নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই মিথ্যে শহরে আমি থাকবনা তোমাদের মত

আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই।

ইমতিয়াজ ইমন

কবিতায় শুরু কবিতা শেষ

ইমতিয়াজ ইমন › বিস্তারিত পোস্টঃ

আইন হবে ফাঁসি হবে সব নাস্তিক ব্লগারদের, কিন্তু নাস্তিকতাও একধরণের বিশ্বাস

০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

তলস্তয় অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। তাঁর এক পাদ্রী বন্ধু তাঁর সাথে দেখা করতে আসলেন। পাদ্রী বন্ধু তলস্তয়কে বললেন,

"সারা জীবন তো ধর্ম মাননি, এবার একটু সৃষ্টিকর্তাকে ডাকো।"

তলস্তয় বললেন,

"আমাকে মৃত্যু উপত্যকায় নিয়েও যদি জিজ্ঞেস করা হয়, দুই আর দুই কত হয়? আমি চারই বলবো, পাঁচ বলবনা।"

এটা তলস্তয়ের ব্যাক্তিগত বিশ্বাস ছিল। বিশ্বাস জিনিসটা সম্পূর্ণই নিজের। এটা কেউ চাপিয়ে দিতে পারেনা।



আজ যারা সংখ্যা গরিষ্ঠ তারা অন্যের বিশ্বাসকে ভেঙ্গে চুরে দিতে চাচ্ছি। নাস্ত্যিকও এক ধরণের বিশ্বাস। তাহলে তাদের বিশ্বাসে কেন আঘাত করা হবে?



হ্যাঁ, যারা অন্য ধর্মকে আঘাত করে তাঁদের শাস্তি দিন। যারা ইসলাম ধর্মকে অবমাননা করে তাদের শাস্তি দিন। একই সাথে তাদের শাস্তিও নিশ্চিত করুন যারা হিন্দুদের মসজিদ ভেঙ্গেছে, যারা বৌদ্ধ মূর্তি ভেঙ্গেছে। সব ধর্মই এটা দাবি করতে পারে।

তেমনি সব নাস্তিক কিন্তু ধর্ম নিয়ে কটূক্তি করেনি, তাই ঢালাওভাবে কেউ নাস্তিকদের শাস্তির দাবি করতে পারেনা।

বাংলাদেশে সব ধর্মের সমান অধিকার আছে। কোন ধর্মের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেবার অধিকার কারও নেই।



ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে তার শাস্তি হোক সে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, নাস্তিক যেই হোক না কেন।

তবে অন্যের বিশ্বাসের প্রতি সহনশীল হোন , সে ঈশ্বরে বিশ্বাস করুক কিংবা না করুক। সবার কাছে তার বিশ্বাসই সত্য।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

বিডি আমিনুর বলেছেন: বাংলাদেশের সব নাস্তিকরে কিন্তু গ্রেফতার করা হয় নাই , গ্রেফতার করা হয়ছে কিছু ধর্ম বিদ্বেষী , সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টি কারী কিছু কুলাঙ্গার কে ।

০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

ইমতিয়াজ ইমন বলেছেন: এটাই কাম্য, বাকি যারা ধর্ম বিদ্বেষী , সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টি কারী কুলাঙ্গার আছে তাদেরকেও শীঘ্রই গ্রেপ্তার করা হোক

২| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

প্রিতী ইসলাম বলেছেন: বিডি আমিনুর বলেছেন: বাংলাদেশের সব নাস্তিকরে কিন্তু গ্রেফতার করা হয় নাই , গ্রেফতার করা হয়ছে কিছু ধর্ম বিদ্বেষী , সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টি কারী কিছু কুলাঙ্গার কে ।

০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

ইমতিয়াজ ইমন বলেছেন: ধর্ম বিদ্বেষী না হয়ে হয়তো পর ধর্ম বিদ্বেষী শব্দটা বেশী উপযুক্ত

৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

শাহজাহান মুনির বলেছেন: ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে তার শাস্তি হোক সে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, নাস্তিক যেই হোক না কেন।

০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

ইমতিয়াজ ইমন বলেছেন: অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা সমুন্নত থাকুক

৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

শ্রাবণধারা বলেছেন: "সারা জীবন তো ধর্ম মাননি, এবার একটু সৃষ্টিকর্তাকে ডাকো এটা ঠিক কোথায় পেলেন? তলস্তয়তো মহা ধার্মিক লোক.......।

০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

ইমতিয়াজ ইমন বলেছেন: জানতাম না। আমি রেফারেন্সটা এই মুহূর্তে মনে করতে পারছিনা। পরে জানাচ্ছি।

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৭

ইমতিয়াজ ইমন বলেছেন: he was an anarchist

৫| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৮

শ্রাবণধারা বলেছেন: ভাই এগুলা কি কন? Anarchist মানে যে রাষ্ট্রকে অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর একটা প্রতিষ্ঠান মনে করে। এরা মূলত প্রতিষ্ঠান বিরোধী, ধর্মবিরোধী নয়। চার্চ যেহেতু একটা শক্তিশালী প্রতিষ্ঠান, তাই চার্চের সাথে তলস্তয়ের কিছু বিরোধ ছিল।
তলস্তয়ের Anna Karenina, War and Peace, Resurrection এই উপন্যাস গুলো ছাড়াও ছোট গল্পগুলো পড়ে দেখতে পারেন, তাহলেই তার ধর্মবোধ সম্পর্কে জানতে পারবেন। আর তার Resurrection উপন্যাসটা শুরুই হয়েছে অধ্যায়ে অধ্যায়ে বাইবেল থেকে Quote করে...।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.