বেঁচে থাকুক দরিদ্র গ্রামগুলো।আমাদের পুন্য অর্জনের জন্য হলেও এর বেঁচে থাকা প্রয়োজন।
২| ২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
তালা চাবি বলেছেন: একমত । ভালো লিখেছেন ।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯
মেফতাহুল সাগর বলেছেন: এরা থাকবে। এদের দিয়েই তো আমাদের বিজনেস। এরা যদি সুশিক্ষিত এবং সুবিধা পায় তাহলে আমাদের বেহায়া নেতা নেত্রীদের কথা তারা মানবে না।