![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
মুক্তিযুদ্ধের সময় বাংলার
সাধারন মানুষ ব্যাস্ত ছিল অস্ত্র চোরাচালান সহ নানামুখী অপরাধে মেতে উঠেছিল। এই দেশের মানুষ কয়লা চোর। বাংলাদেশের চেয়ে ভারতীয় এ দেশের মানুষের কাছে প্রিয়। শেষ পর্যন্ত এই দেশের মানুষ নিজেদের ভারতীয় মনে করে, এবং নাগরিকত্ব পেতে সব কিছুই করতে পারে। 'গুন্ডে' মুভিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে এত সুন্দরভাবে উপস্থাপণ করেছে যে, আবেগ ধরে রাখতে পারিনি।
ভারতের স্বাধীনতা বলতে গেলে ব্রিটিশদের কাছ থেকে পাওয়া ভিক্ষালব্ধ স্বাধীনতা। তাই স্বাধীনতার জন্য ত্রিশ লাখ মানুষ
কিভাবে প্রাণ দেয়, সেটা তাদের বুঝার কথা নয়।
বলিউডের বাজারী মুভিগুলোর মাণ কেমন
সেটা দর্শকমাত্রই ভালো জানেন। এরকম বাজারী মুভিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে প্রদর্শণ করার অধিকার তাদের নেই।
যশরাজের ব্যানারে ১৪ই
ফেব্রুয়ারী মুক্তি পাওয়া 'গুন্ডে' ছবিতে দেখানো হয়েছে ১৬ ডিসেম্বর ১৯৭১ এ হিন্দুস্থান ও
পাকিস্তানের মধ্যে ৩য় যুদ্ধ শেষ হয়েছে। ৯০ হাজার
পাকিস্তানী সৈন্য আত্মসমর্পণ করে হিন্দুস্তান আর্মির কাছে। আর এর মধ্য দিয়েই জন্ম নেয় নতুন এক দেশ
”বাংলাদেশ”। ভাগ্যিস বলেনি তাদের একটি প্রদেশ।
ভারতীয় সেন্সর বোর্ড এটাকে কিভাবে অনুমোদন
দেয়, সেটাই প্রশ্নের বিষয়। সরকারের উচিত এ ব্যাপারে হস্তক্ষেপ করা। যুদ্ধে সহযোগীতা করার জন্য কিংবা শরণার্থীদের
সাহায্য করার জন্য বাংলাদেশ ভারতের কাছে কৃতজ্ঞ। তাদের প্রাপ্য
মর্যাদা বাংলাদেশ দিয়েছে। তাই ভারতের উচিত এই ইতিহাস বিকৃতিকারী অংশটি বাদ দিয়ে মুভিটি প্রদর্শণ করা।
বাংলাদেশ- পাকিস্তান যুদ্ধে ভারত কিন্তু কম লাভবান হয়নি। তাই সেটাও তাদের
চিন্তা করা উচিত।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৩
ইমতিয়াজ ইমন বলেছেন: এই ছবিতে আবার পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতাও জানানো হয়েছে।
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৯
শাকিল মাহতাব বলেছেন: Indian film Gundy is a heinous attack on the history of Bangladesh. The Indian film industry nightmarishly interpolate to their viewers’ mentality by mutilating others affairs primarily to show off to, copy-paste, street-shiting-people who will accept it, as materialists and imperialists are their guides. Increase thrust to know more which will enable you people to expand your hearts in spite of lust and greed. I hope you might know that lust and greed always make you poor no matter how discriminatingly geographically combine it to make it look bigger.
I sincerely hope our rational people will shout protest loudly against this propaganda by the Indian film industry.
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৫
রোজেল০০৭ বলেছেন: তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি ভারতীয় সেন্সর বোর্ডের এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে !!
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৫
ইমতিয়াজ ইমন বলেছেন: দেশের এখন এমন অবস্থা। জনগণ প্রতিবাদ না করলে, সরকার সেই ব্যাপারে হস্তক্ষেপ করেনা। তাই জনগণকেই প্রতিবাদের জন্য এগিয়ে আসতে হবে।
৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৫
আরিফ রুবেল বলেছেন: সংস্কৃতি, মুক্তিযুদ্ধবিষয়ক এবং পররাষ্ট্র মন্ত্রনালয় এই বিষয়ে আশ্চর্য নীরবতা পালন করছে আর এর মধ্যে খবর বেরিয়েছে ভারতীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ওএনজিসিকে বঙ্গোপসাগরে সমুদ্রের দুইটি অগভীর গ্যাসব্লক ইজারা দেয়ার। যেখানে মাত্র এগারশত কোটি টাকা বিনিয়োগ করে তারা এই গ্যাসের মালিকানা পাবে এবং তাদের ভাগের গ্যাস আমাদের কিনে নিতে হবে। অথচ মাত্র এগারশত কোটি টাকা বিনিয়োগ করলে আমাদের বাপেক্সই এই গ্যাস উত্তোলন করতে পারত (অভিজ্ঞতার অভাব থাকলে সাবকন্ট্রাক্টের মাধ্যমে কাজ করানো সম্ভব ছিল)।
'ভারত আমাদের বন্ধুরাষ্ট্র' বাংলাদেশের জন্মের পর থেকে এই আপ্তবাক্য আমরা জপেই চলেছি আর এই সুযোগে ওরা কখনও নীরবে কখনও সরবে আমাদের ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি তথা সার্বভৌমত্বকে ধর্ষণ করেই চলেছে।
৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: @আরিফ রুবেল কারে কি বলবেন!!!
মাথা নত করে দিলে যা হয়!!!
তাই করছে ভারত। আর টুট... বুদ্ধিজীবি আর মিডিয়া.. ছি: বলতেও ঘৃনা হয়!
কিভাবে দেশ আর দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তেলাপোকা তত্ত্বে শুধূ টাকা আর লাভই দেখে যাচ্ছে!!!!!
আম জনতা আর কি করবে?
খকরটাও যখন সেন্সর হয়ে আসে..
যখন সাগর রুনির বিচার হয়না
যখন পত্রিক টিভি চ্যানেল বন্দ হয়ে যায়
যখন রাজণীতিবিদ নামের কীটগুলা স্রেফ ক্ষমতার জন্যই কাঙ্গাল!!!!
মানুষ বাচাও ! দেশ বাঁচাও এর অর্থ আমরা বড় দেরী করে বুঝতেছি!!!!
৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩
ইমতিয়াজ ইমন বলেছেন: আন্দোলনটা 'দেশ বাঁচাও, মানুষ বাঁচাও' ছিল না। এটা ছিল মূলত যুদ্ধাপরাধী বাঁচাও আন্দোলন। তাই জনগণের এটা বুঝতে না পারাটাই স্বাভাবিক। আর ইস্যু যেখানে মুক্তিযুদ্ধ, সেখানে দল মূখ্য নয়।
৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৬
পরিবেশ বন্ধু বলেছেন: শরৎ বাবুর সঙ্গে একমত
১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৩
স্বপ্নসমুদ্র বলেছেন: আজ প্রদেশ বলে নাই কাল ঠিকই বলবে। এদের স্পর্ধা দিন দিন বাড়ছেই। বেশি বাড়লে ঝড়ে ভেঙে যেতে হয় তা বুঝার মাথা বোধহয় নেই।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৪
শরৎ চৌধুরী বলেছেন: এর একটা শক্ত প্রতিবাদ বাংলাদেশ সরকারের করা উচিৎ।